তারিখ লোড হচ্ছে...

ফরিদপুরে দুর্ঘটনাস্থলে ছিল না কোনো গেইটম্যান

স্টাফ রিপোর্টারঃ

ফরিদপুরের ট্রেন ও মাইক্রোবাসের সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে জেলা সদরের গেরদা ইউনিয়নের কাফুরা রেলগেটে। দুর্ঘটনায় গুরুতর আহত কয়েকজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, ফরিদপুর থেকে ঢাকাগামী ট্রেনটি রেলগেট পার হওয়ার সময় মাইক্রোবাসটি লাইনের ওপর উঠে পড়লে সংঘর্ষ হয়। মাইক্রোবাসটি ট্রেনের ধাক্কায় প্রায় ৫০ গজ দূর পর্যন্ত ছিঁচড়ে গিয়ে পাশের একটি পুকুরে পড়ে যায়।

এই দুর্ঘটনার সময় সেখানে কোনো গেইটম্যান বা রেল ক্রসিংবার ছিল না, যা স্থানীয়দের অভিযোগের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। তারা জানান, রেল ক্রসিং না থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। ফরিদপুর জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যা নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন এবং উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে।

এদিকে, স্থানীয়রা দাবি করছেন, রেল গেটের সঠিক ব্যবস্থা না থাকায় এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে, যা প্রতিরোধে দ্রুত পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে।

 

সবা:স:জু- ৬৮৮/২৫

সুজাসার প্রবাসী সংঘের উদ্যোগে ৩ কিলোমিটারে ৪০টি এলইডি লাইট সিসি ক্যামেরা স্থাপন

শরীয়তপুর প্রতিনিধি:

শরীয়তপুর নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের সুজাসার গ্রামে সুজাসার প্রবাসী সংঘের উদ্যোগে ৩ কিলোমিটারে ৪০টি এলইডি লাইট স্থাপন, প্রতিটি খুটিতে একটি করে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। সড়ক গুলো সন্ধ্যা হলেই গ্রামের পথে পথে আলো জ্বলে ওঠছে।

সড়কবাতির আলোয় দিনের মতো উজ্জ্বল হয়ে ওঠছে পথ। নিশ্চিন্ত ও স্বাচ্ছন্দ্যে পথ চলছেন সুজাসার লোকজন। আর এদিকে গ্রামকে নিরাপত্তা রাখার জন্য পুরো গ্রামে বসানে হয়েছে সিসি ক্যামেরা।

করোনাকালে গ্রামবাসীর দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন। অসুস্থ রোগীদের চিকিৎসার ব্যবস্থা করে থাকেন এ সংগঠনটি। সহযোগিতার এই ধারা এখনো অব্যাহত রেখেছেন তাঁরা। গ্রামে চুরি- ডাকাতি রোধ, সৌন্দর্য বৃদ্ধি ও আলোকিত করতে সুজাসার প্রবাসী সংঘের উদ্যোক্তারা নানা দেশে ছড়িয়ে থাকা ১১৫ জন প্রবাসীরা এগিয়ে আসেন এই পরিকল্পনা বাস্তবায়নে।

উদ্যোক্তা ফয়সাল হাওলাদার, উপদেষ্টা হারুন বেপারী, কাকন হাওলাদার, আতাউর রহমান, আলমগীর হোসেন, মুনসুর হাওলাদার সহস্থানীয় গ্রামবাসী ও গণ্যমান্য ব্যক্তিবৃন্দ।
২৭ জানুয়ারি সোমবার আনুষ্ঠানিকভাবে এই স্ট্রিটবাতি স্থাপন উদ্বোধন করেন। সার্বিক পরিচালনায়, আতাউর রহমান, কাকন হাওলাদার, আলমগীর হোসেন, প্রমুখ।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম