তারিখ লোড হচ্ছে...

দোয়া করবেন ভাই, বোবা হয়ে আছি: পলক

স্টাফ রিপোর্টার:

জুলাই-আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে দায়ের করা এক মামলার তদন্তের অগ্রগতি জানাতে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ আওয়ামী লীগের গ্রেপ্তার সাবেক মন্ত্রী, আমলা, বিচারপতি এবং রাজনীতিবিদসহ ১৬ জনকে দ্বিতীয়বারের মতো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

তারপর পলকসহ কয়েকজন হেভিওয়েট আসামিকে নিয়ে পুলিশের গাড়িটি ট্রাইব্যুনাল ছেড়ে চলে যায়।

সবা:স:জু- ৩৮৮/২৪

প্রেসিডেন্ট ও প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার॥

প্রেসিডেন্ট মোহাম্মদ সাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার এ সাক্ষাৎ করেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সূত্র জানায়, বেলা ১১টার দিকে বঙ্গভবনে প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেন সেনাপ্রধান। রীতি অনুযায়ী সেনাপ্রধান সরকারিভাবে বিদেশ সফরে গেলে ফেরার পর সেই বিষয়ে প্রেসিডেন্টকে অবহিত করতে হয়। এরপর দুপুর ১২টার দিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। এই বৈঠকেও চীন সফর সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন সেনাপ্রধান। একইসঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। উল্লেখ্য, গত ২০ আগস্ট সরকারি সফরে চীনে যান সেনাপ্রধান। সফর শেষে ২৭ আগস্ট রাতে দেশে ফেরেন তিনি।

 

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম