তারিখ লোড হচ্ছে...

ভয়াবহ আগুনে বিদ্যুৎহীন সচিবালয়, দাপ্তরিক কার্যক্রম বন্ধ

স্টাফ রিপোর্টার: 

আগুনের কারণে বাংলাদেশ সচিবালয়ের বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হয়েছে। এতে বিদ্যুৎহীন সচিবালয়ের বিভিন্ন ভবন; বন্ধ লিফটগুলো। তাই কর্মকর্তা-কর্মচারীরা সচিবালয়ে প্রবেশ করেও অফিস করতে পারছেন না।

বুধবার রাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগে। পরে তা ভয়াবহ আকার ধারণ করে। ছয় ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনের ঘটনায় সকাল থেকে সচিবালয়ের ভেতরে কর্মকর্তা-কর্মচারীদের প্রবেশ বন্ধ ছিল। তবে সকাল সাড়ে নয়টার দিকে হ্যান্ডমাইকে পাঁচ নম্বর গেট দিয়ে কর্মরতদের প্রবেশ করতে বলা হয়।

এরপর দীর্ঘ সিরিয়াল ধরে একে একে সবাই ভেতরে প্রবেশ করেন। তবে সচিবালয়ে প্রবেশ করলেও দাপ্তরিক কাজকর্ম হচ্ছে না। কারণ অগ্নিকাণ্ডের পর পুরো সচিবালয় বিদ্যুৎহীন হয়ে পড়েছে। কর্মকর্তা-কর্মচারীরা যে যার মতো অবস্থান নিয়ে দাঁড়িয়ে বা বসে আছেন। খোলা হয়নি কোনো দপ্তর; অনেক দপ্তর তালাবদ্ধ।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সচিবালয়ের ভেতরে প্রবেশ করলেও কোনো কক্ষে প্রবেশ করা যাচ্ছে না। পুরো সচিবালয় বিদ্যুৎহীন রয়েছে। কিছু স্থানে জেনারেটর চললেও অধিকাংশ স্থান বিদ্যুৎহীন রয়েছে।

সবা:স:জু- ৫২৪/২৪

বাংলাদেশে জার্মানির নতুন রাষ্ট্রদূতের দায়িত্ব গ্রহণ

বাংলাদেশে জার্মানির নতুন রাষ্ট্রদূতের দায়িত্ব গ্রহণ

ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশে জার্মানির নবনিযুক্ত রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। ৭ আগস্ট বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশের মাধ্যমে তিনি এই দায়িত্বভার গ্রহণ করেন।

সোমবার (১১ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জার্মান দূতাবাস এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দুই দেশের মধ্যে গণতন্ত্র ও মানবাধিকার, নারী ক্ষমতায়ন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, নবায়নযোগ্য জ্বালানি এবং পারস্পরিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে সহযোগিতা জোরদারের বিষয়ে ওই বৈঠকে আলোচনা হয়।

রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের মানুষের মনোবল সত্যিই অনুপ্রেরণাদায়ক। জার্মানি ও বাংলাদেশের দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। আমরা এই পথ একসঙ্গে চলতে থাকবো।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
এস আলম বিতর্কে স্থগিত মনোনয়ন পেরিয়ে এখনও আশাবাদী বিএনপি বহিষ্কৃত সুফিয়ান তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে আপিলের রায় ২০ নভেম্বর পুরান ঢাকায় গুলিতে নিহত শীর্ষ সন্ত্রাসী মামুন রাজধানীতে নামেই ফুটপাত, হাঁটার উপায় নেই ভারতীয় মাফিয়া সিন্ডিকেটের কবলে বাংলাদেশের টেলিকম সেক্টর মিথ্যা মামলা দিয়ে হয়রানীর অভিযোগ ওয়ার্ড বিএনপির সহ-সভাপতির বিরুদ্ধে শেরপুরে কাঁচা সড়কে ভোগান্তিতে সাধারণ মানুষ আমতলীতে ফাজিল পরীক্ষায় ৯ জন বহিস্কার শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দ শ্রীমঙ্গলে স্বামী-স্ত্রী সেজে পুলিশ কর্তৃক পলাতক মাদক কারবারি গ্রেপ্তার