তারিখ লোড হচ্ছে...

শহীদদের শ্রদ্ধা জানাতে গিয়ে নিজেই না ফেরার দেশে

স্টাফ রিপোর্টার : 

চট্টগ্রামের মিরসরাইয়ে বিজয় দিবস উপলক্ষে শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে যাওয়ার পথে গাড়িচাপায় মো. আলী হোসেন (৩৭) নামের এক যুবদল কর্মী নিহত হয়েছেন। আলী হোসেন উপজেলার দক্ষিণ ওয়াহেদপুর ইউনিয়নের দক্ষিণ ওয়াহেদপুর এলাকার মো. আখেরুজ্জামানের ছেলে। গতকাল রোববার রাত ১১টা ৫০ মিনিটের দিকে নিজামপুর সরকারি কলেজ শহীদ মিনারে শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে যাওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাসের চাপায় মারা যান তিনি।

 

পুলিশ, আলী হোসেনের স্বজন ও ঘটনার প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, দুই কন্যাসন্তানের জনক আলী হোসেন পেশায় কৃষক। কৃষিকাজ ও কৃষি যন্ত্রপাতি চালিয়ে জীবিকা নির্বাহ করতেন তিনি। একই সঙ্গে যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। গতকাল রাতে দলীয় কর্মসূচির অংশ হিসেবে মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে দলের নেতা-কর্মীদের সঙ্গে নিজামপুর সরকারি কলেজ শহীদ মিনারে ফুল দিতে যাচ্ছিলেন তিনি। তখন দ্রুতগতির ঢাকাগামী সেন্ট মার্টিন পরিবহনের একটি বাস পেছনে থাকা আলী হোসেনকে ধাক্কা দিয়ে সড়কের বাইরে ফেলে দেয়। এতে ঘটনাস্থলেই আলী হোসেন নিহত হন।

তদন্তকেন্দ্রের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে যাত্রীবাহী সেন্ট মার্টিন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি কাভার্ড ভ্যানকে ধাক্কা দিলে বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। তখন সড়কের পাশ ধরে হেঁটে যাওয়া পথচারীদের একজনের সঙ্গে বাসের ধাক্কা লাগলে তিনি ঘটনাস্থলে নিহত হন। দুর্ঘটনার পর গাড়ি ফেলে চালক ও তাঁর সহকারী পালিয়ে যান। আমরা দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে কুমিরা হাইওয়ে পুলিশের হেফাজতে দিয়েছি।’

 

নোয়াখালীতে দুই চাচাতো ভাই পানিতে ডুবে মারা গেছে

নোয়াখালীতে দুই চাচাতো ভাই পানিতে ডুবে মারা গেছে

ডেস্ক রিপোর্টঃ নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা জেটাতো-চাচাতো ভাই।

রোববার (২৭ জুলাই) সকালে উপজেলার চরপার্বতী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের রবিউলের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো- একই ইউনিয়নের চৌধুরীহাট বাজার সংলগ্ন রবিউলের বাড়ির মো. আবু সুফিয়ান সজিবের ছেলে মো.ইব্রাহীম (৪) ও মো.শরীফের ছেলে নাদিম হোসেন (৩)।

পুলিশ সূত্র জানায়, সকালে দুই পরিবারের সদস্যরা গৃহস্থালির কাজে ব্যস্ত ছিলেন। ওই সময় শিশু দুটি বাড়ির উঠানে খেলা করছিল। খেলার একপর্যায়ে সবার অগোচরে দুজন পাশের পুকুরে পড়ে যায়। এক পর্যায়ে তাদের না দেখে খোঁজাখুঁজি শুরু করে পরিবারের সদস্যরা। পরে নিখোঁজ শিশুদের সন্ধানে পুকুরে জাল ফেলে তাদের লাশ পাওয়া যায়। তাৎক্ষণিক তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাদের মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মো.সাহাদাত হোসেন সাগর বলেন, দুই শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে স্বজনেরা। তাদের ভাষ্যমতে, পানিতে ডুবে ওই শিশুদের মৃত্যু হয়।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম