শ্রীপুরে বোতাম কারখানায় অগ্নিকাণ্ড-বিস্ফোরণ

গাজীপুর জেলা প্রতিনিধি:

গাজীপুরের শ্রীপুরে মেঘনা গ্রুপের বোতাম কারখানায় অগ্নিকাণ্ডে একজন নিহতের খবর পাওয়া গেছে।

রবিবার দুপুরে দিকে উপজেলার ভাংনাহাটি এলাকার এম এন্ড ইউ ট্রিমস লিমিটেডে এ ঘটনা ঘটে।

কারখানা কর্তৃপক্ষ জানায়, কারখানাটির কেমিকেলের গোডাউনে হঠাৎ আগুন লেগে কয়েকটি বিস্ফোরণ হয়। এতে কারখানার ভেতরের ও বাইরের লোকজন আতঙ্কিত হয়ে ছোটাছুটি করেন। মালামাল পুড়ে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। কিন্তু যাবতীয় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই জানাতে পারেননি কতৃপক্ষ।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট গিয়ে প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় বিকেল চারটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। নিহতের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।

সোনারগাঁওয়ে প্রতারক মহসিন কবিরাজ কবিরাজির নামে ভন্ডামি

জাহিদ হাসান॥
নারায়নগঞ্জ জেলার সোনারগাঁওয়ে প্রতারক মহসিন কবিরাজ সে কবিরাজির নামে ভন্ডামি করে মহিলাকে ধর্ষন করে যাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে, এক ধর্ষিতা মহিলা এবিষয়ে অভিযোগ করে বলেন সে কাজ করে দিতে বলে তাকে ধর্ষন করেন, অভিযোগ রয়েছে এই ধরনের অনেক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে কিন্তু মান সম্মানের ভয়ে কেউ মুখ খোলেনা এই ব্যাপারে অভিযোগের বিষয়ে এই কথিত কবিরাজের কাছে জানতে চাই সে তা অস্বীকার করেন তবে এ বিষয়ে অনেক প্রমান রয়েছে আমাদের কাছে। যা যাচাই বাচাই করে প্রকাশ করা হবে।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম কুমিল্লায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পালিয়েছেন স্বামী ও তাঁর পরিবারের লোকজন ঢাকা এলজিইডিতে দুর্নীতির একচ্ছত্র অধিপতি বাচ্চু মিয়া বিমান বন্দরের সামনে এখোনো উৎসুক জনতার ভীড় নেভেনি আগুন বাড়িভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি শিক্ষকদের সাগর-রুনি হত্যাকাণ্ড মামলার পথেই হাঁটছে বকশীগঞ্জের সাংবাদিক নাদিম হত্যা মামলা রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান ৭ বছরেই শত কোটি টাকার মালিক শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ