তারিখ লোড হচ্ছে...

দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা

স্টাফ রিপোর্টারঃ

নওগাঁর মহাদেবপুরে রাস্তায় দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে উপজেলার তের মাইল নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা লেন, উপজেলার দক্ষিণ হোসেনপুর গ্রামের মানিকের ছেলে ফারদিন (১৮) ও শ্যামপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে রেজুয়ান (২০)। এরমধ্যে নিহত ফারদিন মহাদেবপুর বিএম কলেজের ১ম বর্ষের ছাত্র।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে নওগাঁ থেকে মোটরসাইকেলযোগে মহাদেবপুরে ফিরছিলেন। এসময় তের মাইল নামক স্থানে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে সজোরে ধাক্কা দিলে মোটরসাইকেল থেকে ছিঁটকে পড়ে ঘটনাস্থলেই ফারদিনের মৃত্যু হয়। পরে গুরুতর আহত অবস্থায় রেজুয়ানকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করালে সেখানে তার মৃত্যু হয়।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাশমত আলী বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে ফারদিনের মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

 

সবা:স:জু- ৬৮৬/২৫

সরকারি কর্মকর্তাদের ‘স্যার’ ডাকার নিয়ম বাতিল

নিজস্ব প্রতিবেদক॥

সরকারি কর্মকর্তাদের ‘স্যার’ বলে সম্বোধন করার বাধ্যবাধকতা আনুষ্ঠানিকভাবে বাতিল করেছে অন্তর্বর্তীকালীন সরকার। বৃহস্পতিবার (১০ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

এক সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শেখ হাসিনার ১৬ বছরের শাসনামলে সরকারি কর্মকর্তা, এমনকি উচ্চপদস্থ নারী কর্মকর্তাদেরও ‘স্যার’ বলে সম্বোধন করার একটি অপ্রাতিষ্ঠানিক নিয়ম চালু ছিল। এই প্রথাকে প্রশাসনিক কর্তৃত্ববাদ ও সামন্তবাদী মানসিকতার বহিঃপ্রকাশ হিসেবে বিবেচনা করে বর্তমান সরকার তা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে।

উপদেষ্টা পরিষদের বৈঠকে আরও জানানো হয়, মন্ত্রিসভার জারি করা প্রটোকল নির্দেশিকাগুলোতেও ব্যাপক পরিবর্তন আনার প্রয়োজন রয়েছে। এ লক্ষ্যে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে রয়েছেন জ্বালানি, সড়ক ও রেল উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং পরিবেশ ও পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তারা আগামী এক মাসের মধ্যে প্রটোকল বিধিমালা পর্যালোচনা করে সংশোধনের সুপারিশ দেবেন।

এর আগে, গত বছরের ১৭ ডিসেম্বর সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেসুর রহমান বলেন, সরকারি কর্মকর্তাদের ‘স্যার’ না ডেকে ‘মিস্টার’ বা ‘মিস’ বলা যথেষ্ট।

অনেক নাগরিক ও সামাজিক সংগঠন এই সিদ্ধান্তকে প্রশাসনের মানবিকীকরণ ও আধুনিকীকরণের একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন। তাদের মতে, সরকারি কর্মকর্তারা জনগণের সেবক, তাই তাদের সঙ্গে সমতার ভিত্তিতে আচরণ করাটাই শোভন।

language Change
সংবাদ শিরোনাম