তারিখ লোড হচ্ছে...

সোমবার যেসব এলাকায় গ্যাসের স্বল্পচাপ থাকবে

স্টাফ রিপোর্টার: 

গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের (জিটিসিএল) ডেমরা সিজিএস থেকে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসির (টিজিটিডিপিএলসি) ডেমরা সিজিএসগামী পিএসআইজি বিতরণ লাইনের কাজের জন্য সোমবার (১৬ ডিসেম্বর) রাজধানী ও এর আশেপাশের কিছু এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করবে।

রোববার (১৫ ডিসেম্বর) এক বার্তায় এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

এতে বলা হয়, সোমবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল ৬টা পর্যন্ত মোট ১২ ঘণ্টা ডেমরা সিজিএসসের ডাউনস্ট্রীম গ্যাস বিতরণ নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত তিতাস গ্যাস অধিভুক্ত সমগ্র ডেমরা, মাতুয়াইল, যাত্রাবাড়ি, শ্যামপুর, রায়েরবাগ, ধোলাইর পাড়, সায়েদাবাদ, নন্দীপাড়া, খিলগাঁও, বাসাবো, মতিঝিল, রামপুরা, বাড্ডা, মালিবাগ, বনশ্রী, শাহাজাহানপুর, ঢাকা ক্যান্টনমেন্ট, গুলশান, বনানী এবং তৎসংলগ্ন এলাকায় বিদ্যমান সব শ্রেণির গ্রাহকের গ্যাসের স্বল্পচাপ বা তীব্র স্বল্পচাপ বিরাজ করবে।

এ ছাড়া কোথাও কোথাও গ্যাসের চাপ শূন্যে নেমে যেতে পারে।

গ্রাহকদের এমন সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

 

সবা:স:জু- ৩৫৩/২৪

 

ইয়ুথ ভলেন্টিয়ার এওয়ার্ড পাচ্ছেন অভিনেতা পলাশ ও দূর্বার তারুণ্যের আবু আবিদ

 

স্টাফ রিপোর্টারঃ
পুরো দেশ থেকে হাজার হাজার আবেদন বাছাই করে গতকাল রাতে চূড়ান্ত হয় কারা পাচ্ছেন বাংলাদেশ ইয়ুথ ভলেন্টিয়ার এওয়ার্ড ২০২৩। আয়োজক সূত্রে জানা যায়, দেশের জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ ও চট্টগ্রাম থেকে গড়ে উঠা দেশব্যাপী সাড়া জাগানো সামাজিক সংগঠন দূর্বার তারুণ্যের স্বপ্নদ্রষ্টা মুহাম্মদ আবু আবিদ পাচ্ছেন জাতীয় এ সম্মাননা।

আজ ১১ মার্চ বিকালে ঢাকা বিশ্ব সাহিত্য কেন্দ্রে এই সম্মাননা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন দুদক কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান। এছাড়াও অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের জনপ্রিয় মুখ।

এ বিষয়ে মুহাম্মদ আবু আবিদ বলেন, এওয়ার্ড এর বিষয়ে গুঞ্জন শুনেছিলাম। তবে গতকাল রাতে আমাকে অফিশিয়ালি জানানো হয়। আমি এত বড় সম্মাননার জন্য যোগ্য কিনা তা জানি না। তবে অবশ্যই এ এওয়ার্ড ভবিষ্যতের কাজের জন্য আমাকে আরও অনুপ্রেরণা জোগাবে।

জিয়াউল হক পলাশ জানান, যেকোন সম্মাননাই গর্বের। মানুষকে ভালোবেসে কাজ করে যেতে চাই, আজীবন।

উল্লেখ্য, মুহাম্মদ আবু আবিদ চট্টগ্রামের সন্তান। তিনি বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। সামাজিক কাজকে শৈল্পিকতায় রুপ দিয়ে তিনি অনেকবারই আলোচনার শীর্ষে উঠেছেন।

 

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম