রাগেবুল আহসান গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার: 

বগুড়া-৬ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য রাগেবুল আহসান রিপুকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার ভোররাতে নেত্রকোনার মোহনগঞ্জ পৌর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-১৪’র একটি দল মোহনগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে বগুড়ার বিভিন্ন থানায় হত্যা মামলাসহ ১৩টি মামলা রয়েছে।”

গ্রেপ্তার রিপুর ‍বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান লে. কর্নেল মুনীম ফেরদৌস।

রাগেবুল আহসান সংসদ সদস্য থাকা অবস্থায় ক্ষমতার অপব্যবহার করে অবৈধ সম্পদ অর্জন, নিয়োগ বাণিজ্য, দলীয় প্রভাবে দখলদারি, থানায় হামলা করে আসামি ছিনিয়ে নেওয়াসহ অসংখ্য অভিযোগ রয়েছে। গত ৯ বছরে তার সম্পদ বেড়েছে ৩১ গুণ, একই সঙ্গে তার ঘনিষ্ঠজনেরাও প্রচুর সম্পদের মালিক হয়েছেন।

গত বছরের ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন রাগেবুল আহসান রিপু।

এর আগে ২০২৩ সালের উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি।

রাগেবুল আহসান ২০১৯ সাল থেকে বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন।

 

সবা:স:জু- ৪১০/২৪

 

বাজারে আসছে দুই ও পাঁচ টাকার নতুন নোট

সিনিয়র অর্থসচিব ফাতিমা ইয়াসমিনের সই করা দুই ও পাঁচ টাকার মুদ্রিত নোট আগামীকাল (২৯ নভেম্বর) বাজারে ছাড়া হবে বলে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

 

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ জানিয়েছে, মঙ্গলবার প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে এই নোটগুলো ইস্যু করা হবে। পরে পর্যায়ক্রমে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য কার্যালয় এবং বাণিজ্যিক ব্যাংকগুলোর কাউন্টার থেকেও নতুন দুই টাকার নোট ইস্যু করা হবে।

বঙ্গবন্ধুর প্রতিকৃতি সম্বলিত দুই ও পাঁচ টাকার নতুন এই দুই টাকার নোটে অর্থসচিবের সইটাই শুধু নতুন। কারণ নতুন এ নোটের রঙ, পরিমাপ, জলছাপ, ডিজাইন ও অন্যান্য নিরাপত্তা বৈশিষ্ট্য বর্তমানে প্রচলিত নোটের মতোই থাকবে। নতুন মুদ্রিত নোটের পাশাপাশি বর্তমানে প্রচলিত দুই ও পাঁচ টাকা মূল্যমানের কাগুজে নোট ও ধাতব মুদ্রাও চালু থাকবে।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম