তারিখ লোড হচ্ছে...

নিবন্ধিত সব রাজনৈতিক দল নিয়েই আগামী জাতীয় নির্বাচন: সিইসি

স্টাফ রিপোর্টারঃ

নিবন্ধিত সব রাজনৈতিক দল নিয়েই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।

শনিবার সকালে সিলেটে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এ সময় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নিবন্ধন থাকবে কিনা এবং দলটি আগামী নির্বাচনে অংশ নিতে পারবে কিনা, তা নিয়েও কথা বলেন সিইসি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাসির উদ্দীন বলেন, ‘সময় এলেই দেখা যাবে কোন কোন দলের নিবন্ধন থাকে। সেক্ষেত্রে আওয়ামী লীগের নিবন্ধন থাকবে কিনা এবং তারা নির্বাচনে অংশ নিতে পারবে কিনা, তা সময় এলেই দেখা যাবে। তার জন্য কাজ করছে নির্বাচন কমিশন।’

প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘সংস্কার কমিশন প্রতিবেদন দেওয়ার পর রাজনৈতিক দলগুলোর নিবন্ধন নিয়ে নতুন পরিকল্পনা করবে ইসি।’

তবে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো মন্তব্য করতে চাননি সিইসি। তিনি বলেন, ‘অনেকে এক দিনে নির্বাচন দেওয়ার পরামর্শ দিয়েছেন। তবে এক দিনে সব নির্বাচন করা কোনোভাবেই সম্ভব নয়।’

আগামী নির্বাচন ইভিএমের মাধ্যমে হবে না জানিয়ে সিইসি বলেন, ‘প্রধান উপদেষ্টার দেওয়া সময় অনুযায়ী নির্বাচন করার জন্য কাজ করছে সিইসি। যা সুনির্দিষ্ট নীতিমালার মধ্যে দিয়ে হবে।’

আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীরা অংশ নিতে পারবেন বলেও জানান এ এম এম নাসির উদ্দীন।

 

সবা:স:জু- ৭২৯/২৫

যারাই আমাদের জন্য গর্ত খুঁড়েছে তারাই গর্তে পতিত হয়েছে: শিবির সভাপতি

ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, অতীতে যারাই আমাদের নিয়ে ষড়যন্ত্র করেছে, গর্ত খুঁড়েছে, দিনশেষে তারাই সেই গর্তে পতিত হয়েছে। রোববার (৩ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ কথা বলেন তিনি। পোস্টে তিনি বলেন ২০২৪ সালের ১ আগস্ট জুলাই আন্দোলনে সম্পৃক্ত থাকার কারণে যে আওয়ামী লীগ ছাত্রশিবিরকে নিষিদ্ধ করেছিল, মাত্র ৫ দিনের ব্যবধানে তারাই দেশ থেকে পালিয়ে গিয়ে জনতার আদালতে নিষিদ্ধ হয়ে গেল। অতীত থেকে শিক্ষা নিন। এটা বেশ কার্যকর। ভবিষ্যতে যদি কেউ নিজেদের গর্তে নিজেরাই পতিত হন সে দায় ছাত্রশিবির নিবে না।

শিবির সভাপতি বলেন আসুন ছাত্রসমাজকে গড়ার জন্য পরিশুদ্ধ ছাত্ররাজনীতি করি, না পারলে চুপ থাকা অথবা রাজনীতি ছেড়ে দেওয়া উচিত। সবশেষ তিনি উল্লেখ করেন ছাত্রশিবির কাউকে শত্রুর সমকক্ষ মনে করে না।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম