খেলা ডেস্ক:
এক ম্যাচ পর জয়ে ফিরলো বায়ার্ন মিউনিখ। লাইপজিগকে ৫-১ গোলে উড়িয়ে বুন্দেসলিগায় শীর্ষ স্থান অটুট রাখলো বায়ার্ন মিউনিখ।
এলিয়েঞ্জ এরিনায়, ম্যাচের প্রথম মিনিটেই গোলের দেখা পায় স্বাগতিকরা। তবে পরের মিনিটেই পাল্টা আক্রমণ থেকে দুর্দান্ত এক গোল সমতায় ফেরে সফরকারী লাইপজিগ। মাঝে দুই দলই নিজেদের গুছিয়ে নেয়। ২৫ মিনিটে লাইমার বায়ার্নকে আবারও এগিয়ে নেন। ৩৬ মিনিটে ব্যবধান ৩-১ করেন কিমিচ। ৭৫ মিনিটে দলের হয়ে চার নম্বর গোলটি করেন লা সানে। এর তিন মিনিট পরই কিমিচের বাড়ানো বল থেকে ব্যবধান ৫-১ করেন ডেভিস।
এ জয়ে ১৫ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে সবার উপরে অবস্থান বায়ার্ন মিউনিখের। ২৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় লেভারকুসেন।
সবা:স:জু- ৪৬৫/২৪
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন, ঢাকা-১০০০ || মোবাইল : ০১৫১১৯৬৩২৯৪,০১৬১১৯৬৩২৯৪ || ই- মেইল: dailysobujbangladesh@gmail.com || ওয়েব : www.dailysobujbangladesh.com
Copyright © 2025 দৈনিক সবুজ বাংলাদেশ. All rights reserved.