তারিখ লোড হচ্ছে...

ঢাকা কলেজস্থ চাঁদপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের নবীনবরণ অনুষ্ঠিত

হুমায়ুন কবিরঃ

চাঁদপুর জেলা থেকে আগত ঢাকা কলেজে পড়ুয়া শিক্ষার্থীদের সংগঠন ‘ঢাকা কলেজস্থ চাঁদপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের (ত্রিমোহনা)’ ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান ও পরিচিতি পর্ব সফলভাবে সম্পন্ন হয়েছে।

১৩ ডিসেম্বর (শুক্রবার) দুপুর ২ ঘটিকায় অনুষ্ঠানটি শুরু হয়। অনুষ্ঠানে চাঁদপুর জেলার সাবেক ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ, ছাত্র ও শিক্ষক উপদেষ্টাবৃন্দের অংশগ্রহণের মাধ্যমে শুরু হয়। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন উক্ত সংগঠনের সাধারণ সম্পাদক দেওয়ান ফজলে হাসান নিয়ন। সভাপতিত্ব করেন মো. রিয়াদ প্রধান। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সহ-সভাপতি মো. আকিব হোসাইন।

অনুষ্ঠানের শুরুতে পল্লী সংগীত, দেশাত্মবোধক গান পরিবেশন করেন জনপ্রিয় সংগীত শিল্পী শাওন খন্দকার । সবার সম্মিলিত সুরে চলছিল আনন্দগণ মুহূর্ত।

এসময় শিক্ষক উপদেষ্টাদের মধ্যে ছিলেন ঢাকা কলেজের গণিত বিভাগের বিভাগীয় প্রধান মো. আখতারুজ্জামান এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক মো. আনোয়ার মাহমুদ। ওনাদের বক্তব্যের এক পর্যায়ে বলেন, নিজ জেলার শিক্ষার্থীদের মাঝে এতো সুন্দর একটি অনুষ্ঠানে থাকতে পেরে নিজেকে গর্বিত মনে করেন। সবাইকে একাডেমিক পড়াশোনার পাশাপাশি কো-কারিকুলাম কার্যক্রমে জড়িত থাকার পরামর্শ দেন। তাছাড়া আগামীর দক্ষ নেতৃত্বের চর্চারও প্রয়োজন আছে বলে উল্লেখ করেন। চাঁদপুরের শিক্ষার্থীদের যেকোনো বিপদ আপদে ওনাদেরকে পাশে পাওয়ারও প্রত্যাশা ব্যক্ত করেন। বিশেষ করে পড়াশোনা ও অন্যান্য ক্ষেত্রেও সবাইকে সহযোগিতার মাধ্যমে একে অপরের পাশে থাকার জন্য পরামর্শ দেন। আগামীর বাংলাদেশের জন্য ভালো নাগরিক ও দেশপ্রেমের প্রতীক হিসেবে কাজ করারও প্রত্যাশা করেন।

ছাত্র উপদেষ্টাদের মধ্যে বক্তব্য রাখেন বোরহানউদ্দিন ঈশরাক,শাহাবুদ্দিন ইমন,মহিউদ্দিন মাফি,মেহেদী হাসান মাহি, জিয়াউর রহমান খন্দকার,শরীফ হোসেন, ফয়সাল পাটওয়ারী, আব্দুর রহিম রাজ, নাঈম,নোমান আলম মুন প্রমুখ।

উল্লেখ্য, ঢাকা কলেজস্থ চাঁদপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের ২০২৪-২৫ কার্যনির্বাহী কমিটির স্বতঃস্ফূর্ত সহযোগিতায় “নবীনবরণ ও পরিচিতি পর্ব” সমাপ্ত হয়েছে।

 

সবা:স:জু- ৩৩১/২৪

সিদ্ধান্ত ছাড়াই শেষ হলো দ্বিপাক্ষিক ফারাক্কার পানি বণ্টন বৈঠক

স্টাফ রিপোর্টার:

ফারাক্কা বাঁধ নিয়ে দীর্ঘদিন ধরেই ভারত ও বাংলাদেশের মধ্যে বনিবনা হচ্ছে না। ভারতের তৈরি ফারাক্কা বাঁধের কারণে শুষ্ক মৌসুমে বাংলাদেশ পর্যাপ্ত পানি পাচ্ছে না, এবং ভরা মৌসুমে বাংলাদেশকে আগাম কোনো সতর্কতা না দিয়ে বাঁধ খুলে দেওয়ায় আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে। এই সমস্যার সমাধানে সম্প্রতি ভারত ও বাংলাদেশের মধ্যে দুই দিনব্যাপী বৈঠক অনুষ্ঠিত হয়েছে, তবে শেষ পর্যন্ত কোনো সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি।

ফারাক্কা বাঁধে গঙ্গার পানি মাপার পর দুদিন ধরে উভয় দেশের প্রতিনিধিরা বৈঠক করেন। বৈঠকের প্রথম দিন গঙ্গার পানি বণ্টন নিয়ে আলোচনা হয়, এবং দুই দেশের প্রতিনিধিরা বৈঠকের মিনিটসে সই করেন। কিন্তু দ্বিতীয় দিনের বৈঠক ছিল সীমান্তবর্তী নদীগুলির ওপর, এবং সেখানেই আলোচনা জটিলতা দেখা দেয়। বৈঠকের পর মিনিটসে সই হয়নি।

বাংলাদেশের প্রতিনিধি দলের নেতা মোহাম্মদ আবুল হোসেন ডিডাব্লিউকে জানান, “পরিকল্পনা মতো আমাদের বৈঠক হয়েছে। এর থেকে বেশি কিছু এই মুহূর্তে বলা সম্ভব নয়।” অন্যদিকে ভারতের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি, এবং বৈঠক শেষে সংবাদ সম্মেলনও অনুষ্ঠিত হয়নি।

দ্বিতীয় বৈঠকের সমস্যা

শুক্রবারের বৈঠকে আলোচ্য ছিল ভারত ও বাংলাদেশের মধ্যে তথ্য ভাগাভাগি, বন্যা রিপোর্ট, সীমান্ত নদীগুলিকে কেন্দ্র করে দুই দেশের পরিকল্পনার বিষয়টি। একাধিক বিষয়ের আলোচনায় কোনো সিদ্ধান্তে না আসতে পারার কারণে বৈঠকের পর এখনো কোনো মিনিটসে সই করা হয়নি বলে সূত্র জানাচ্ছে।

গত বছর বন্যায় একাধিক সীমান্ত নদীতে ক্ষয়ক্ষতি হয়েছে। বেশি কিছু জায়গায় বাঁধ ভেঙে পড়েছে। সীমান্ত নদী হওয়ার কারণে যা মেরামতের জন্য দুই দেশের সম্মতি প্রয়োজন। সূত্র জানাচ্ছে, ৭ মার্চের মিটিংয়ে বাংলাদেশ এই নদীগুলির মেরামতের কাজ করতে চেয়েছিল। কিন্তু ভারত এখনো তাদের সম্মতি দেয়নি। তারা বিষয়টি আগে খতিয়ে দেখতে চায়।

তথ্য ভাগাভাগির বিষয়টি আলোচনা হয়েছে এবং ভারত তাতে রাজি থাকলেও তা মিনিটসের খাতায় তোলা নিয়ে সমস্যা দেখা যায়। ফলে, শেষ পর্যন্ত মিনিটস-এ সই হয়নি।

ফারাক্কা সফর

গঙ্গা পানি বণ্টন চুক্তি মেনে পানি ভাগাভাগি হচ্ছে কিনা তা দেখতে প্রতি বছর বাংলাদেশ থেকে ভারতে যান প্রতিনিধিরা। এবছর ৪ মার্চ ফারাক্কায় গিয়ে পানি মাপার পর ভাগাভাগি নিয়ে সন্তুষ্টির কথা জানান বাংলাদেশের প্রতিনিধিরা। সেই সঙ্গে আরও জানান, এবছর পানি কম থাকার জন্য দুই দেশই পানি কম পাচ্ছে।

এরপর, ৬ মার্চ ভারত বাংলাদেশের প্রতিনিধিদের মধ্যে গঙ্গা পানি বণ্টন, গঙ্গায় কম পানি এবং নদীর বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। মিটিং শেষে আলোচনার সারাংশে সই করেন ভারত ও বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব শরদ চন্দ্র এবং মোহাম্মদ আবুল হোসেন।

সূত্র জানিয়েছে, সাময়িক জটিলতা কেটে গেলে পরবর্তীকালে সই হতে পারে সমঝোতা।

 

language Change
সংবাদ শিরোনাম
সাংবাদিকরা জীবন বাজি রেখে দেশ ও জাতির কল্যাণে কাজ করেন” — গৃহায়ন ও গণপূর্ত সচিব ছেলেবন্ধুদের পরিবারের ভেতরের গল্প বললেন সোহিনী ডিসি নিয়োগ আওয়ামী আনুগত্যের প্রাধান্য কৃষক দলের নেতা খন্দকার নাসিরের গ্রেপ্তার চাইলেন মহিলা দল নেত্রী মুন্নী শেরপুরের নকলায় কৃষি কর্মকর্তাকে মারধরের ঘটনায় গ্রেপ্তার-১ মানিকছড়িতে ধানের শীষ মার্কায় ভোট চেয়ে ওয়াদুদ ভূইয়া'র পথসভা সীমান্ত হতে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি সিন্ডিকেটে আটকে আছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের কোটি টাকার মেশিন কেরানীগঞ্জে ঠিকাদার রফিকের অবৈধ গ্যাস সংযোগে টাকার মেশিনের সন্ধান