তারিখ লোড হচ্ছে...

হকির মাঠ থেকে জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু করলেন সবুজ ও মিম

খেলা ডেস্কঃ

দেশে প্রতিভাবান খেলোয়াড় তৈরির আঁতুড়ঘর বলা হয় বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানকে (বিকেএসপি)। আর এখান থেকেই জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু করলেন জাতীয় হকি দলের অন্যতম খেলোয়াড় সোহানুর রহমান সবুজ ও নারী হকি খেলোয়াড় তাসনিম আক্তার মিম।

শুক্রবার (১০ জানুয়ারি) বিকেএসপিতে আয়োজন করা হয় সবুজ ও মিমের বিয়ের অনুষ্ঠান। বর-কনে দুজনই হকি খেলোয়াড় হওয়ায় এই অনুষ্ঠানটি হয়ে উঠেছিল হকি অঙ্গনের এক মিলনমেলা। বিয়ের আনুষ্ঠানিকতার পর হকি টার্ফেই বর-কনে বল-স্টিক হাতে পোজ দিয়ে ছবি তোলেন।

তিন বছরেরও বেশি সময় ধরে সবুজ ও মিমের সম্পর্ক স্থায়ী ছিল। দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়। সবুজ জানান, তার সংস্থা (বাংলাদেশ বিমানবাহিনী) থেকে প্রয়োজনীয় অনুমতি পাওয়ার পরই তারা বিয়ের সিদ্ধান্ত নেন।

তিনি বলেন, আমাদের সংস্থায় ২৪ বছর বয়স এবং চাকরির চার বছর পূর্ণ হওয়ার আগে বিয়ে করা যায় না। আমার দুটিই পূর্ণ হওয়ায় অনুমতি মিলে গেছে।

সবুজ আরও জানান, স্ত্রী মিমের খেলার বিষয়ে তিনি কোনো বাধা দেবেন না। হকির মাধ্যমেই আমাদের পরিচয়। ফলে হকি খেলায় আমার কোনো বাধা নেই। সে যদি খেলতে চায়, খেলবে।

সোহানুর রহমান সবুজ বাংলাদেশ জাতীয় হকি দলের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। গত মৌসুমে প্রিমিয়ার বিভাগ হকি লিগের সর্বোচ্চ গোলদাতা ছিলেন তিনি। শুধু তাই নয়, লিগের ইতিহাসে সর্বোচ্চ ৪০ গোলের মাইলফলকের কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন।

অন্যদিকে হকিতে নিজের প্রতিভার স্বাক্ষর রেখে চলেছেন তাসনিম আক্তার মিম। ২০১৯ সালে সিঙ্গাপুরে অনুষ্ঠিত অনূর্ধ্ব-২১ নারী হকি দলে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছিলেন তিনি। বর্তমানে দলের বাইরে থাকলেও দলে ফেরার জন্য লড়াই করছেন তিনি।

 

সবা:স:জু- ৭২৬/২৫

বিপিএলের মিউজিক্যাল ফেস্টে মঞ্চ মাতাবেন যারা

স্টাফ রিপোর্টার: 

দেখতে দেখতেই এখন পর্যন্ত দশটি আসর শেষ হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)। সবকিছু ঠিক থাকলে আগামী ৩০ ডিসেম্বর মাঠে গড়াবে বিপিএলের ১১তম আসর। বিসিবির সভাপতি হওয়ার পরেই ফারুক আহমেদ জানিয়েছিলেন, এবার নতুন আঙ্গিকে হবে বিপিএল। এরই অংশ হিসেবে বিভিন্ন উদ্যোগ নিয়েছে বিসিবি।

তারই অংশ হিসেবে আগামী ২৩ ডিসেম্বর মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে আয়োজন করা হয়েছে মিউজিক ফেস্ট। পাকিস্তানি কিংবদন্তি সংগীতশিল্পী রাহাত ফতেহ আলি খানসহ অনুষ্ঠানে গাইবেন বাংলাদেশের জনপ্রিয় তারকারা।

মিউজিক ফেস্টে যেসব সংগীতশিল্পী সূরের মুর্ছনায় বিমোহিত করবেন, তাদের তালিকা ও টিকিটের মূল্য প্রকাশ করেছে বিসিবি। এক বিবৃতিতে তারা জানায়, আগামী ২৩ ডিসেম্বর হোম অব ক্রিকেটখ্যাত মিরপুরে আন্তর্জাতিক ও স্থানীয় শিল্পীরা সংগীত পরিবেশন করবেন।

পাকিস্তানের জনপ্রিয় সংগীতজ্ঞ রাহাত ফতেহ আলি খান ও তার দল ছাড়াও বিপিএল মিউজিক ফেস্টে গাইবেন– মাইলস, অ্যাভয়েড রাফার মতো জনপ্রিয় ব্যান্ড। এ ছাড়া থাকছেন র‍্যাপার হান্নান, জেফার, মুজা ও সঞ্জয়। এই অনুষ্ঠানের জন্য মঙ্গলবার রাত সাড়ে ৯টা থেকে অনলাইন টিকিটিং প্ল্যাটফর্ম ‘টিকিফাইয়ে’ টিকিট বিক্রি শুরু হয়েছে।

বিসিবির বিবৃতিতে জানানো হয়- মিউজিক ফেস্টে সর্বোচ্চ প্লাটিনাম ক্যাটাগরির দাম ১২ হাজার টাকা। গোল্ড ক্যাটাগরি ৮ হাজার এবং সিলভার ক্যাটাগরির টিকিট ৬ হাজার টাকা। গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট ৪ হাজার টাকায় পাওয়া যাবে। সর্বনিম্ন ক্লাব হাউজের টিকিটের দাম আড়াই হাজার টাকা। তবে জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের জন্য ‘জোন ৩৬’ নামে একটি স্থানে ১০০ আসন সংরক্ষণ করে রাখা হয়েছে।

প্রসঙ্গত, ২৩ ডিসেম্বর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিকেল ৩টায় শুরু হবে মিউজিক ফেস্ট। এই ফেস্ট উপলক্ষ্যে ২৩ ডিসেম্বর বেলা আড়াইটায় খোলা হবে মিরপুরের গেট। বিকেল সাড়ে ৪টায় আর কোনো দর্শককে ঢুকতে দেওয়া হবে না। পরবর্তীতে সিলেট ও চট্টগ্রামেও হওয়ার কথা রয়েছে এই ফেস্ট।

 

সবা:স:জু- ৪০৫/২৪

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম