
স্টাফ রিপোর্টার:
বগুড়া-৬ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য রাগেবুল আহসান রিপুকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার ভোররাতে নেত্রকোনার মোহনগঞ্জ পৌর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১৪’র একটি দল মোহনগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে বগুড়ার বিভিন্ন থানায় হত্যা মামলাসহ ১৩টি মামলা রয়েছে।”
গ্রেপ্তার রিপুর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান লে. কর্নেল মুনীম ফেরদৌস।
রাগেবুল আহসান সংসদ সদস্য থাকা অবস্থায় ক্ষমতার অপব্যবহার করে অবৈধ সম্পদ অর্জন, নিয়োগ বাণিজ্য, দলীয় প্রভাবে দখলদারি, থানায় হামলা করে আসামি ছিনিয়ে নেওয়াসহ অসংখ্য অভিযোগ রয়েছে। গত ৯ বছরে তার সম্পদ বেড়েছে ৩১ গুণ, একই সঙ্গে তার ঘনিষ্ঠজনেরাও প্রচুর সম্পদের মালিক হয়েছেন।
গত বছরের ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন রাগেবুল আহসান রিপু।
এর আগে ২০২৩ সালের উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি।
রাগেবুল আহসান ২০১৯ সাল থেকে বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন।
সবা:স:জু- ৪১০/২৪