তারিখ লোড হচ্ছে...

এবার নির্বাচন কমিশনের ডিসপ্লে বোর্ডে ভেসে উঠল ‘বাংলাদেশ আওয়ামী লীগ’

স্টাফ রিপোর্টারঃ

খুলনা, নোয়াখালী, ফেনী ও কমলাপুর রেলস্টেশনের পর এবার চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা নির্বাচন কমিশন কার্যালয়ের ডিজিটাল ডিসপ্লে বোর্ডে ভেসে উঠলো ‘বাংলাদেশ আওয়ামী লীগ’ লেখা।

শনিবার (১১ জানুয়ারি) সন্ধ্যার পর উপজেলা চত্বর এলাকায় অবস্থিত উপজেলা নির্বাচন কমিশন কার্যালয়ের ডিসপ্লে বোর্ডে লেখাটি ভেসে ওঠে। মুহূর্তেই ঘটনাটি পুরো এলাকায় জানাজানি হলে এ নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয়রা জানায়, ওই ডিজিটাল ডিসপ্লে বোর্ডটিতে সন্ধ্যার পর ইংরেজিতে ‘বাংলাদেশ আওয়ামী লীগ’ লেখা ভেসে ওঠে। ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে সবাই দেখতে ছুটে আসে। তবে কমিশন অফিসে চাকরিরত নৈশপ্রহরী আলমগীর হোসেন বিষয়টি জানতে পেরে দ্রুত ডিসপ্লে বোর্ডটি বন্ধ করে দেন। এ ঘটনায় স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

নৈশপ্রহরী আলমগীর হোসেন বলেন, শনিবার সন্ধ্যার পর হঠাৎ ডিজিটাল ডিসপ্লে বোর্ডে ‘বাংলাদেশ আওয়ামী লীগ’ লেখাটি ভেসে ওঠে। তখন একজন পথচারী লেখাটি দেখে চিৎকার দেন। পরে দ্রুত ডিসপ্লে বোর্ডটি বন্ধ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাচন কর্মকর্তাকে বিষয়টি জানানো হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম বলেন, আমি খবর পেয়ে ঘটনাস্থলে যাই। তখন ডিসপ্লে বোর্ডটি বন্ধ ছিল। তবে ছবি দেখেছি। ঘটনা তদন্তে কমিটি গঠনসহ বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে।

এর আগে ১ জানুয়ারি চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মূল ফটকের ডিজিটাল সাইনবোর্ডের স্ক্রিনে ‘আওয়ামী লীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ লেখা ভেসে উঠেছে। এ ঘটায় স্থানীয়রা তদন্তপূর্বক দ্রুত ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানায়। খবর পেয়ে জীবননগর থানা পুলিশসহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে।

 

সবা:স:জু- ৭৪২/২৫

বিআরটি প্রকল্পের বাস সার্ভিস উদ্বোধন

স্টাফ রিপোর্টার: 

গাজীপুরের শিববাড়ীতে শুরু হলো বহু প্রতীক্ষিত বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের পরীক্ষামূলক বাস সার্ভিস। বিজয় দিবসের প্রাক্কালে শীতাতপনিয়ন্ত্রিত (এসি) ১০টি বাস দিয়ে এই সেবা চালু করা হয়, যা রাজধানী ঢাকার সাথে গাজীপুরবাসীর যাতায়াত সুবিধা অনেকাংশে বৃদ্ধি করবে। 

এদিন সকাল ৮টায় গাজীপুরের শিববাড়ী থেকে এই বাস সার্ভিসের উদ্বোধন করেন সড়ক পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের জ্যেষ্ঠ সচিব মো. এহছানুল হক। এছাড়াও বিআরটিসির চেয়ারম্যান মোহাম্মদ তাজুল ইসলাম, বিআরটি প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক মো. মনিরুজ্জামান, গাজীপুর জেলা প্রশাসক নাফিসা আরেফিন প্রমুখ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী বক্তব্যে উপদেষ্টা ফাওজুল কবির খান বলেন, বিআরটি প্রকল্পের কাজ এখনো পুরোপুরি শেষ হয়নি, তবে জনগণের যাতায়াতের সুবিধা দিতে আমরা এটি চালু করেছি। প্রকল্পটি দীর্ঘসূত্রিতার শিকার হয়েছে এবং কাজের ক্ষেত্রে অনেক বাধা এসেছে। তবে আমরা ১০টি বাস দিয়ে পরীক্ষামূলকভাবে এই সেবা চালু করেছি। বাকি কাজগুলো পর্যায়ক্রমে শেষ হবে।

তিনি আরো বলেন, বিআরটি প্রকল্পে ৪ হাজার কোটি টাকার বেশি খরচ হয়েছে। তবে এটি দীর্ঘদিন কোনো কার্যকরী সুবিধা দিতে পারেনি।

বিআরটি প্রকল্পের আওতায় শিববাড়ী থেকে গুলিস্তান পর্যন্ত দুটি রুটে বাস চলাচল করবে। শিববাড়ী থেকে বিমানবন্দর পর্যন্ত ভাড়া নির্ধারণ করা হয়েছে ৭০ টাকা, বিমানবন্দর থেকে গুলিস্তান পর্যন্তও ভাড়া ৭০ টাকা। পুরো যাত্রার জন্য শিববাড়ী থেকে গুলিস্তান পর্যন্ত ভাড়া ১৪০ টাকা হবে।

এছাড়া, সড়ক পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, বিআরটি লেন দিয়ে শুধু বাস চলাচল করার কথা থাকলেও, এই মুহূর্তে কার ও মাইক্রোবাসও বিআরটি লেনে চলাচল করবে, যাতে সাধারণ লেনগুলোর ওপর চাপ কমে।

বিআরটি প্রকল্পের কাজ ২০১১ সালে শুরু হয়েছিল এবং এটি ছিল একটি আধুনিক পরিবহন ব্যবস্থা চালু করার লক্ষ্যে একটি উচ্চাভিলাষী প্রকল্প। তবে নানা কারণে প্রকল্পটি এক যুগ ধরে সম্পন্ন হয়নি।

বর্তমানে, বিআরটি প্রকল্পে শীতাতপনিয়ন্ত্রিত ১০টি বাস চলাচল শুরু হলেও, প্রকল্পের বাকি কাজগুলো ধীরে ধীরে বাস্তবায়িত হবে বলে আশা করা হচ্ছে।

 

সবা:স:জু- ৩৫৫/২৪

language Change
সংবাদ শিরোনাম
সাংবাদিকরা জীবন বাজি রেখে দেশ ও জাতির কল্যাণে কাজ করেন” — গৃহায়ন ও গণপূর্ত সচিব ছেলেবন্ধুদের পরিবারের ভেতরের গল্প বললেন সোহিনী ডিসি নিয়োগ আওয়ামী আনুগত্যের প্রাধান্য কৃষক দলের নেতা খন্দকার নাসিরের গ্রেপ্তার চাইলেন মহিলা দল নেত্রী মুন্নী শেরপুরের নকলায় কৃষি কর্মকর্তাকে মারধরের ঘটনায় গ্রেপ্তার-১ মানিকছড়িতে ধানের শীষ মার্কায় ভোট চেয়ে ওয়াদুদ ভূইয়া'র পথসভা সীমান্ত হতে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি সিন্ডিকেটে আটকে আছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের কোটি টাকার মেশিন কেরানীগঞ্জে ঠিকাদার রফিকের অবৈধ গ্যাস সংযোগে টাকার মেশিনের সন্ধান