দুই পুলিশের লাশ উদ্ধার

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি ॥
পৃথক ঘটনায় মাগুরায় খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (এডিসি) লাবনী আক্তারের ঝুলন্ত লাশ এবং পুলিশ কনস্টেবল মাহমুদুল হাসানের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে মাগুরার শ্রীপুর উপজেলার সারঙ্গদিয়া গ্রামে নানাবাড়ি থেকে এডিসি লাবনী আক্তারের ওড়না পেঁচানো লাশ এবং মাগুরা পুলিশলাইন্স ব্যারাকের ছাদ থেকে কনস্টেবলের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান জানান, রাতে ডিউটি থেকে ফিরে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে নিজ নামে ইস্যু করা অস্ত্র দিয়ে মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন মাহমুদুল হাসান।

মাহমুদুল হাসানের বাড়ি কুষ্টিয়া দৌলতপুর উপজেলায়। তিনি দেড় মাস আগে বদলি হয়ে মাগুরায় আসেন।

অন্যদিকে মাগুরার শ্রীপুর উপজেলার সারঙ্গদিয়া গ্রামে নানাবাড়িতে বেড়াতে আসেন খুলনা মেট্রোপলিটনের (ডিবি) অতিরিক্ত উপ কমিশনার লাবনী আক্তার। সেখান থেকে বৃহস্পতিবার সকালে তার গলায় ওড়না পেঁচানো লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে খুলনা মেট্রোপলিটনের অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ) এস এম ফজলুল হক টেলিফোনে বলেন, লাবনী ছুটিতে ছিলেন। এটি আত্মহত্যা নাকি অন্য কিছু সেটি এখনই বলা যাচ্ছে না।

লাশ দুটির ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান।

 

বরগুনা জেলা নির্বাচন অফিসে অগ্নিকাণ্ড, কম্পিউটার-নথিপত্র পুড়ে ছাই

বরগুনা জেলা নির্বাচন অফিসে অগ্নিকাণ্ড, কম্পিউটার-নথিপত্র পুড়ে ছাই

বরগুনা প্রতিনিধি:

বরগুনা জেলা নির্বাচন অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অফিসের গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্র, কম্পিউটার, ব্যালট বাক্স ও আসবাবপত্র আগুনে পুড়ে গেছে। সোমবার (১৪ জুলাই) সকাল ৭টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।

অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার মো. মনির উজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, আগুনে অফিসের হিসাব শাখার একটি রুম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনে পুড়ে যাওয়া জিনিসপত্রের মধ্যে ছিল পুরাতন ভোটার তালিকা, ব্যালট বাক্স, কম্পিউটার, একটি ফ্রিজ, ফটোকপি মেশিন ও কিছু গুরুত্বপূর্ণ ফাইল।

জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, সকালবেলা দায়িত্বরত নাইটগার্ড অফিসের পর্দা টানিয়ে বেরিয়ে যান। কিছুক্ষণ পর পরিচ্ছন্নতাকর্মী তার কাজ করতে গিয়ে একটি কক্ষ থেকে অস্বাভাবিক শব্দ শুনতে পান। পরে অন্যদের বিষয়টি জানালে সবাই মিলে হিসাব শাখার রুমে আগুন জ্বলতে দেখেন এবং সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসে খবর দেন।

বরগুনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক জাহাঙ্গীর আহমেদ বলেন, সকাল ৭টা ২৬ মিনিটে খবর পেয়ে আমাদের টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুন মূল স্টোরে ছড়িয়ে পড়েনি, শুধুমাত্র হিসাব শাখার একটি কক্ষে সীমাবদ্ধ ছিল।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে, তবে প্রকৃত কারণ তদন্তের পর জানা যাবে।

ঘটনার সময় অনেকে ঘুমিয়ে থাকায় প্রাথমিকভাবে কেউ তা বুঝতে পারেননি। যদিও সময়মতো ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়া গেছে। তবুও নির্বাচন অফিসের গুরুত্বপূর্ণ কিছু নথিপত্র ও যন্ত্রপাতি আগুনে পুড়ে যাওয়ায় প্রশাসনিক কর্মকাণ্ডে কিছুটা বিঘ্ন ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
কুমিরের দেখা মিলল রাজশাহীর পদ্মায় সরকার ও সেনাবাহিনী, গণতন্ত্রে উত্তরণ ও ন্যায়বিচার যেন ব্যাহত না হয় আজ থেকে আমরণ অনশন, প্রত্যাখ্যান শিক্ষকদের শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম কুমিল্লায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পালিয়েছেন স্বামী ও তাঁর পরিবারের লোকজন ঢাকা এলজিইডিতে দুর্নীতির একচ্ছত্র অধিপতি বাচ্চু মিয়া