তারিখ লোড হচ্ছে...

শেখ হাসিনাসহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল

স্টাফ রিপোর্টারঃ

জুলাই-আগস্ট গণহত্যা ও গুমের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাসহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল করেছে সরকার।  এর মধ্যে গণহত্যায় জড়িত থাকার অভিযোগে ৭৫ জনের এবং গুমের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২২ জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয়ে প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

ই-পাসপোর্ট বিষয়ে আবুল কালাম আজাদ মজুমদার বলেন, ই-পাসপোর্ট প্রস্তুত হলে এখন থেকে প্রবাসী বাংলাদেশিরাও মোবাইলে এসএমএস পাবেন। প্রবাসীদের ভোগান্তি কমাতে এই উদ্যোগ সহায়তা করবে বলে আশা করছে সরকার।

পাসপোর্ট অফিসগুলো দালালমুক্ত করার বিষয়ে সরকার আন্তরিকভাবে কাজ করছে জানিয়ে তিনি বলেন, অফিসের পাশে কিছু দোকানকে ঘিরে দালালচক্র গড়ে ওঠে। এখন থেকে এজেন্ট নিয়োগের মাধ্যমে পাসপোর্ট আবেদনের ব্যবস্থা করা হবে।

চলতি মাসের মধ্যে শিক্ষার্থীদের বই ছাপার কাজ শেষ হবে জানিয়ে আজাদ মজুমদার বলেন, এবার সময়মত অনেকেই বই পায়নি। এজন্য সরকার আন্তরিকভাবে দুঃখিত। দেশেই সব বই ছাপা হচ্ছে বলে কিছুটা দেরি হচ্ছে।

 

সবা:স:জু- ৬৯৪/২৫

 

আগামীকাল ‘কানামাছি শিশুসাহিত্য উৎসব’

স্টাফ রিপোর্টারঃ

ছোটদের পত্রিকা কানামাছি’র ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল ২৮ জুলাই ২০২৩, শুক্রবার, বিকেল ৪টায়, বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে শিশুসাহিত্য উৎসব অনুষ্ঠিত হবে। কবি ও লেখকদের এ মিলনমেলায় সেমিনার, শিশুসাহিত্য পুরস্কার ও ছড়া-কবিতা পাঠের আয়োজন করা হয়েছে।
খ্যাতিমান শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলা একাডেমির মহাপরিচালক জাতিসত্তার কবি মুহম্মদ নূরুল হুদা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি, কবি ড. মুহাম্মদ সামাদ, বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক শিশুসাহিত্যিক আনজীর লিটন, শিশুসাহিত্যিক আখতার হুসেন, আসলাম সানী, সুজন বড়ুয়া, রহীম শাহ, আহমেদ জসিম, রমজান মাহমুদ কথাসাহিত্যিক রফিকুর রশীদ, কবি ও গবেষক মজিদ মাহমুদ ও কানামাছি’র সম্পাদক মঈন মুরসালিন।
শিশুসাহিত্য উৎসব উপলক্ষে কানামাছি শিশুসাহিত্য পুরস্কার ২০২৩ ঘোষণা করা হয়েছে। পাঁচ কৃতিমান লেখক এ বছর কানামাছি শিশুসাহিত্য পুরস্কার পাচ্ছেন। উৎসবে আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার তুলে দেওয়া হবে। আজীবন সম্মাননা পাচ্ছেন- খ্যাতিমান শিশুসাহিত্যিক আখতার হুসেন এবং তরুণ শাখায় পুরস্কার পাচ্ছেন- শামীম হাসনাইন ও নজরুল ইসলাম শান্তু (ছড়া-কবিতায়), মাহবুবা ফারুক (গল্পে) এবং হালিম নজরুল (গদ্যে)।
উৎসব উপলক্ষে সারাদেশ থেকে যে সকল কবি ও শিশুসাহিত্যিকবৃন্দ অংশ নিচ্ছেন, তারা হলেন- মানজুর মুহাম্মদ, স. ম. শামসুল আলম, অরুণ কুমার বিশ্বাস, নজরুল ইসলাম নঈম, ইমরান পরশ, নাফে নজরুল, ইফতেখার শিবলী, তাহমিনা শিল্পী, গোলাম নবী পান্না, রুবেল হাবিব, মানিক চক্রবর্তী, আহমাদ স্বাধীন, তাহমীদ আবরার, জিয়াউল হাসান, পলি রহমান, শ্যামলী কর্মকার, আনোয়ারুল আজিম শামীম, সোহাগ পারভেজ, আকাশমনি, মো. জাহিদুল ইসলাম, শাহানারা স্বপ্না, সিরাজ উদ্দিন শিরুল, মিশকাত রাসেল, জাকির হোসেন কামাল, মোস্তাফিজুল হক, ফারজানা ইয়াসমিন, ঊষাতন চাকমা, এস এম শাহাবউদ্দিন, জেসমিন বন্যা, রুখশানা টিনা, শাকিলা পারভিন, রতন আলী, জানে আলম, দেলওয়ার বিন রশিদ, সুপদ বিশ্বাস, এম. আর. মনজু, সুপান্থ মিজান, হামিদা আনজুমান, তারানা নাজনীন, নুসরাত রীপা, সি এম শাহীন, ইউনুস আহমেদ, খায়রুননেসা রিমি, ফজলুল হক মিলন, নাদিরা খানম, সুলতানা ইসলাম ছন্দা, চন্দ্রশিলা ছন্দা, সাগর আহমেদ, নকীব মাহমুদ, রুখসানা বিলকিস, আহমদ মহিউদ্দিন শিবলী, সিরাজিয়া পারভেজ, প্রিন্স মাহমুদ, বিটন বড়–য়া, কানিজ ফাতেমা, রাশিদুল হাসান বাচ্চু, নাজিম উদ্দীন, বিপুল হালদার, তাহমিনা বেগম, মহসিন মানসুর, স্বপন আহসান, সামসাদ ফেরদৌসী, ফিরোজা সামাদ, ডরিন আহম্মেদ, তাহমিনা নিশা, সালমা সুলতানা, আর্শিনা ফেরদৌস, রাবেয়া রুবি, কিবরিয়া লিপন, নাজনীন শুভ্র, কৃষ্ণকলি মুনা, ফারজানা কবির ঈশিতা, কুসুম তাহেরা, সুলেখা আক্তার, লুৎফর চৌধুরী, সাফিয়া খন্দকার রেখা, জোবায়ের হোসাইন, নুর মোহাম্মদ সিরাজী, হুসাইন দিলাওয়ার গোলাম কুদ্দুস চঞ্চল, সোয়াইব ভূঁইয়া, রশীদ নিউটন, নাজমা আক্তার, আবুল কাশেম প্রমুখ।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম