তারিখ লোড হচ্ছে...

সাভারে বিএনপি’র বিজয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

আলী রেজা রাজু:

সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপি’র আয়োজনে এ্যাড.মেহেদী হাসানের সভাপতিত্বে বিজয় দিবসের আলোচনা সভা,বিজয় দিবস পালিত হয়েছে।
সোমবার(১৬ইডিস্বেবর) ৫৪তম বিজয়ের প্রথম প্রহরে
তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপি আয়োজনে পুষ্পঅর্পন করে শহীদের প্রতি শ্রদ্ধ্যা নিবেদন ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পূর্ণ হয়।
এসময় প্রধান অতিথি উপস্থিত,ঢাকা জেলা বিএনপি’র সাংগঠনিক সপ্মাদক ব্যারিস্টার ইরফান ইবনে অমি,তেতুলঝোড়া ইউনিয়ন বিএনপি সভাপতি,হাজী মো:মহিউদ্দিন,হাজী মো:আব্দুল আজিজ,হেমায়েতপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি সাংবাদিক শরিফুল ইসলাম, ,৭নং ওর্য়াড বিএনপির সভাপতি মো:মোশাররফ হোসেন,সাবেক সাধারণ সপ্মাদক ঢাকা জেলা ছাত্রদলের রেজাউল করিম জুয়েল।
এসব এ্যাড.মেহেদী হাসান বলেন,বিজয় এসেছে আবার নতুন করে এটা আমাদের দ্বিতীয় বিজয়,এই বিজয়কে কেউ না যেন নস্যাৎ করতে না পারে যেন,নস্যাৎ করতে আসলে ঐক্যবদ্ধ হয়ে রুখে দিতে হবে।শহীদ জিয়াউর রহমান গেরিলা ফোর্স গঠন করেছেন,এপ্রিলে অস্থায়ী সরকার গঠন করেছিলেন,সারা বাংলাদেশে ১১ সেষ্টর গঠন করে মুক্তিযুদ্ধ নেতৃত্ব দেন।হেমায়েতপুর উচ্চ বিদ্যালয়কে এমপিও ভুক্ত করার দাবিও তুলেন।
হেমায়েতপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি সাংবাদিক মো:শরিফুল ইসলাম বলেন যেখানে আ.লীগকে পু: রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন জিয়াউর রহমান,সেই আ.লীগই জিয়াউর রহমানকে খুন করে। জিয়াউর বাংলাদেশের অর্থনৈতিক অবকাঠামো নির্মাণ করেছিলেন,গামেন্টস, রেমিট্যান্স এসব তার হাতেই গড়া।বিএনপি এ দেশে দিয়েছে জাতীয়বাদ আর আ.লীগ দিয়েছে ভারত প্রিতি।তারেক রহমান লন্ডনে বসে বাংলাদেশকে কিভাবে মধ্যামসারীর পরিনিত করা সেই নিদের্শনা দিচ্ছেন।আগামীর নির্বাচনে বিএনপির জণগণের কাছে ভোট ও চান তিনি।
এসময় অন্যনা বক্তরা শহিদ জিয়াউর রহমান ও তারেক রহমান,মুক্তিযুদ্ধে বিএনপির ভূমিকা নিয়ে কথা বলেন এবং আগামীর নতুন বাংলাদেশকে বিনির্মানে ছক করেন।

মাদরাসায় ৫ম শ্রেণিতেও ফিরছে মেধাবৃত্তি

মাদরাসায় ৫ম শ্রেণিতেও ফিরছে মেধাবৃত্তি

মাদারীপুর সংবাদদাতা:

সরকারি প্রাথমিকের পর দেশের সব ইবতেদায়ী মাদ্রাসায়ও পঞ্চম শ্রেণির ইবতেদায়ি বৃত্তি পরীক্ষা আগামী ডিসেম্বরে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতাধীন মাদ্রাসাসমূহে অধ্যয়নরত শিক্ষার্থীদের এই পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে পাঁচটি বিষয়ের ওপর। এ পরীক্ষায় শুধু সর্বোচ্চ ৪০ শতাংশ শিক্ষার্থী অংশগ্রহণের সুযোগ পাবে।বুধবার (৬ আগস্ট) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের সই করা একটি স্মারকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এতে জানানো হয়েছে ২০২৫ সালের ইবতেদায়ি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২১, ২২, ২৩, ২৪ ও ২৮ ডিসেম্বর। পরীক্ষাগুলো নেওয়া হবে পাঁচটি বিষয়ের ওপর কুরআন মাজিদ ও আকাইদ ফিকহ আরবি (প্রথম ও দ্বিতীয় পত্র) বাংলা, ইংরেজি এবং গণিত ও বিজ্ঞান। এর মধ্যে কুরআর মাজিদ ও আকাইদ ফিকহ আরবি প্রথম ও দ্বিতীয় এবং গণিত ও বিজ্ঞান সম্মিলিতভাবে হবে। প্রতিটি বিষয়ের জন্য বরাদ্দ নম্বর ১০০। সব মিলিয়ে মোট নম্বর ৫০০। তবে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে কেবল বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের কোডভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা ও সংযুক্ত ইবতেদায়ি শাখাসমূহের শিক্ষার্থীরা। মাদ্রাসার পঞ্চম শ্রেণিতে অধ্যয়নরত মোট শিক্ষার্থীর মধ্যে সর্বোচ্চ ৪০ শতাংশ পরীক্ষায় অংশ নিতে পারবে।

এ বিষয়ে বিস্তারিত সিলেবাস ও মানবণ্টন বোর্ড থেকে শিগগিরই প্রকাশ করা হবে বলে নির্দেশনায় জানানো হয়েছে। এর আগে গত ১৭ জুলাই সরাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষা নেওয়ার বিষয়ে জানানো হয়েছে। চলতি বছরের শেষে অর্থ্যাৎ ডিসেম্বর মাসেই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে ২১ থেকে ২৪ ডিসেম্বরের মধ্যে। প্রসঙ্গত দীর্ঘ ১৬ বছর পর পুনরায় চালু হওয়া এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ শিক্ষার্থীরা প্রতি মাসে নির্ধারিত হারে বৃত্তি সুবিধা এবং মাধ্যমিক পর্যায়ে ভর্তি প্রক্রিয়ায় অগ্রাধিকার পাবে। এর আগে, ২০০৯ সালর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা (পিইসি) শুরুর পর থেকে আলোচিত এই বৃত্তি পরীক্ষা বন্ধ ছিল৷

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম