হালদা নদী থেকে ৮হাজার মিটার জাল জব্দ করেছে নৌপুলিশ

মোহাম্মদ সেকান্দর তুহিন, হাটহাজারী
প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র ও বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীতে অভিযান চালিয়ে অবৈধভাবে মাছ শিকার করার সময় ৮ হাজার মিটার চর ঘেরা জাল জব্ধ করছে নৌ পুলিশ।
বৃহস্পতিবার (১৪ জুলাই) সকাল ৭টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত হালদা নদীর উত্তর মোহরা ও কচুখাইন এলাকায় অভিযান চালিয়ে এ জাল জব্দ করে পরে তা পুড়ে ফেলা হয়।
হালদা নদীতে সকল মাছ ধরা নিষিদ্ধ রয়েছে। অভিযান ও টহল অব্যাহত থাকবে বলে জানান সদরঘাট নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।

মেঘনায় ইউপি চেয়ারম্যান এর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীর জনসংযোগে বাধার অভিযোগ

মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার মেঘনা উপজেলায় নৌকা প্রার্থীর সমর্থক ও রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মজিবুর রহমান মজির বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত বুধবার (২০শে ডিসেম্বর) বিকাল ৫ ঘটিকায় নির্বাচনী এলাকা লক্ষ্মণখোলা বাজারে হ্যান্ডবিল বিতরণ ও জনসংযোগ চলাকালে প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সেলিমা আহমাদ মেরী (সাবেক এমপি)-এর নির্দেশে এই ইউপি চেয়ারম্যান কুমিল্লা-২ আসনের ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আব্দুল মজিদ’কে উস্কানীমূলক গালমন্দ, ভয়ভীতি প্রদর্শন ও প্রচারণায় বাধাসহ লক্ষ্মণখোলা বাজার থেকে চলে যেতে বলা হয়। এতে প্রার্থীর কর্মীসমর্থকরা ভয় এবং উৎকন্ঠার মধ্যে আছে।

এ বিষয়ে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আব্দুল মজিদ নির্বাচনী আচরণবিধি আইনে গত বৃহস্পতিবার (২১শে ডিসেম্বর) নির্বাচন অনুসন্ধান কমিটি, যুগ্ম জেলা ও দায়রা জজ ১ম আদালত, জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক (কুমিল্লা), আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও হোমনা নির্বাহী কর্মকর্তা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এর বরাবর আইনি ব্যবস্থা গ্রহণের একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
বিদেশ যেতে না পারায় মাইক ভাড়া করে এলাকাবাসিকে গালিগালাজ করলেন কিশোরগঞ্জের যুবক জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম কুমিল্লায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পালিয়েছেন স্বামী ও তাঁর পরিবারের লোকজন ঢাকা এলজিইডিতে দুর্নীতির একচ্ছত্র অধিপতি বাচ্চু মিয়া বিমান বন্দরের সামনে এখোনো উৎসুক জনতার ভীড় নেভেনি আগুন বাড়িভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি শিক্ষকদের সাগর-রুনি হত্যাকাণ্ড মামলার পথেই হাঁটছে বকশীগঞ্জের সাংবাদিক নাদিম হত্যা মামলা