শেরপুরে বাস-অটোরিকশার সংঘর্ষ, প্রাণ গেল ৩ জনের

স্টাফ রিপোর্টারঃ

শেরপুরে যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো কয়েকজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

রবিবার (২৯ ডিসেম্বর) সকালে সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের শেরপুর-ময়মনসিংহ সড়কের জোড়া পাম্পের পাশে এ দুর্ঘটনা ঘটে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়দুল আলম বলেন, সকালে বাসের সঙ্গে একটি অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ গিয়ে উদ্ধারকাজ চালাচ্ছে।

সবা:স:জু- ৫৫৭/২৪

টঙ্গীতে মানসিক প্রতিবন্ধী কিশোর নিখোঁজ, সন্তানের খোঁজে অসহায় মায়ের আকুতি

মোঃ মোস্তফা মিয়া: টঙ্গী প্রতিনিধি:

গাজীপুরের টঙ্গী পূর্ব থানাধীন মরকুন মোল্লার গ্যারেজ এলাকা থেকে মোঃ আব্দুল্লাহ মেঘ সাহেব (১৩) নামের এক মানসিক প্রতিবন্ধী কিশোর নিখোঁজ হয়েছে। গত ২৫ মার্চ বিকেলে নিজ বাসা থেকে বেরিয়ে যাওয়ার পর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি বলে জানিয়েছেন তার পরিবার।

নিখোঁজ কিশোরের মা মোছা: হাদিছা জানান, তাঁর ছেলে ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের সহায়তায় সম্ভাব্য সব স্থানে খোঁজ করেও সন্ধান পাননি। পরবর্তীতে তিনি টঙ্গী পূর্ব থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর-১৬৫২) করেছেন। তবে এখন পর্যন্ত তাঁর ছেলের কোনো হদিস পাওয়া যায়নি।

তিনি আরও জানান, তার সন্তান মানসিকভাবে অসুস্থ। যে কারণে তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য পাওয়া আরও কঠিন হয়ে পড়েছে। এক হতাশাগ্রস্ত মা হিসেবে তিনি এখন সংবাদমাধ্যমসহ দেশের সর্বস্তরের মানুষের সহানুভূতি ও সহযোগিতা কামনা করেছেন।

তিনি অনুরোধ জানিয়েছেন, যদি কেউ ছেলেটির খোঁজ পান বা কোনো তথ্য জানেন, তাহলে নিকটস্থ থানায় অথবা সরাসরি তাঁর সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

নিখোঁজ কিশোরের গায়ের রং ফর্সা, উচ্চতা প্রায় ৪ ফুট ৮ ইঞ্চি, পরনে ছিল হলুদ টি-শার্ট ও নীল প্যান্ট।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম