তারিখ লোড হচ্ছে...

অন্তর্বর্তী সরকারের সময়ে ২৬ শতাংশ রেমিট্যান্স বেড়েছে

স্টাফ রিপোর্টার: 

অন্তর্বর্তী সরকারের সময়ে ২৬ শতাংশ রেমিট্যান্স বেড়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল।

আজ বুধবার সকালে রাজধানীর ওসমানী মিলনায়তনে আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবসের অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

আসিফ নজরুল বলেন, হাসিনা সরকারের আমলের গত বছরের (২০২৩-২৪ অর্থবছর) তুলনায় অন্তর্বর্তী সরকারের আগস্ট-নভেম্বর পর্যন্ত সময়ে রেমিট্যান্স ২৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

তিনি বলেন, প্রবাসীদের ব্যায় কমানো সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হলেও, তা কমাতে কাজ অব্যাহত রয়েছে।

এছাড়াও, প্রবাসীরা ইসলামী ব্যাংকগুলোতে টাকা পাঠাতে পছন্দ করে বলে, বিগত ফ্যাসিস্ট সরকার বেছে বেছে সে ব্যাংকগুলোই লুট করেছে বলেও মন্তব্য করেন তিনি।

একই অনুষ্ঠানে যুক্ত হয়ে যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে একটি সুস্পষ্ট রূপরেখা দিতে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনকে অনুরোধ করেন।

 

সবা:স:জু- ৩৯৯/২৪

শুল্ক প্রত্যাহারের দাবিতে বাদামতলী’তে ফল ব্যবসায়ীদের মানববন্ধন

কবির শাহ্-

ফলজাতীয় পণ্যের অতিরিক্ত ভ্যাট ও শুল্ক প্রত্যাহারের দাবিতে বাদামতলী’তে মানববন্ধন করেছে ফল আমদানিকারক, আড়তদার, পাইকারি বিক্রেতারা। মানববন্ধন থেকে ফলজাতীয় পণ্যের অতিরিক্ত রাজস্ব প্রত্যাহারে এক সপ্তাহের আলটিমেটাম দেন ব্যবসায়ীরা।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারী) সকালে রাজধানীর বাদামতলী ফলপট্টি র সামনে এ মানববন্ধনের আয়োজন করেন বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইম্পোর্টার এসোসিয়েশন। মানববন্ধনে সমিতির নেতা ছাড়াও কয়েকশ ব্যবসায়ী অংশ নেন।

এ সময় ফলজাতীয় পণ্যে অতিরিক্ত রাজস্ব প্রত্যাহারে এক সপ্তাহের আলটিমেটাম দিয়ে সমিতির নেতারা বলেন, ডলার সংকটসহ নানা রকম বাধার কারণে আগে থেকেই ফল ব্যবসায়ীরা ক্ষতির শিকার হচ্ছেন। এর মধ্যে ফলপণ্যে অতিরিক্ত ভ্যাট, এসডি ও টিটিআই বসানোর কারণে ফল ব্যবসায় ধস নামা শুরু করেছে।

ব্যবসায়ীরা জানান, ফলের উপর বর্ধিত সম্পূরক শুল্ক প্রত্যাহার করে না নিলে প্রয়োজনে সারাদেশের ফল আমদানিকারক ও ব্যবসায়ীদের নিয়ে চট্টগ্রাম বন্দরসহ দেশের সব স্থলবন্দর থেকে আমদানি করা ফল এবং পণ্য খালাস করা বন্ধ করে দেওয়া হবে।

language Change
সংবাদ শিরোনাম
সাংবাদিকরা জীবন বাজি রেখে দেশ ও জাতির কল্যাণে কাজ করেন” — গৃহায়ন ও গণপূর্ত সচিব ছেলেবন্ধুদের পরিবারের ভেতরের গল্প বললেন সোহিনী ডিসি নিয়োগ আওয়ামী আনুগত্যের প্রাধান্য কৃষক দলের নেতা খন্দকার নাসিরের গ্রেপ্তার চাইলেন মহিলা দল নেত্রী মুন্নী শেরপুরের নকলায় কৃষি কর্মকর্তাকে মারধরের ঘটনায় গ্রেপ্তার-১ মানিকছড়িতে ধানের শীষ মার্কায় ভোট চেয়ে ওয়াদুদ ভূইয়া'র পথসভা সীমান্ত হতে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি সিন্ডিকেটে আটকে আছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের কোটি টাকার মেশিন কেরানীগঞ্জে ঠিকাদার রফিকের অবৈধ গ্যাস সংযোগে টাকার মেশিনের সন্ধান