তারিখ লোড হচ্ছে...

ধৈর্যের বসতঘর

স্টাফ রিপোর্টারঃ

নির্জন পথেই হঠাৎ মান্যবর ধৈর্যের সাথে দেখা
একাকীত্বের নির্মোহ পদক্ষেপে তিনি চলমান
সমগ্র শরীর জুড়ে প্রাচীন গাম্ভীর্য !
দৃষ্টিতে ফুটছে সাফল্যের ফুল!
বললাম- মাননীয়! এতটা একাকী?
বললেন- এখন তো কেউ আর সঙ্গে রাখে না আমাকে।
কেউ জড়ায় না আমার স্থিরতার জ্যোতি।
আমাকে ঠেলেই ঠোঁট ভিজিয়ে জিহ্বা চাটে মানুষ।
সবাই এখন অস্থিরতার সঙ্গী!
পারিবারিক বন্ধনের ঐতিহ্য
পারস্পরিক সৌহার্দের আনন্দ
সামাজিক ঐক্যের দৃঢ়তা থেকে আমি নির্বাসিত
রাষ্ট্রীয় কা-তো আমার অস্তিত্বই বিপন্ন
ক্ষমতার চৌহদ্দিতে নিষিদ্ধ হতে হতে ওপথ মাড়াই না আর
তাই রহস্যঘোরে হঠাৎ মসনদে নামে রক্তের নদী

আমার ভাই বোন বন্ধু এবং প্রতিবেশীর সঙ্গেও যোগ নেই কারো

আপনার ভাই বোন বন্ধু প্রতিবেশী ! কারা?
বললেন- সংযম আমার ভাই, সহিষ্ণুতা বোন
নির্লোভ আমার বন্ধু পরিমিতি আমার প্রতিবেশী
আর জ্ঞান আমার ঘনিষ্ঠ আত্মীয়
এছাড়া পরিতৃপ্তি আমার সঙ্গী
স্থিরতার ফুলে ছড়ায় আমার খুশবু
আমার গহীনে শেকড় গেঁড়ে উঁচু হয় জ্ঞানী-বৃক্ষ
আপনার বাড়ি?
অল্পে তুষ্ট হৃদয় আমার বসতঘর।

পূর্ণচন্দ্রের পূর্ণচ্ছেদ
তুহীন বিশ্বাস
ভদ্রতার আস্তরণে সুগন্ধির বাজার
এখানে চড়া মূল্যে বিক্রি হচ্ছে পণ্য।
বিক্রেতার চরিত্রে অদৃশ্য অদ্ভুত নেশা-
সনদে হেরে গেছে সভ্যতার মানদ-।

তোমাদের মতো আমিও হেরে যাই
বিবেক রক্তে লাল পেরেক ঠোকাই।
বিধ্বস্ত স্বপ্নগুলো সুইসাইড করে ;
মহানিশার চক্রে পূর্ণচন্দ্রের পূর্ণচ্ছেদ।

তুমি-আমি
গাঙচিলের উড়ে আসা সমুদ্রে
আগুনের শিখা
পরিণত প্রণয়ে ঘুনোপোকা
শূন্য শহরে শূন্য চোখ?

একটা উদাস করা বিকেল আসুক
মন খারাপের তীব্র প্রহরে
তুমি-আমি মুখোমুখি
জাগ্রত জীবনে এ যেন শেষ দেখা?

এরপর ঝরা পাতার করুণ কান্নায়
মৃত্যুর মতো ভয়ঙ্কর যন্ত্রণায়
তোমার-আমার বিদায়বেলা
যেখানে কথা হবে
কান্নার সাথে কান্নার রং মিশিয়ে।

বদলে যাওয়া কষ্টের নাম হবে স্মৃতি
থাকবে না আলিঙ্গন
শুধু ভুল পথে ভুল স্রোতে
ভেসে যাবে ভালোবাসা।

যে লড়কে লেঙ্গে পাকিস্তান
জিতকে লেঙ্গে পাকিস্তান
থেকে নিয়ে এই বাংলার আজাদি
চব্বিশের শ্রাবণে তার
ওম আগুন জ্বলে,
ফুলকি বারুদ হয়
বরকতের মতো শহীদ হয়
নাঈমা সুলতানা
ঘরের বারান্দা হতে
উড়ে যায়
ফিরদাউসের বাগানে।
শ্রাবণের আগুনে
শহিদ হতে বুক পাতে
আবু সাইদ, আর মুগ্ধরা
জীবনদায়ী পানির মতোই
চিরকাল বেঁচে থাকে।
আসলে তারা মরে না
বেঁচে যায়,
বাঁচিয়ে রাখে জুলাই।
তারা চলে যায়,
আমাদের জুলাইও আর ফুরায় না,
হয় ছত্রিশে জুলাই
কিংবা বিভাজ্য বিভাজনের
আঠারো জুলাই।
এখনো কাতরে উঠে
জুলাইয়ের বীরেরা
হাসপাতালের বেডে,
আর শ্রাবণের বারিধারার মতো
শেষবিন্দু রক্ত দিয়ে,
শহিদেরা উড়ে যায়।
আর আমাদের হাতে
ধরিয়ে দেয়
পত্রিকা

সুপ্রভাত গান লিখে
মান্নান নূর
কম্বল মুড়ি দিয়ে বসন্ত ঘুমায় শীতের ঘরে
ঊষের বাজারে সবজি আজ ডানাকাটা পরী,
বরকতময় ফজরে শিশিরের কণা ভালোবাসা ওড়ায় কাব্য লিখে ঝরাপাতার-কে আসে দু’হাত বাড়ায়ে ধূসর রঙ ঠেলে ঠেলে সাদা ওম নিয়ে?
সুপ্রভাত গান লিখে নতুন পাতার।

সবা:স:জু- ৭৫১/২৫

কৃষি মন্ত্রণালয়ের সোনার বাংলা প্রকল্পে “মাঠ সহায়ক” নিয়োগ

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার কৃষিতে স্বয়ংসম্পূর্ণ সোনার বাংলা গড়ার অঙ্গীকার পূরণের লক্ষ্যে কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন “সোনার বাংলা প্রকল্পে” সারাদেশে মাঠ পর্যায়ে সম্পৃক্ত হয়ে কৃষকদের মাঝে উন্নত মানের ধান বীজ সার ও পুষ্টিকর ফসল বীজ বিনামূল্যে সরবরাহ লক্ষ্যে প্রতিটি ইউনিয়নে ১ (এক) জন করে অস্থায়ী চুক্তিভিত্তিক লোকবল নিয়োগ করা হবে। প্রাথমিকভাবে প্রকল্পের মেয়াদ ১০ বছর। উক্ত পদে আগ্রহী প্রার্থীদেরগণকে উল্লিখিত মেইলে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত ২ কপি সদ্য তোলা রঙিন ছবি ও জাতীয় পরিচয় পত্রের ফটোকপি সহ আবেদন করতে হবে।

 

পদের নাম: “মাঠ সহায়ক”

কর্মস্থল: নিজ উপজেলা।

শিক্ষাগত যোগ্যতা: এস এস সি/ সমমান

বয়সসীমা: ১৮ হতে ৪০ বছর।

বেতন: ২২৫০০/- ( প্রশিক্ষণ ও উৎসব ভাতা) আবেদনের সময়সীমা: ১০ জুলাই ২০২২ তারিখের মধ্যে সারাদেশে ধাপে ধাপে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

 

(রাষ্ট্র বিরোধী ও ফৌজদারি কোন মামলার অভিযুক্ত ব্যক্তি প্রার্থী হিসেবে অযোগ্য হিসেবে বিবেচিত হবে)

 

আগ্রহী প্রার্থীদের নিম্ন উল্লেখিত ইমেইলে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত পাঠাতে হবে।

Email: sonarbanglap2022@gmail.com

 

 

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম