তারিখ লোড হচ্ছে...

সাতক্ষীরায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, দুই তরুণের মৃত্য।

স্টাফ রিপোর্টার:

সাতক্ষীরায় বালুবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা তিনটার দিকে সাতক্ষীরা সদরের ছয়ঘরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন সাতক্ষীরা শহরের মুনজিতপুর গ্রামের জামাল উদ্দিনের ছেলে আল হেলাল জয় (২০) ও তাঁর বন্ধু মাছখোলা শিবতলা গ্রামের হাবিবুল্লাহ গাজীর ছেলে ও সাতক্ষীরা সিটি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী তানজিমুল হাসান শিহাব (১৯)।

প্রত্যক্ষদর্শী জানান, মঙ্গলবার বেলা তিনটার দিকে মোটরসাইকেলে কলারোয়ার দিক থেকে শহরের দিকে আসছিলেন দুই বন্ধু জয় ও শিহাব। পথে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা বালুবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। দুমড়েমুচড়ে যায় তাঁদের ব্যবহৃত মোটরসাইকেলটি।

সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক দেলোয়ার হোসেন বলেন, সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছেন।

সবা:স:জু- ৩৯১/২৪

বৈঠকটি ছিল ঐতিহাসিক, জাতিকে দিকনির্দেশনা দেবেন খালেদা জিয়া ও ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক॥

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে অনুষ্ঠিত বৈঠককে ঐতিহাসিক বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং ড. ইউনূস জাতিকে দিকনির্দেশনা দেবেন বলেও জানান তিনি।

লন্ডনের পার্ক লেনের হোটেল ডোরচেস্টারে বৈঠক শেষে বের হয়ে উপস্থিত সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। চার দিনের সফরে এই হোটেলেই অবস্থান করছেন প্রধান উপদেষ্টা।

এর আগে ওই হোটেলে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে একান্তে বৈঠকে বসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। একান্তে বৈঠক শুরুর আগে সেখানে উপস্থিত ছিলেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ূন কবীর। আরও উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বাংলাদেশ সময় শুক্রবার বেলা পৌনে ৪টার দিকে বৈঠক শেষে পার্ক লেনের হোটেল থেকে তারেক রহমানকে হাসিমুখে বের হতে দেখা গেছে। দুপুর ২টার দিকে এই বৈঠক শুরু হয়। তারেক রহমান নির্ধারিত সময়ের আগেই হোটেলে পৌঁছান।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম