তারিখ লোড হচ্ছে...

হাসপাতালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন

সবুজ বাংলাদেশ ডেস্ক: 

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ নিয়ে চলতি বছর বেশ কয়েকবার শারীরিক সমস্যায় পড়েন ৭৮ বছর বয়সী ক্লিনটন।

সোমবার, তার কার্যালয়ের উপপ্রধান কর্মকর্তা অ্যাঞ্জেল ইউরেনা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, জ্বরে আক্রান্ত হওয়ার পর পরীক্ষা-নিরীক্ষা ও পর্যবেক্ষণের জন্য জর্জটাউন ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে তাকে।

এর আগে ২০২২ সালের নভেম্বরে করোনা আক্রান্ত হন তিনি। ২০২১ সালে রক্তের সংক্রমণ ধরা পড়লে ৫ দিন হাসপাতালে কাটাতে হয় ক্লিনটনকে। ১৯৯৩ থেকে ২০০১ সাল পর্যন্ত দুই মেয়াদে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন বিল ক্লিনটন।

 

সবা:স:জু- ৫১০/২৪

যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র ও বিমান কেনা স্থগিত করেনি ভারত

যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র ও বিমান কেনা স্থগিত করেনি ভারত

আন্তর্জাতিক রিপোর্ট:
অতিরিক্ত শুল্কের জেরে যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র ও বিমান কেনা বন্ধ করছে ভারত, এমন শিরোনামে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রচারিত হয়। তবে, বিষয়টিকে মিথ্যে বলে আখ্যা দিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। তাদের দাবি, ওয়াশিংটনের সঙ্গে চলমান অস্ত্র ও যুদ্ধবিমান কেনার প্রক্রিয়া পূর্বনির্ধারিত সূচি মেনেই এগুচ্ছে এবং মার্কিন শুল্ক নীতি এ প্রক্রিয়ায় কোনো প্রভাব ফেলেনি।

শুক্রবার (৮ আগস্ট) এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
নিষেধাজ্ঞায় জর্জরিত রাশিয়ার থেকে তেল কিনছে ভারত। তেল বিক্রির অর্থ ইউক্রেন যুদ্ধে ব্যবহার করছে মস্কো, এমন দাবি করছে ওয়াশিংটন। এর জেরে ভারতের পণ্যের উপর ২৫ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ করে ট্রাম্প প্রশাসন। অতিরিক্ত শুল্কের পর ভারতীয় পণ্য আমদানিতে ৫০ শতাংশ কর দিতে হবে ব্যবসায়ীদের।
শুক্রবার এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স জানায়, অস্ত্র ও বিমান কেনার জন্য ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের যুক্তরাষ্ট্র যাওয়ার কথা ছিল। কিন্তু, অতিরিক্ত শুল্কের জেরে প্রতিরক্ষামন্ত্রীর সম্ভাব্য ওয়াশিংটন সফর স্থগিত রেখেছে। কিন্তু ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, সব চুক্তি পরিকল্পনা মতোই এগুচ্ছে। বর্তমানে প্রায় ২০টি মার্কিন অস্ত্র-চুক্তি বাস্তবায়নের পথে।

language Change
সংবাদ শিরোনাম
সাংবাদিকরা জীবন বাজি রেখে দেশ ও জাতির কল্যাণে কাজ করেন” — গৃহায়ন ও গণপূর্ত সচিব ছেলেবন্ধুদের পরিবারের ভেতরের গল্প বললেন সোহিনী ডিসি নিয়োগ আওয়ামী আনুগত্যের প্রাধান্য কৃষক দলের নেতা খন্দকার নাসিরের গ্রেপ্তার চাইলেন মহিলা দল নেত্রী মুন্নী শেরপুরের নকলায় কৃষি কর্মকর্তাকে মারধরের ঘটনায় গ্রেপ্তার-১ মানিকছড়িতে ধানের শীষ মার্কায় ভোট চেয়ে ওয়াদুদ ভূইয়া'র পথসভা সীমান্ত হতে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি সিন্ডিকেটে আটকে আছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের কোটি টাকার মেশিন কেরানীগঞ্জে ঠিকাদার রফিকের অবৈধ গ্যাস সংযোগে টাকার মেশিনের সন্ধান