তারিখ লোড হচ্ছে...

অস্ত্র উদ্ধারসহ খুনিদের গ্রেপ্তারের দাবীতে বিক্ষোভ মিছিল

কুমিল্লা চৌদ্দগ্রাম প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে খুনি সন্ত্রাসীদের গ্রেপ্তার ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা জামায়াত। শনিবার সকালে বিক্ষোভ মিছিলটি ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক প্রদক্ষিন করে চৌদ্দগ্রাম বাজারে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের সাবেক আমীর ভিপি শাহাবুদ্দিন, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের, সেক্রেটারী বেলাল হোসাইন,পৌর জামায়াতের আমীর ইব্রাহিম, চৌদ্দগ্রাম উপজেলা’র সাবেক আমীর বীরমুক্তিযোদ্ধা আক্তারুজ্জামানসহ অন্যরা।

সমােশে বক্তারা বলেন, ফ্যাসিষ্ট আওয়ামীলীগের আমলে চৌদ্দগ্রামে সকল হত্যার খুনিদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। জামায়াত নেতাকর্মীদের নামে দায়ের করা সকল মিথ্যা মামলা প্রত্যাহার, তৎকালীন আওয়ামীলীগ সরকারের সময়ে সন্ত্রাসী কর্মকাণ্ড ও ছাত্র-জনতার উপর হামলায় ব্যবহত সকল অস্ত্র উদ্ধার করতে হবে। দ্রুত বিষয়গুলো কাযকর না হলে উপজেলা জামায়াত আরো কঠোর কর্মসূচি পালন করবে।

সবা:স:জু- ৬৫১/২৫

শাহবাগে ছাত্রদলের সমাবেশে যোগ দিচ্ছেন নেতাকর্মীরা

ডেস্ক রিপোর্ট:

জুলাই আগস্ট গণঅভ্যুত্থান শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি’ উপলক্ষে রাজধানীর শাহবাগে আয়োজিত ছাত্রদলের ছাত্র সমাবেশে যোগ দিতে শুরু করেছেন সংগঠনটির নেতাকর্মীরা। সকাল থেকেই মঞ্চসহ যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে ছাত্রদল। যদিও সকালের দিকে নেতাকর্মীদের উপস্থিতি তুলনামূলকভাবে কম ছিল তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে তাদের উপস্থিতি ক্রমশ বাড়ছে। সমাবেশ সফল করতে সংগঠনের পক্ষ থেকে গঠন করা হয়েছে প্রায় ৯০টি সাংগঠনিক টিম। দেশের বিভিন্ন জেলা ও মহানগর থেকে নেতা-কর্মীরা এই কর্মসূচিতে অংশ নিতে শাহবাগে অবস্থান নিয়েছেন। সমাবেশে অংশগ্রহণ নিশ্চিত করতে ভাড়া করা হয়েছে দুটি বিশেষ ট্রেন।

দুপুর ২টায় শুরু হতে যাওয়া এই সমাবেশে ভার্চুয়ালি বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া সরাসরি উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলসহ দলের শীর্ষ নেতৃবৃন্দ। সমাবেশকে কেন্দ্র করে ছাত্রদল ছয় দফা নির্দেশনা দিয়েছে। এর মধ্যে রয়েছে

কোনো ধরনের ব্যানার ফেস্টুন বা প্ল্যাকার্ড না আনা সমাবেশ শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি ইউনিটের অবস্থান নিশ্চিত করা, জরুরি সেবায় নিয়োজিত পরিবহন চলাচলে সহায়তা প্রদান, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কোনো ইউনিটের গাড়ি প্রবেশ না করানো, ব্যক্তিগত শোডাউন বা মিছিল নিষিদ্ধ, সমাবেশ শেষে নির্ধারিত স্থান পরিষ্কার করে যাওয়া। সমাবেশকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীও রয়েছে সতর্ক অবস্থানে। নিরাপত্তা নিশ্চিতে শাহবাগের বিভিন্ন প্রবেশমুখ ইতোমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে। জনদুর্ভোগ এড়াতে ছাত্রদলের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে, সমাবেশ শুরুর আগে কোনো ইউনিট যেন আগেভাগে সমাবেশস্থলে না আসে।

language Change
সংবাদ শিরোনাম