তারিখ লোড হচ্ছে...

মেঘনা নদীতে দুই স্পিডবোটের সংঘর্ষ

স্টাফ রিপোর্টারঃ

মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে দুই স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় নিহত বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। এর আগে বাল্কহেডের সঙ্গে স্পিডবোটের সংঘর্ষ হয়েছে বলে ধারণা করা হলেও এখন দুই স্পিডবোটের সংঘর্ষ হয়েছে বলে জানা গেছে।

শুক্রবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাটি নিশ্চিত করেছেন গজারিয়ার নৌ পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক মো. মাহাবুব আলম।

নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, গুয়াগাছিয়া ইউনিয়নের মামুন ব্যাপারির ছেলে অদুদ বেপারী (৩৫) এবং একই এলাকার মো. বাবুল (৩৮)। অপর নিহতের নাম-পরিচয় এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।

পুলিশ জানান, অন্ধকার এবং কুয়াশার কারণে একটি স্পিডবোট অন্যটিকে দেখতে না পাওয়ায় স্পিডবোট দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয় লোকজন ও জেলেরা সংঘর্ষের শব্দ পেয়ে ঘটনাস্থলে যায়। সংবাদ পেয়ে নৌপুলিশও ঘটনাস্থলে গিয়ে সেখান থেকে বেশ কয়েকজনকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সায়মা আক্তার বলেন, রাত পৌনে ১০টার দিকে তিনজনকে আমাদের হাসপাতালে নিয়ে আসা হয়। এদের মধ্যে দুজন মৃত ছিলেন। আবদুল হালীম (৩৪) নামে একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে গুরুতর অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।

গজারিয়ার নৌপুলিশ ফাঁড়ির পরিদর্শক মো.মাহাবুব আলম বলেন, ধারণা করা হচ্ছে রাতে কুয়াশার কারণে দুটি স্পিডবোট চলাচলের সময় একটি আরেকটিকে দেখতে পায়নি। এ ঘটনায় তিনজন মারা গেছে। তবে স্পিডবোট দুটি রাতে এখানে কোথা থেকে এসেছে তা বিস্তারিত জানা যায়নি।

 

সবা:স:জু- ৭৩৭/২৫

নারায়ণগঞ্জে ধর্ষণ মামলার আটক-২

নারায়ণগঞ্জে ধ র্ষ ণ মামলার আটক-২

নারায়ণগঞ্জ জেলা সংবাদদাতাঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ এবং ত্রিশালে পৃথক দুটি ধর্ষণ মামলার দুইজন আসামিকে গাজীপুর ও নারায়ণগঞ্জ থেকে আটক করেছে র‌্যাব-১৪। শনিবার (২ আগস্ট) দুপুরে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব।

আটককৃতরা হলেন-মো.শরীফ মিয়া (১৯) তিনি ঈশ্বরগঞ্জ উপজেলার তারাটি গ্রামের আব্দুল বারেকের ছেলে এবং মো.মোস্তাফিজুর রহমান (২২) তিনি ত্রিশাল উপজেলার ধানীখোলা দক্ষিণ ভাটিপাড়া গ্রামের গোলাম মোস্তুফা ফকিরের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, শরীফ মিয়া স্কুলে যাওয়া আসার সময় এক শিক্ষার্থীকে প্রায় সময় বিরক্ত করতো। গত ১৩ জুন ভিকটিমকে তাঁর বাড়িতে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এঘটনায় ভিকটিমের বাবা বাদি হয়ে ১৫ জুন ঈশ্বরগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

ঘটনার পর থেকেই শরীফ পলাতক ছিলেন। বৃহস্পতিবার (১ লা আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে র‌্যাব তাকে নারায়ণগঞ্জের রুপগঞ্জ থেকে আটক করে।

অপর আসামি মোস্তাফিজুর রহমান কলেজ পড়ুয়া এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। গত ২০ মে রাতে মেয়ের বাড়িতে মেয়েকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এঘটনায় ভিকটিম নিজে বাদি হয়ে গত ২২ জুলাই আদালতে মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে মোস্তাফিজ পলাতক ছিলেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় গাজীপুর বাসন থানা এলাকা থেকে মোস্তাফিজুরকে গত (১লা আগস্ট) নয়টার দিকে গ্রেপ্তার করে র‌্যাব।

দুই আসামিকে আটকেরর বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-১৪ এর অতিরিক্ত পুলিশ সুপার মো.সামসুজ্জামান বলেন, আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তার পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম