তারিখ লোড হচ্ছে...

পরিত্যক্ত ঘর থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার

স্টাফ রিপোর্টার: 

নোয়াখালীর সেনবাগ উপজেলায় পরিত্যক্ত ঘর থেকে একটি লোকাল গান, ৬টি তাজা কার্তুজ, ২টি বড় ছোরা উদ্ধার করেছে যৌথবাহিনী।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ভোর রাতে সেনবাগ বাজারের কাছে একটি পরিত্যক্ত বাড়ি থেকে এসব আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

যৌথবাহিনী সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে ক্যাপ্টেন রিয়াদের নেতৃত্বে মঙ্গলবার ভোর রাতে সেনবাগ বাজার এলাকায় সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান করে। এসময় বাজারের সন্নিকটে একটি পরিত্যক্ত বাড়ি থেকে একটি লোকাল গান, ছয়টি তাজা কার্তুজ, দুইটি বড় ছোরা উদ্ধার করা হয়। এ ঘটনায় কোনো ব্যক্তিকে আটক করা যায়নি।

নোয়াখালী আর্মি ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিফাত আনোয়ার ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মালামাল সেনবাগ থানায় হস্তান্তর করা হয়েছে। অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের আটক না করা পর্যন্ত যৌথবাহিনীর এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান কর্নেল রিফাত আনোয়ার।

সবা:স:জু- ৩৯৪/২৪

মনোহরগঞ্জ মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: 

কুমিল্লা ৯ (লাকসাম – মনোহরগঞ্জ) এর মনোহরগঞ্জে হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। ১৯৭১ সালের ১১ ডিসেম্বর পাক হানাদার বাহিনীকে হটিয়ে লাল সবুজের স্বাধীনতার পতাকা উত্তোলন করেন বীর মুক্তিযোদ্ধারা। সে দিনটিকে স্মরণ করে ১১ ডিসেম্বর বুধবার মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফাহরিয়া ইসলামের সভাপতিত্বে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) নাছরিন, মনোহরগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) বিপুল চন্দ্র দে, মনোহরগঞ্জ উপজেলা সাবেক কমান্ডার রফিকুল ইসলাম।

উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মোঃ ফেরদৌস আলম মজুমদারের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মনোহরগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক আবু ইউসুফ, সদস্য সচিব জিএম আহসান উল্লাহ, উপজেলা কৃষি অফিসার সোহরাব হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইউনুস, উপজেলা শিক্ষা অফিসার কাজী মোহাম্মদ জাহাঙ্গীর, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সফিকুল ইসলাম পাঠান, উপজেলা সমবায় কর্মকর্তা তানভির আহমেদ, উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা রাশেদুল ইসলাম, দারিদ্র্য বিমোচন কর্মকর্তা আবু বক্কর মিয়াজী, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা হাবিবুর রহমান, শওকত আলীসহ উপজেলার বীর মুক্তিযোদ্ধারা।

 

সবা:স:জু- ৩২৬/২৪

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম