তারিখ লোড হচ্ছে...

সবুজ বাংলাদেশের সম্পাদক মাসুদকে প্রাণনাশের হুমকি; থানায় জিডি

রায়হান হোসাইন;- 

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় মানব পাচার ও কিশোর গ্যাং নিয়ে ইতিমধ্যে দৈনিক সবুজ বাংলাদেশ পত্রিকায় বেশ কয়েকটি সংবাদ প্রকাশ করা হলে থানা পুলিশ নড়েচড়ে বসে।

 

এতে একদল মানব পাচারকারী চক্রের ব্যবসা বন্ধ হয়ে যায়। এতে তারা দৈনিক সবুজ বাংলাদেশ পত্রিকার উপর ক্ষিপ্ত হয়ে পত্রিকায় কর্মরত সাংবাদিক ও সম্পাদককে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। এই মানব পাচারকারী চক্রদের মধ্যে অন্যতম হচ্ছে তাহমিনা সুলতানা। তাহমিনার মূল ব্যবসা হলো মানব পাচার। মানব পাচার করেই আজ তাহমিনা কোটি কোটি টাকার মালিক। নামে বেনামে জায়গাসহ একাধিক গাড়ি বাড়ির মালিক এ তাহমিনা।

 

টিকিটিং এর আড়ালে গ্রামের বেকার পুরূষদের নিজের স্বামী বানিয়ে মালোশিয়াতে পাচার করে এ তাহমিনা। তবে তার স্বামী বানানোর এ কলে নিঃস্ব হয়েছে বহু পুরুষ, বহু পরিবার।

 

সংবাদ প্রকাশের পর ক্ষিপ্ত হয়ে এ তাহমিনা সবুজ বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অপপ্রচেষ্টাও করে। এরই ধারাবাহিকতায় থানায় মিথ্যা অভিযোগ দিয়ে একটি জিডিও করে।

 

দৈনিক সবুজ বাংলাদেশ এর সম্পাদক মোহাম্মদ মাসুদ বলেন, তথাকথিত এ জাতীয় মানব পাচারকারীদের হুমকি ধমকিতে থামিয়ে রাখা যাবেনা সবুজ বাংলাদেশের লেখাকে। স্তব্ধ করে দেওয়া যাবেনা সবুজ বাংলাদেশের প্রতিবাদী কলমকে। ইতিপূর্বেও বহু হুমকি ধমকি দেওয়া হয়েছিল কিন্তু থামানো যায়নি, আর কখনো থামানো যাবেওনা। সবুজ বাংলাদেশের কলম তার আপন গতীতেই চলবে। তিনি আরো বলেন, আমরা স্বাধীনতার কথা বলি। এ স্লোগানকে বুকে ধারণ করে আমরা অপরাধীদের মুখোশ সমাজের মানুষের সামনে উন্মোচন করি।

হামলা মামলা আর মিথ্যা মামলার ভয় কখনো করেনি সবুজ বাংলাদেশের সম্পাদক মাসুদ আর এসব কারনে তিনি থানায় একটি সাধারণ ডায়েরী করেন। একটি মানব পাচারকারী নারী চক্র বিভিন্ন পুরুষদের নিজের স্বামী বানিয়ে মোটার টাকার বিনিময়ে তাদের মালোশিয়াতে পাচার করে। কয়েক ডজন খানেক স্বামীর রেকড আছে এ তাহমিনার।

 

ভিজিটিং ভিসা দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে পরে দেশে ফিরে আসতে হতো এসব অসহায় মানুষদের।

 

 

আর এসব কারনেই বহুবার মালোশিয়াতে যাতায়াত করে এ তাহমিনা। মানব পাচারের টাকা দিয়ে আজ তাহমিনা অন্তরা কোটি কোটি টাকার মালিক। বহু সম্পত্তির মালিক বনে যাওয়া তাহমিনা অন্তরা রাতারাতি আংগুল ফুলে কলাগাছ। সে এসব সম্পত্তির কোন ট্যাক্স ভ্যাটও প্রদান করেনা।

ড. ইমরান আনসারীর সঙ্গে কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র মতবিনিময়

(বাসস):
যুক্তরাষ্ট্রের ‘স্টেট ইউনিভার্সিটি অব নিউ ইয়র্ক’র সহকারী অধ্যাপক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক দপ্তর সম্পাদক এবং আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষক ড. মোহাম্মদ ইমরান হোসাইন আনসারীর সঙ্গে কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র (সিজেএফডি) সদস্যদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

ইমরান আনসারী এই সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্যসচিব ছিলেন। জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সিজেএফডি সভাপতি মো. সাজ্জাদ হোসেন এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক এম. মোশাররফ হোসাইন।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, দিদারুল আলম, এম এস দোহা, সালাহউদ্দিন জসিম, কামরুজ্জামান বাবলু, সায়ীদ আবদুল মালিক, নিজাম উদ্দিন দরবেশ, মনির আহমাদ জারিফ, মোহাম্মদ মাসুদ, আবু সুফিয়ার রতন, এ এফ এম রাসেল পাটোয়ারী, নার্গিস জুঁই, আহমেদ আজম, ইমরান মাহফুজ, শাহাদাত হোসেন রাকিব, হাবিবুর রহমান বাবু, এ কে সালমান ও আশিকুর রহমান।

মতবিনিময় সভায় সিজিএফডির সদস্যরা সাংবাদিকতায় মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের ফেলোশিপ প্রাপ্তি, প্রশিক্ষণ প্রোগ্রামে অংশগ্রহণ সহযোগিতাসহ পেশাগত নানা পরামর্শ চান।

জবাবে ড. ইমরান হোসাইন আনসারী সর্বদা সিজিএফডির সদস্যদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। জ্ঞান, তথ্য ও কানেক্টিভিটি বাড়িয়ে সাংবাদিকতার আশু চ্যালেঞ্জ মোকাবিলার পরামর্শ দেন তিনি।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম