তারিখ লোড হচ্ছে...

দুর্নীতিতে মোড়ানো মাফরুল সাদিক প্রিন্স

স্টাফ রিপোর্টার: 

মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার দীঘা ইউনিয়নের ফলোশিয়া গ্রামের মাফরুল সাদিক প্রিন্স, যিনি একজন (ডেসকো) এর ডিপ্লোমা উপবিভাগীয় প্রকৌশলী।বিওবি বিভাগ খিলক্ষেত এ কর্মরত রয়েছেন। এর আগে তিনি মিরপুর ১৩ নম্বরে (ডেসকোর) সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।

১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে তৎকালীন বিদ্যুৎ প্রতিমন্ত্রীর ছত্র ছায়ায় ও তার মদদে (ডেসকো) তে উপসহকারী প্রকৌশলী হিসাবে যোগদান করেন।

ফরিদপুর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কলেজেই তার রাজনীতির হাতে খড়ি।পড়াশুনার পাশাপাশি তিনি উক্ত কলেজর জিএস নির্বাচিত হন। পরবর্তী সময়ে ডিপ্লোমা শেষ করে চাকুরীর জন্য ঢাকায় আসেন।যখন তিনি ঢাকায় আসেন তখন তার কাছে মেসে থাকা খাওয়ার টাকাও ছিল না।ডেসকোতে চাকুরীতে যোগদানের পরই তিনি রাজনৈতিক ভাবে বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের সভাপতি ছিলেন ।

দীর্ঘর্দিন যাবৎ ওই পদে থেকে রাজনৈতিক মদদে অবৈধ উপায়ে কোটি কোটি টাকার মালিক হন। ডেসকো নেতা হওয়ার সুবাদে নিজের স্ত্রী নামে “লাবনী এন্টারপ্রাইজ” প্রতিষ্ঠান গড়ে তোলেন। ডেসকোতে সেবা নিতে আসা অনেক ভুক্তভোগি ও ডেভেলপার কোম্পানী ইলেকট্রিক লাইন ও লোডের জন্য আবেদন করলে তাদের কাছে অবৈধ ভাবে টাকা দাবি করতেন।

এমনকি টাকা না দিলে আবেদন গ্রহণ এবং কাজ করতেন না।তিনি বিভিন্ন ভাবে গ্রাহককে তাদের লিফ্ট,জেনারেটর, সোলার,সাব-স্টেশন ইত্যাদির কাজ তার স্ত্রীর প্রতিষ্ঠানে ” লাবনী এন্টারপ্রাইজ” এ দিতে বাধ্য করতেন। গ্রাহকরা তার কথামতো কাজ না করলে তাদের আবেদন গ্রহণ করতেন না এবং কাজও দিতেন না। এইভাবে ডেসকোতে তিনি অনৈতিকভাবে প্রচুর টাকা ইনকাম করেছেন। তার রয়েছে ফলসিয়া গ্রামে থ্রি প্লেক্স বাড়ি, যা এলাকার বাসিন্দার কাছে “কিং প্যালেস” নামে পরিচিত।

দিঘা ইমতিয়াজ মোল্লা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ১০ লক্ষ টাকা ক্যাশ প্রদান সাপেক্ষে তিনি আজীবন দাতা সদস্য হয়েছেন।

বসুন্ধরা আবাসিক এলাকায় তার রয়েছে ১৭৬০ স্কয়ার ফিট সম্মলিত বিশাল বিলাস বহুল ফ্লাট। যার ঠিকানা: ব্লক-জি, বাসা নম্বর#১৩৮, রোড নাম্বার# ১৯, বসুন্ধরা আবাসিক, ঢাকা।

এছাড়াও এন ব্লকে স্ত্রীর নামে ৫ কাঠা জায়গায় ১০ তলা বাড়ি এবং ২ টা গাড়ি রয়েছে।(২০২৪ মডেলের হুন্দাই জীপও নোয়া মাইক্রো বাস)।

লাবনী এন্টারপ্রাইজ এ দীর্ঘ ১৬ বছর ধরে প্রিমিয়ার ব্যাংক, নিকুঞ্জ শাখায় অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে।এছাড়াও নাম বেনামে অঢেল সম্পদের মালিক হয়েছেন। এ বিষয়ে খোঁজ নিতে বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক ডেসকো বিওবি বিভাগ খিলক্ষেত এ কর্মরত মাফরুল সাদিক প্রিন্স এর অফিসে গেলে তাকে পাওয়া যায়নি।

মুঠোফোনে তার সাথে কথা হলে সংবাদ কর্মী পরিচয় পেয়ে তিনি ক্ষিপ্ত হয়ে বলেন, আমি বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের নেতা,শত কোটি টাকার মালিক, আমি যা ইচ্ছা তাই করব তাতে তোর কি? আমার বিরুদ্ধে যা খুশি লিখ তাতে আমার কিছুই যায় আসে না।

 

সবা:স:জু- ৩৭৩/২৪

দ্রব্যমুল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিভিন্ন বাজারে বাজারে বিএনপির লিফলেট বিতরণ 

মাসুদ মিয়া,তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের তারাকান্দায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে তারাকান্দা উপজেলা বিএনপির উদ্যোগে ১০ ইউনিয়নে শনিবার বিকেলে একযোগে বিভিন্ন বাজারে ও মোড়ে মোড়ে লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।

জানা গেছে, উপজেলায় ১০ ইউনিয়নে বিএনপির টিম লিডারের নেতৃত্বে তারাকান্দা সদর ইউনিয়নে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক,বানিহালা ইউনিয়নে সেচ্ছাসেবক দলনেতা ছায়াদুল ইসলাম মন্ডল,কাকনী ইউনিয়নে বিএনপির নেতা শাজেদুল করিম খোকন,গালাগাও ইউনিয়নে ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক আব্দুল কালাম আজাদ,বালিখাঁ ইউনিয়নে তারাকান্দা উপজেলা বিএনপির সভাপতি ও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি সিনিয়র যুগ্ম মোতাহার হোসেন তালুকদার, ঢাকুয়া ইউনিয়নে উপজেলা বিএনপির সহ-সভাপতি বেলায়েত হোসেন,রামপুর ইউনিয়নে বিএনপির নেতা রাসেল মন্ড়ল,কামারিয়া ইউনিয়নে বিএনপির নেতা রাকিব তালুকদার, কামারগাও ইউনিয়নে তারাকান্দা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আসাদুল হক মন্ডল, বিসকা ইউনিয়নে তারাকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম তালুকদার নেতৃত্বে উপজেলা বিএনপি ও ইউনিয়ন বিএনপি তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের নেতৃত্বে একযোগে লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এর আগে সকালে দলিয় কার্যালয়ে টিমের নেতৃবৃন্দের কাছে লিফলেট তুলে দেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহবায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।

language Change
সংবাদ শিরোনাম
সাংবাদিকরা জীবন বাজি রেখে দেশ ও জাতির কল্যাণে কাজ করেন” — গৃহায়ন ও গণপূর্ত সচিব ছেলেবন্ধুদের পরিবারের ভেতরের গল্প বললেন সোহিনী ডিসি নিয়োগ আওয়ামী আনুগত্যের প্রাধান্য কৃষক দলের নেতা খন্দকার নাসিরের গ্রেপ্তার চাইলেন মহিলা দল নেত্রী মুন্নী শেরপুরের নকলায় কৃষি কর্মকর্তাকে মারধরের ঘটনায় গ্রেপ্তার-১ মানিকছড়িতে ধানের শীষ মার্কায় ভোট চেয়ে ওয়াদুদ ভূইয়া'র পথসভা সীমান্ত হতে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি সিন্ডিকেটে আটকে আছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের কোটি টাকার মেশিন কেরানীগঞ্জে ঠিকাদার রফিকের অবৈধ গ্যাস সংযোগে টাকার মেশিনের সন্ধান