তারিখ লোড হচ্ছে...

কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদে ২১ বছর পর ডাকাতি

স্টাফ রিপোর্টার:

কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদে দীর্ঘ ২১ বছর পর ডাকাতির ঘটনা ঘটল। শনিবার সকালে চিলমারী- রৌমারী উপজেলায় নদের মাঝপথে দুইশ বিঘা নামক স্থানে এই ঘটনা ঘটে।

এদিন সকাল সাড়ে আট টার দিকে ১৮ জন যাত্রী নিয়ে রৌমারী থেকে রওনা দেয় একটি নৌকা। দুইশ বিঘা নামক নির্জন স্থানে পৌঁছালে নৌকায় ডাকাতরা হানা দেয়। এসময় যাত্রীদের কাছ থেকে মোবাইল ফোন ও নগদ অর্থসহ প্রায় তিন লাখ টাকার মালামাল নিয়ে যায় যাকাতরা।

জানা যায়, কুড়িগ্রাম সদর উপজেলার ধরলা সেতুর পূর্বপাড়ে ফজলুল করীম (রহ.) জামিয়া ইসলামিয়া মাদরাসা প্রাঙ্গণে ৩ দিনব্যাপী ইজতেমার কার্যক্রম শুরু হয়েছে। সেই উপলক্ষে রৌমারীর চরমোনাই অনুসারীরা ইজতেমার উদ্দেশে রওয়ানা দেন।

দুইশ বিঘায় পৌঁছালে প্রায় ২০ থেকে ২২ জন মুখোশধারী ডাকাতদল নৌকায় অতর্কিত হামলা চালায়। এসময় তারা নৌকার যাত্রীদের মারধর করে মোবাইল ফোনগুলো নিয়ে পানিতে ফেলে দেয়। পরে সবার কাছে থাকা নগদ টাকা ও দামি জিনিসপত্র নিয়ে চলে যায়।

এ ঘটনায় নৌকায় থাকা বেশিরভাগ যাত্রী মারধরের শিকার হয়ে অসুস্থ হয়। তবে নৌকাতে থাকা উপজেলার পুরারচর গ্রামের ময়েজ উদ্দিন নামের এক ব্যবসায়ী কাছে থাকা ১ লাখ ৮০ হাজার টাকা নিয়ে যায় বলে জানা গেছে।

নৌকার মাঝি আবু তালেব বলেন, ‘আমরা রৌমারী থেকে ইজতেমার উদ্দেশে রওনা দেই। হঠাৎ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত ২২ জনের মতো ডাকাতের দল এসে আমাদের ভয়ভীতি দেখায় ও মারধর করে। ভয়ে যা বলছে তাই শুনতে বাধ্য হয়েছি। ২০০২-২০০৩ সালের পর প্রথম ডাকাতির ঘটনা ঘটল বলে জানান তিনি।

ব্যবসায়ী ময়েজ উদ্দিন জানান, একদল ডাকাত নৌকার কাছে এসে অতর্কিত হামলা চালায়। বলে যার কাছে যা আছে দিয়ে দাও ঝামেলা করলে নদীতে ফেলে দেব। পরে আমার কাছে থাকা এক লাখ ৮০হাজার টাকা ও মোবাইল ফোন জীবনের ভয়ে দিয়ে দেই।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, ‘ডাকাতির ঘটনা শুনেছি। তবে ঘটনাটি আমার এরিয়ার মধ্যে নয়। তাই কিছু করা সম্ভব হয়নি।’

সবা:স:জু- ৪৭৬/২৪

শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ট্রাইব্যুনালের

সবুজ বাংলাদেশ ডেস্কঃ

গুমের অভিযোগে শেখ হাসিনা, সাবেক প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী, সাবেক আইজিপি বেনজিরসহ ১১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

আজ সোমবার প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

শুনানিতে চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গুমের সংস্কৃতি চালু করে আওয়ামী লীগ। যারা গুম করতেন তাদের পুরস্কৃত করা হতো।

তিনি বলেন, ভবিষ্যতে কেউ যেনো এমন ঘৃণ্য কাজ করার সাহস না পায় তারই নজির হবে এ বিচার। এছাড়া গুমের সাথে সংশ্লিষ্ট যেসব সংস্থার নাম উঠেছে, বিচারের মাধ্যমে সেগুলোর ইমেজ পুনরুদ্ধারের কথাও জানান তিনি।

র‌্যাব, ডিবি, সিটিটিসি, ডিজিএফআই সবচেয়ে বেশি গুমের সঙ্গে জড়িত ছিল বলেও জানান চিফ প্রসিকিউটর।

প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, আগামী ১২ ফেব্রুয়ারি এ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য রয়েছে। তদন্ত রিপোর্ট আসলে ওইদিন আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। আর যদি এরমধ্যে তদন্ত রিপোর্ট না জমা দেওয়া সম্ভব না হয়, তাহলে আইনশৃঙ্খলা বাহিনীকে আসামিদের গ্রেপ্তারের অগ্রগতি প্রতিবেদন জামা দিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

 

সবা:স:জু- ৬৬৬/২৫

language Change
সংবাদ শিরোনাম
শেরপুরের নকলায় কৃষি কর্মকর্তাকে মারধরের ঘটনায় গ্রেপ্তার-১ মানিকছড়িতে ধানের শীষ মার্কায় ভোট চেয়ে ওয়াদুদ ভূইয়া'র পথসভা সীমান্ত হতে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি সিন্ডিকেটে আটকে আছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের কোটি টাকার মেশিন কেরানীগঞ্জে ঠিকাদার রফিকের অবৈধ গ্যাস সংযোগে টাকার মেশিনের সন্ধান আগুন সন্ত্রাস আটক করায় গুলশান ট্রাফিক পুরস্কৃত ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের দুটি থানা ও ৯টি ওয়ার্ড কমিটি গঠিত কবিরহাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সোহেল রানা বহিষ্কার ঢাকা মহানগর দক্ষিণ জাতীয়তাবাদী সাইবার দল পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা