তারিখ লোড হচ্ছে...

জামায়াতে ইসলামীর গাজীপুর জেলা কর্মী সম্মেলন অনুষ্ঠিত

শরিফুল হাসান, জেলা প্রতিনিধি:

গাজীপুরের ভবানীপুর মুক্তিযোদ্ধা কলেজ মাঠে শুক্রবার এক জাঁকজমকপূর্ণ আয়োজনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর গাজীপুর জেলা কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এই সম্মেলনে গাজীপুর জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত লাখো নেতাকর্মী ও সমর্থকদের ঢল নামে। সম্মেলনস্থলে মানুষের উপস্থিতিতে মুক্তিযোদ্ধা কলেজ মাঠ কানায় কানায় পূর্ণ ছিলো।

সম্মেলনে সভাপতিত্ব করেন গাজীপুর জেলা আমির শিক্ষাবিদ ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম। গাজীপুর জেলা জামায়াতের শুরা সদস্য মোহাম্মদউল্লাহর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, “দেশের নির্যাতিত রাজনৈতিক দল এবং সাধারণ মানুষের স্বমন্বয়ে স্বৈরশাসক বিতাড়িত হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের নির্বাচন নিয়ে তাড়াহুরো করা ঠিক হচ্ছে না। শহীদদের আত্নদানকে সমুন্নত রাখতে আগে দেশের কিছু সংস্কার করা প্রয়োজন, তার জন্য বর্তমান সরকারকে কিছু সময় দেওয়ার প্রয়োজনীয়তা ব্যক্ত করেন ” বিগত স্বৈর সরকার দেশের অর্থনীতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে দিয়েছিলো।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যাপক মুহাম্মদ ইজ্জত উল্লাহ, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ড. মো. সামিউল হক ফরুকী।

বক্তারা সংগঠনের ভবিষ্যৎ কর্মপন্থা, সংগঠনকে আরও শক্তিশালী করার উপায়, সদস্যদের কর্তব্য এবং দেশের সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণে জামায়াতে ইসলামীর ভূমিকা প্রসঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

এ সম্মেলনকে কেন্দ্র করে গাজীপুরের কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। আইনশৃঙ্খলা বাহিনীর সার্বিক সহযোগিতায় এবং সেচ্ছাসেবীদের দিকনির্দেশনায় লাখো জনতার এ কর্মী সমাবেশ ছিল বেশ সুশৃঙ্খল। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি ও ছিল সন্তুষ্ট পূর্ণ।

কর্মী সমাবেশে জনসাধারণ প্রত্যাশা ব্যক্ত করেন, জামায়াতে ইসলামী আগামী দিনে সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাবে।

বাংলাদেশের মানুষ শতভাগ জামাতের দিকে ঝুঁকে গেছে: মতিউর রহমান

ময়মনসিংহ সাংবাদদাতা:

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বলেছেন, যুব সমাজের মতের প্রতিফলনের মাধ্যমে বাংলাদেশের মানুষ শতভাগ জামায়াতের দিকে ঝুঁকে গেছে বা ঝুঁকছে। তাই বর্তমান প্রক্রিয়াতেই আমরা ক্ষমতায় চলে আসবো। রোববার (৫ অক্টোবর) দুপুরে ময়মনসিংহে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মতিউর রহমান আকন্দ বলেন, আমাদের পিআর পদ্ধতির প্রয়োজন নেই, কারণ প্রচলিত নির্বাচনী ব্যবস্থার ভিত্তিতেই জামায়াত জনগণের সমর্থনে এগিয়ে আসছে। তবে আমরা চাই একটি স্থায়ী ও শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে, যেখানে জনগণের শতভাগ প্রতিনিধিত্ব নিশ্চিত হবে। বর্তমানে লেভেল প্লেয়িং ফিল্ড নেই। জামায়াতের মিছিলে বাধা দেয়া হচ্ছে, দোকানদারদের ভয় দেখানো হচ্ছে, থানায় গিয়ে নেতাকর্মীদের নামে মামলা দেয়া হচ্ছে এগুলো নির্বাচনী পরিবেশের জন্য শুভ লক্ষণ নয়।

তিনি দাবি করেন, ফ্যাসিস্ট সরকারের আমলে যে সমস্ত গণহত্যা ও নির্যাতন হয়েছে, শাপলা চত্বর, পিলখানায় হত্যাকাণ্ডসহ অন্যান্য ঘটনার বিচার হতে হবে। আওয়ামী লীগ গত সাড়ে পাঁচ বছর ধরে দেশের জনগণের ওপর জুলুম চালিয়েছে। একটি রাজনৈতিক দল যদি দিল্লী থেকে পরিচালিত হয়, তবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া উচিত।

সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ মহানগর জামায়াতের আমীর মাওলানা কামরুল আহসান এমরুল। উপস্থিত ছিলেন মহানগর নায়েবে আমীর আসাদুজ্জামান সোহেলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম