তারিখ লোড হচ্ছে...

ধানমন্ডিতে দুর্ধর্ষ চুরি, আড়াই কোটি টাকার সোনা নিয়ে পালাল চোর

স্টাফ রিপোর্টারঃ

রাজধানীর ধানমন্ডিতে সীমান্ত সম্ভারে সোনার দোকানে চুরির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) লালবাগ বিভাগ।

রোববার (১২ জানুয়ারি) সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিবি দক্ষিণের যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম।

গ্রেপ্তারকৃতরা হলো মো. রুবেল (২৮), সফিক ওরফে সোহেল (৩৫) ও সাদ্দাম হোসেন (৩১)।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) হতে শনিবার (১১ জানুয়ারি) পর্যন্ত ধারাবাহিক অভিযান চালিয়ে কুমিল্লা জেলার কোম্পানীগঞ্জ ও মুরাদনগর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছে থেকে চুরি হওয়া সর্বমোট ৫০ ভরি আট আনা সোনার গয়না উদ্ধার করা হয়।

ডিবি সূত্রে জানা যায়, গত ৩ জানুয়ারি দুপুর ১টার ‍দিকে বিজিবি সীমান্ত সম্ভার শপিং কমপ্লেক্সের গ্রাউন্ড ফ্লোরের একটি শোরুমে চুরি হয়। ওই শোরুমের মালিক কাজী আকাশ বাদী হয়ে ধানমন্ডি মডেল থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেন। তিনি মামলার এজাহারে উল্লেখ করেন, অজ্ঞাতনামা চোররা শোরুমের তালা কেটে ভেতরে ঢুকে ১৫৯ ভরি সোনার গহনা নিয়ে যায়। যার আনুমানিক মূল্য ২ কোটি ৫০ লাখ ২৮ হাজার ৮০০ টাকা।

ডিবি জানায়, গোয়েন্দা বিভাগ ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনাস্থল থেকে ভিডিও ফুটেজ সংগ্রহ করে। ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে পাওয়া ছবির সঙ্গে প্রযুক্তিগত বিশ্লেষণ এবং অন্যান্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশ গত ৯ জানুয়ারি থেকে অভিযান পরিচালনা শুরু করে। অভিযান পরিচালনা করে কক্সবাজার হতে চট্টগ্রাম আসার পথে মো. রুবেল নামে একজনকে হেফাজতে নেওয়া হয়। তার স্বীকারোক্তির ভিত্তিতে পরবর্তীতে কুমিল্লার দেবীদ্বার বাজারসংলগ্ন নিউমার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে সফিক ওরফে সোহেলকে হেফাজতে নেওয়া হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কুমিল্লা জেলার মুরাদনগর থানা এলাকার কোম্পানীগঞ্জ বাজারের একটি জুয়েলারি দোকান থেকে ২৮ ভরি ১৪ আনা চুরি হওয়া সোনার গয়না এবং ২১ ভরি ১০ আনা চুরি হওয়া সোনার গয়নার গলিত দানা উদ্ধার করা হয়। এ সময় সেখান থেকে সাদ্দাম হোসেন নামে আরও এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয় এবং তাদের থেকে ৫০ ভরি আট আনা সোনা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সোনার আনুমানিক মূল্য ৭০ লাখ টাকা।

ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট চক্র শনাক্ত করা হয়েছে এবং চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানায় ডিবি।

 

সবা:স:জু- ৭৫৭/২৫

উত্তাল সমুদ্রের চারপাশে মানুষের ঢল

অনলাইন ডেস্কঃ

এ যেন আরেক জাহেলিয়াত! ইসলামের ইতিহাসে প্রাচীন যুগে মানুষ সূর্য, পাহাড়, নদী কিংবা সমুদ্রের পূজা করত, আজও পৃথিবীর কিছু প্রান্তে সেই প্রথার অনুরূপ চিত্র দেখা যাচ্ছে। এখন ভিডিওতে যে চিত্র দেখছেন এখানেও চলছে এমন কর্মকাণ্ড।

উত্তাল সমুদ্রের চারপাশে মানুষের ঢল। বর্ণিল পোশাক পরা মানুষ, হাতে ফুল আর খাবারের থালা। কেউ নৌকা ভাসাচ্ছেন তো কেউ ফুল আর নানা উপহার নিয়ে ব্যস্ত। দেখে যেন মনে হয় বিয়ের বড় আচার-অনুষ্ঠান চলছে। কিন্তু ঘটনা আরেকটু ভিন্ন! এরা সবাই সমুদ্রদেবীর পূজায় মগ্ন। তাদের বিশ্বাস, এই দেবী সৌভাগ্য আর জীবনের নিরাপত্তা এনে দেন। তাই প্রতিবছর এই সময় তারা একত্র হন, সমুদ্রের কোলে নিবেদন করেন তাদের বিশ্বাস আর ভালোবাসা।

ব্রাজিলের কোপাকাবানা সমুদ্রতটে আফ্রো-ব্রাজিলীয় সম্প্রদায় প্রতিবছর সমুদ্রদেবী ইয়েমাঞ্জার আরাধনায় এই সমুদ্রের তীরে সমবেত হন। তাদের বিশ্বাস এই দেবী জীবনে কল্যাণ, সৌভাগ্য এবং শান্তি নিয়ে আসেন।

 

মাদুরেইরা বাজার থেকে শুরু হয় এই জমকালো শোভাযাত্রা। স্থানীয়রা বলেন, ইয়েমাঞ্জা শুধু সমুদ্রের রক্ষকই নন, তিনি নাবিক, জেলে, স্ত্রী এবং মায়েদেরও রক্ষাকর্ত্রী। সমুদ্রতটে পৌঁছে তারা ফুল সমুদ্রের জলে ভাসিয়ে দেন। এর সঙ্গে মিশে থাকে প্রার্থনার আওয়াজ শক্তি, স্বাস্থ্য আর ভালোবাসার আকাঙ্ক্ষা।

ভিডিওতে দেখা যায়, উপাসকেরা সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে সমবেত গান গাইছেন, নাচছেন, আর একে অপরের সঙ্গে আনন্দ ভাগ করে নিচ্ছেন। তারা আশাবাদী যে এর মাধ্যমে তারা শক্তি, স্বাস্থ্য আর অনেক ভালোবাসা পাবেন এই দেবীর কাছ থেকে। আরেকজন জানান, তিনি প্রতিবছরই এই অনুষ্ঠানে যোগ দেন, কারণ ইয়েমাঞ্জা তাদের মা।

ইয়েমাঞ্জা আফ্রো-ব্রাজিলীয় ধর্ম উম্বান্ডার এক প্রধান দেবী। উম্বান্ডা হলো এক বিশেষ ধর্ম যা আফ্রিকান প্রথা, রোমান ক্যাথলিক ধর্ম, স্পিরিটিজম এবং স্থানীয় আমেরিকান সংস্কৃতির মিশ্রণে গড়ে উঠেছে। ইয়েমাঞ্জাকে ওড়িশাদের মা হিসেবে সম্মান জানানো হয়।

যেখানে বিজ্ঞান ও আধুনিক জ্ঞানের আলো ছড়িয়ে পড়ছে, সেখানে এখনও মানুষ প্রাকৃতিক শক্তিকে দেবতার রূপ দিয়ে পূজা করছে এটা এক ধরনের হতাশাজনক চিত্র। এমন আচার-অনুষ্ঠান কি সত্যিই সৌভাগ্য বা জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে পারে?

 

সবা:স:জু- ৭৯৩/২৫

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম