1. md.zihadrana@gmail.com : admin :
  2. dailysobujbangladesh@gmail.com : Daily Sobuj Bangladesh : Daily Sobuj Bangladesh
  3. tarin11290@gmail.com : Daily Sobuj Bangladesh : Daily Sobuj Bangladesh
  4. akhisharmin1995@gmail.com : Daily Sobuj Bangladesh : Daily Sobuj Bangladesh
  5. ismailhossain4388@gmail.com : Daily Sobuj Bangladesh : Daily Sobuj Bangladesh
  6. annadiganta@gmail.com : samim samim : samim samim
  7. mahtabur0@gmail.com : Daily Sobuj Bangladsesh : Daily Sobuj Bangladsesh
স্ত্রী তালাক দেয়ায় অশালীন ছবি ছারছেন স্বামী সাগর - দৈনিক সবুজ বাংলাদেশ

১৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ । দুপুর ১২:৫৯ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।

স্ত্রী তালাক দেয়ায় অশালীন ছবি ছারছেন স্বামী সাগর

স্ত্রী তালাক দেয়ায় অশালীন ছবি ছারছেন স্বামী সাগর

স্টাফ রিপোর্টার॥

স্ত্রী-সন্তানের কথা গোপন করেই পর নারী আশক্ত ও মাদকাশক্ত হয়ে পরেছেন স্বামী সাগর হোসেন (৪০)। প্রতিদিনই স্ত্রীর উপর র্নিযাতন করতো এ নিয়ে স্ত্রীর সঙ্গে দাম্পত্য কলহ লেগেই থাকত, এমনকি র্নিযাতন সয্য করতে না পেরে লিপি আত্বহত্যার পথও বেচে নেয় সেদিন তার ভাই ৯৯৯ এ ফোন করে পুলিশের সহায়তায় বোনকে বাচাতে পেরেছে।
‌শেষ পর্যন্ত সাগরকে তালাক দিয়েছেন। আর এতেই ক্ষিপ্ত হয়ে তার ন’গ্ন ছবি ইন্টারনেটে ছেড়ে দিয়েছেন সাগর । ঘটনাটি রাজধানীর উত্তরখান এলাকার কাচকুরা এলাকার বেতুলী এলাকায়।
সাগর এ এলাকার জলিল বেপারীর ছেলে। এ নিয়ে ৩০ বছর বয়সী ভুক্তভোগী ওই নারী সাগর হোসেনের বিরুদ্ধে প’র্নোগ্রাফি আইনে থানায় একটি মামলা করার জন্য ডিএমপির কদমতলী থানায় একডি সাধারন ডায়েরী করেছেন।জানাযায় সাগর ও লিপির বিয়ে হয় ২০০৫ সালে তাদের সংসারে ২ টি সন্তান রয়েছে কিন্তু সাগর মাদকাশক্ত ও পরনারীকে নিয়ে মজে থাকাই তার পেশা হয়ে দাড়িয়েছে এ কারনে সংসারে অশান্তি লেগেই থাকে সে কারনে লিপি গত মাসে সামাজিকভা্বে ২ পক্ষ উপস্থিত থেকে তাদের তালাক সম্পন্ন হয়, কিন্তু কিছুদিন পার হতে না হতেই সাগর পাগলামি শুরু করে দেয় ভূয়া ফেইসবুক আইডি খোলে সাবেক স্ত্রী লিপিকে বদনাম করার চেষ্টা করছে অশ্লীল কথা বার্তা ছেলেদের সাথে বলে সে সকল কথার্বাতার স্কীন র্সট দিয়ে তা লিপির আত্বীয় সজ্বনদের কাছে পাটিয়ে তাকে বদনাম করছে।

কয়েকদিন যাবত মুঠোফোনে প্রায়ই বিরক্ত করছে। সর্বশেষ গত ৫ আগস্ট সাগর তার স্ত্রীর কয়েকটি ন’গ্ন ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছেড়ে দেন। এ নিয়ে ১০-৮-২০২২ জিডি করেন ভুক্তভোগী নারী।

স্ত্রী সংসারে থাকা অবস্থায় মুঠোফোনে ছবিগুলো তোলা হয়েছিল। এসব ছবি নিয়ে সাগর তার স্ত্রীকে ‘জিম্মি’ করে রাখার চেষ্টা করতেন। শেষ পর্যন্ত তিনি ছবিগুলো ইন্টারনেটে ছেড়েই দেন। সাগরের মুঠোফোন জব্দ করা হলেই সব কিছু বেরিয়ে আসবে বলে মনে করেন ভোক্তভুগি নারী লিপি।

 

Please Share This Post in Your Social Media

বিজ্ঞপ্তি




স্বত্ব © দৈনিক সবুজ বাংলাদেশ ২০২১

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ভাষা পরিবর্তন করুন »