তারিখ লোড হচ্ছে...

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষক নিয়োগের দাবি জোরালো

উম্মে রাহনুমা , জবি প্রতিনিধি:

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে থেকে শিক্ষক নিয়োগের দাবি জোরালো হয়ে উঠেছে। এই মর্মে আজ ২৩ জানুয়ারি (বুধবার) বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের একটি প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে আনুষ্ঠানিকভাবে এই দাবিটি উপস্থাপন করেছে।

দাবিটি তুলে ধরার সময় তারা বলেন, “বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে শিক্ষকের অভাবের কারণে শিক্ষার্থীরা মানসম্মত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। আমাদের বিশ্বাস, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের মধ্যে থেকে শিক্ষক নিয়োগ দিলে এই সমস্যার একটি দীর্ঘমেয়াদী সমাধান সম্ভব।”

প্রতিনিধি দল উল্লেখ করে যে শিক্ষার্থীদের মধ্য থেকে শিক্ষক নিয়োগ দিলে বিশ্ববিদ্যালয়ের আর্থিক চাপ কমবে এবং নতুন নিয়োগ প্রক্রিয়া সহজতর হবে। এ ছাড়া এটি বিশ্ববিদ্যালয়ে গবেষণা ও শিক্ষার মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রতিনিধি দলের প্রস্তাব গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, “এই প্রস্তাবটি আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেব এবং বিষয়টি নিয়ে আলোচনা করব।”

শিক্ষার্থীদের এই উদ্যোগ শিক্ষাক্ষেত্রে একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করতে পারে বলে সংশ্লিষ্ট মহল মনে করছেন।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঢাকা কলেজের কর্মসূচি

আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস-২০২২ উপলক্ষে ঢাকা কলেজ নানা কর্মসূচি হাতে নিয়েছে। মহান ভাষা আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন সহ যথাযোগ্য মর্যাদায় ঢাকা কলজে উদযাপন করা হবে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। যথাযথ মর্যাদায় অমর একুশে ফেব্রুয়ারি উদযাপন উপলক্ষে ইতোমধ্যেই ঘোষণা করা হয়েছে নানা কর্মসূচি।

 

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কর্মসূচি হিসেবে একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১মিনিটে ঢাকা কলেজের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করবে কলেজ প্রশাসন।

 

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ফেরদৌসী আমিন জানান, অমর একুশে ফেব্রুয়ারিতে ভাষা শহীদদের যথাযথ মর্যাদায় সম্মাননা জানাবে ঢাকা কলেজ পরিবার। সেজন্য ২০ ফেব্রুয়ারি ঢাকা কলেজের শহীদ মিনার চত্বরে রাত ১০টায় ভাষা শহীদদের স্মরণে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছে কলেজ প্রশাসন।

 

২১ ফেব্রুয়ারি (সোমবার) রাত ১২.০১ মিনিটে কালো ব্যাজ ধারণ ও শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পণ, সূর্যদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, বাদ আসর- ভাষা শহীদদের স্মরণে ঢাকা কলেজ জামে মসজিদে দোয়া ও মোনাজাত ও ২৩ ফেব্রুয়ারি (বুধবার) ‘বাংলা শুদ্ধ বানান এবং উচ্চারণ শিক্ষায় করণীয়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

 

এ ছাড়াও ১৭ ফেব্রুয়ারি থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত একাদশ-দ্বাদশ ও স্নাতক-স্নাতকোত্তর শ্রেণির ছাত্রদের জন্য নির্ধারিত বিষয়ে রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম