তারিখ লোড হচ্ছে...

সিআইডি প্রধান হলেন মোহাম্মদ আলী মিয়া

স্টাফ রিপোর্টার॥
পুলিশের অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়াকে সংস্থাটির অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান পদে নিয়োগ দিয়েছে সরকার।

ট্যুরিস্ট পুলিশ প্রধানের দায়িত্ব পালন করে আসা মোহাম্মদ আলী মিয়া ব্যারিস্টার মাহবুবুর রহমানের স্থলাভিষিক্ত হলেন।

মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, সিআইডি প্রধান হিসেবে অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মাহবুবুর রহমান গত ৩০ জুলাই অবসরোত্তর ছুটিতে যান। এরপর থেকে পদটি শূন্য ছিল। পদটি শূন্য থাকায় কে হবেন পরবর্তী সিআইডি প্রধান- তা নিয়ে গুঞ্জন চলছিল বেশ কয়েকদিন ধরে। অবশেষে পদটিতে নিয়োগ পেয়েছেন ট্যুরিস্ট পুলিশ প্রধানের দায়িত্বে থাকা মোহাম্মদ আলী মিয়া।

 

মেঘনা উপজেলা প্রেসক্লাবের সভাপতির ‘মা’এর ইন্তেকাল

কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লা মেঘনা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ মাহমুদুল হাসান বিপ্লব শিকদার সাহেবের ‘মা’ ইন্তেকাল করেছেন। মঙ্গলবার ৩১ জানুয়ারি রাত গভীর রাত ১টার সময় তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যকালে তার বয়স ছিল ৬৭।
জানা যায়, ব্রেইন স্ট্রোক করে দীর্ঘদিন অসুস্থ হয়ে বিছানায় ছিলেন। তিনি উপজেলার দড়িকান্দি গ্রামের নিবাসী, মোঃ শাহজাহান শিকদারের সহধর্মিণী এবং মেঘনা উপজেলা প্রেসক্লাব’র প্রতিষ্ঠাতা সদস্য ও বর্তমান সভাপতি, মোঃ মাহমুদুল হাসান বিপ্লব শিকদারের মা মোসাঃ জাহানারা বেগম, তিন ছেলে এক মেয়েসহ চার সন্তানের জননী ছিলেন।
তার মৃত্যুতে মেঘনা উপজেলা প্রেসক্লাব ও মেঘনার বিভিন্ন রাজনৈতিক দল গভীর শোক প্রকাশ করেছেন এবং শোককসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। বাদ-জোহর দড়িকান্দি কেন্দ্রীয় ঈদগাঁ মাঠে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজার নামাজে উপস্থিত ছিলেন, গোবিন্দপুর ইউনিয়ন চেয়ারম্যান মাইনুদ্দিন মুন্সি তপন, মেঘনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ছমিউদ্দিন সহ এলাকার গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ প্রমূখ।
language Change
সংবাদ শিরোনাম