তারিখ লোড হচ্ছে...

কাতার থেকে লন্ডনের পথে খালেদা জিয়া

সবুজ বাংলাদেশ ডেস্কঃ

কাতার থেকে লন্ডনের পথে রওনা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ‍বুধবার ঢাকা থেকে কাতারের হামাদ আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছার পর সেখানে কিছু সময় অবস্থান করেন তিনি। পরে সেখান থেকে তাকে নিয়ে লন্ডনের উদ্দেশ্যে রওনা দেয় কাতার আমিরের দেওয়া বিশেষ এয়ার অ্যাম্বুল্যান্সটি।

কাতারে বেগম জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন দোহায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদুত নজরুল ইসলাম। তিনি বিএনপি চেয়ারপারসের শারিরীক খোঁজখবর নেন। পরে খালেদা জিয়া বিমানবন্দরে কিছুক্ষণ বিশ্রাম করে লন্ডনের উদ্দেশ্য রওনা হোন। স্থানীয় সময় বুধবার সকালে হিথ্রো বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে এয়ার অ্যাম্বুল্যান্সটির।

বেগম খালেদা জিয়ার সফরসঙ্গী ও ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এর আগে উন্নত চিকিৎসার জন্য বিশেষ এয়ার অ্যাম্বুল্যান্সে মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে ঢাকা ত্যাগ করেন বেগম খালেদা জিয়া। দীর্ঘদিন ধরে হৃদরোগ, লিভার, ফুসফুস, কিডনি, আর্থ্রাইটিস, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এসবের মধ্যে লিভার, কিডনি ও হৃদরোগকে সবচেয়ে ঝুঁকির কারণ মনে করেন তার চিকিৎসকরা।

 

সবা:স:জু- ৬৯৭/২৫

ঈদযাত্রার শেষ দিনের টিকিট বিক্রি আজ

স্টাফ রিপোর্টার:

পবিত্র ঈদুল আজহা আগামী ৭ জুন অনুষ্ঠিত হবে বিবেচনায় নিয়ে ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করে বাংলাদেশ রেলওয়ে। ঈদ উপলক্ষ্যে ঘরমুখো মানুষের এ যাত্রার সপ্তম দিনের (৬ জুন) ট্রেনের আসনের টিকিট বিক্রি হচ্ছে আজ। যাত্রীদের সুবিধার্থে শতভাগ আসনের টিকিট অনলাইনে বিক্রি করা হবে।

মঙ্গলবার (২৭ মে) সকাল ৮টায় বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচল করা ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হবে এবং দুপুর ২টায় বিক্রি শুরু হবে পূর্বাঞ্চলে চলাচল করা ট্রেনগুলোর আসনের টিকিট।

এবার শুধু ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যে যাওয়া আন্তঃনগর ট্রেনগুলোর মোট আসন সংখ্যা থাকছে ৩৩ হাজার ৩১৫টি। ঈদ উপলক্ষ্যে রেলওয়ের নেওয়া কর্মপরিকল্পনা থেকে এ তথ্য জানা যায়।

কর্মপরিকল্পনার তথ্য মতে, ঈদের আগে আন্তঃনগর ট্রেনের ৩১ মের আসন বিক্রি হয়েছে ২১ মে; ১ জুনের আসন বিক্রি হয়েছে ২২ মে; ২ জুনের আসন বিক্রি হয়েছে ২৩ মে; ৩ জুনের আসন বিক্রি হয়েছে ২৪ মে; ৪ জুনের আসন বিক্রি হয়েছে ২৫ মে এবং ৫ জুনের আসন বিক্রি হয়েছে ২৬ মে।

রেলওয়ে সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের আগে ৭ দিনের ট্রেনের আসনের টিকিট বিশেষ ব্যবস্থায় অগ্রিম হিসেবে বিক্রি করছে। এসময় কেনা টিকিটগুলো যাত্রীরা রেলওয়েকে ফেরত দিতে পারবেন না। প্রতিজন টিকিটপ্রত্যাশী চারটি আসনের টিকিট একবার একসঙ্গে সংগ্রহ করতে পারবেন।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম