তারিখ লোড হচ্ছে...

ঢাকা ডার্বিতে দুপুরে মাঠে নামছে মোহামেডান ও আবাহনী

খেলা ডেস্ক: 

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম ঢাকা ডার্বিতে আজ মাঠে নামবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান ও আবাহনী। কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে দুপুর আড়াইটায় শুরু হবে ম্যাচটি।

শীতের সকালে রাজধানীতে অনুশীলন শুরু আবাহনীর। বিকেলে কুমিল্লা যাবার তাড়া। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ ঘিরে উন্মাদনা আগের চেয়ে কমেছে, তবু ঘরোয়া ফুটবলে আবাহনী-মোহামেডান মানে বাড়তি কিছু।

এবার আকাশীদের অন্যতম শীর্ষ কোচ মারুফুল হক আর ফুটবলার সবাই বাংলাদেশি। তবু পারফরম্যান্সে সাফল্যের ধারা। লিগের দুই ম্যাচ আর ফেডারেশন কাপে একটি, তিন ম্যাচেই পূর্ণ পয়েন্ট পেয়েছে লিগের সর্বাধিক ৬ বারের চ্যাম্পিয়নরা। এবার মোহামেডান প্রতিপক্ষ হওয়ায় জয়ের তাড়না আরও বেশি আকাশী-নীলদের।

এদিকে মৌসুমে মোহামেডানও অপ্রতিরোধ্য। দুই ম্যাচে শতভাগ জয়, যার একটি বসুন্ধরা কিংসের বিপক্ষে। এবারের স্কোয়াডও শক্তিশালী। তবে নিজেদের শেষ ম্যাচে ফেডারেশন কাপে রহমতগঞ্জের কাছে হারটা অস্বস্তি গত মৌসুমের তিন আসরের রানার্সআপদের।

একদিন আগেই গতকাল (শুক্রবার) বিকেলে কুমিল্লা পৌঁছে ম্যাচ ভেন্যুতে অনুশীলন সেরেছে সাদাকালোরা। স্কোয়াড বিবেচনায় আবাহনীর চেয়ে এগিয়ে থাকলেও ঢাকা ডার্বি আলাদা মোহামেডানের কাছেও। তাই নির্ভার থাকার সুযোগ নেই। কারণ, ম্যাচটা মাঠের লড়াই ছাপিয়ে ঐতিহ্যেরও।

একই সময় গাজীপুরে মুখোমুখি হবে ঢাকা ওয়ান্ডারার্স ও পুলিশ এফসি। অন্য ম্যাচে বিকেল সাড়ে পাঁচটায় কিংস অ্যারেনায় রহমতগঞ্জকে আতিথ্য দেবে চ্যাম্পিয়ন বসুন্ধরা।

 

সবা:স:জু- ৩৩৯/২৪

চামড়া শিল্প নগরীর ডাম্পিং থেকে সড়ক ও নৌপথে ট্যানারির বর্জ্য চুরি !

স্টাফ রিপোর্টারঃ
সাভারের হরিণধরা এলাকায় ধলেশ্বরী নদীর তীর ঘেঁষে গড়ে ওঠা ট্যানারি শিল্প ! সম্প্রতি চামড়া শিল্প নগরী এলাকা থেকে গভীর রাতে সড়ক ও নৌপথে ট্যানারি বর্জ্য চুরির মহোৎসব চলছে ! নেপথ্যে রয়েছে অনিক, হিমেল, আলামিন, উজ্জল, রিফাত, কবির ও মঞ্জুর সিন্ডিকেট ! প্রায় প্রতি রাতে ২০-৫০পিকআপ গাড়ি ও ৮-১০ট ট্রলারযোগে বর্জ্য বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে । এই সিন্ডিকেটের নিজস্ব পাহারায় ও লেবারদের সহযোগিতায় ডাম্পিং থেকে বর্জ্য চুরি করে পাচারকারীদের হাতে তুলে দিচ্ছে এই সিন্ডিকেট। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন এলাকাবাসী জানিয়েছেন যেহেতু ডাম্পিং স্টেশন চামড়া শিল্পনগরীর সুতরাং বিসিকের কয়েকজন অসৎ কর্মীও জড়িত আছেন। সরেজমিনে দেখা যায় চামড়া শিল্প নগরী ডাম্পিং এরিয়া অরক্ষিত , ফলে নৌপথে ট্রলারযোগে অনায়াসে বর্জ্য পাচার হচ্ছে অন্যদিকে রাত ২ টার পর ২০-৫০ পিকআপ গাড়ি ঢোকে এবং পিক আপলোড করে স্থান ত্যাগ করে। নাম প্রকাশ না করার শর্তে এই কাজে ব্যবহার করা একজন গাড়িচালক জানিয়েছেন প্রতি গাড়ি ১০ উচ্ছিষ্ট চামড়া থেকে ১২ হাজার টাকায় ক্রয় করা হয়। ড্রাইভার এর কথার সূত্র ধরে প্রতিবারেই যদি ১০ হাজার টাকায় বিক্রি হয় তাহলে পঞ্চাশটি গাড়িতে কত টাকার চামড়া বিক্রি হয় ? প্রতিমাসেই বা কত লক্ষ টাকার চামড়া পাচার হয়ে যাচ্ছে ট্যানারি শিল্প নগরী এলাকা থেকে ?

এবার জেনে নেই উচ্ছিষ্ট চামড়া থেকে কি তৈরি করা হয়? চামড়ার বর্জ্য থেকে মাছ-মুরগির খাবার তৈরির এই অপকর্ম আগে হাজারীবাগের বিভিন্ন অলিগলিতে তৈরি হতো। এখন তা সাভারের ভাকুর্তা মোরগাকান্দির চকে, আমিন বাজার ও কেরানীগঞ্জের বিলকাঠুরিয়া এলাকায় বড় পরিসরে তৈরি হচ্ছে। অসাধু ব্যবসায়ীদের এই অনৈতিক কাজের জন্য মানুষের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। চামড়ার বর্জ্য থেকে পোলট্রির খাবার তৈরির এই প্রক্রিয়াটি এতটাই ভয়াবহ, চোখে না দেখলে তা বিশ্বাসই হবে না।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম