পাইকারি বাজারে আগুন

স্টাফ রিপোর্টারঃ

সাভারের আশুলিয়ায় একটি বাজারে মসলা ও নিষিদ্ধ পলিথিনের পাইকারি দোকানে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুনে ৮টি দোকান পুড়ে গেছে। এ সময় ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

সোমবার (৩০ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে আশুলিয়ার বাইপাইল মোড় এলাকায় রমজান আলী সুপার মার্কেটের একটি দোকানে আগুন লাগে।

এ সময় মার্কেটে থাকা আরও ৮টি দোকানে আগুন ছড়িয়ে পরে। অধিকাংশ দোকানে ছিল নিষিদ্ধ পলিথিন।

প্রত্যক্ষদর্শীরা জানান, এখানে বেশিরভাগ দোকানগুলোতে ছিল পলিথিন এবং প্লাস্টিক ব্যাগের দোকান। মসলা দোকান থাকলেও অধিকাংশ দোকানে পলিথিন থাকায় আগুন দ্রুত ছড়িয়ে। এজন্য আগুন নিয়ন্ত্রণে আনতেও দেরি হয়েছে।

ফায়ার সার্ভিস জানায়, রাতে আড়ৎ এর একটি দোকানে আগুনের সূত্রপাত হয়। এ সময় আগুনের মাত্রা বেশি থাকায় আশপাশের দোকানেও ছড়িয়ে পরে। স্থানীয়দের খবরের ভিত্তিতে ডিইপিজেড স্টেশন থেকে প্রথমে তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। কিন্ত আগুন আশপাশে ছড়িয়ে পড়লে জিরাবো স্টেশন থেকে আরো ৩টি ইউনিট যোগ দেয়। দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের জোন-ফোর ডিএডি মোহাম্মদ আলাউদ্দিন বলেন, ‘আমরা ১০টা ৪৫ মিনিটের দিকে খবর পাই। তখন ডিইপিজেড স্টেশন থেকে ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরবর্তীতে জিরাবো ফায়ার স্টেশন থেকে আরও ৩টি ইউনিট এসে যোগ দেয়। দেড় ঘণ্টা চেষ্টার পর ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণ আসে। তবে ক্ষয়ক্ষতি পরিমাণ এখনও জানা যায়নি। কি কারণে আগুন লেগেছে ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।’

 

সবা:স:জু-৫৫৯/২৪

কেরানীগঞ্জে পরিত্যক্ত ট্রাঙ্কে যুবকের লাশ

শাহ আলম:

কেরানীগঞ্জে রাস্তার পাশে ফেলে রাখা একটি ট্রাঙ্কের (সুটকেসের) ভিতর থেকে অজ্ঞাত পরিচয় যুবকের লাশ উদ্ধার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশ। দক্ষিণ কেরানীগঞ্জের জাজিরা বোটঘাট এলাকায় সেতুর পাশে তালাবদ্ধ ট্রাঙ্কে গতকাল লাশটি পাওয়া যায়। পরনে ছিল নীল রঙয়ের ট্রাউজার। এলাকাবাসী জানায়, জাজিরা বোটঘাট এলাকার ব্রিজের পাশে গতকাল সকালে একটি টিনের ট্রাঙ্ক পড়ে থাকতে দেখা যায়।

স্থানীয়দের সন্দেহ হলে থানায় জানান এলাকাবাসী। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাঙ্কের তালা ভেঙে লাশ উদ্ধার করে। জাজিরা পুলিশ ফাঁড়ির এসআই আল-মামুন জানান, স্থানীয় নজরুল নামের ব্যক্তির ফোন পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মামুন অর রশীদ বলেন, এ ঘটনায় পুলিশ থানায় মামলা করেছে।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম