তারিখ লোড হচ্ছে...

গাজীপুরে প্রয়াত ইকবাল সিদ্দিকী’র প্রতিষ্ঠানে তিন দিনব্যাপী অনুষ্ঠানের সফল সমাপ্তি

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান কচি-কাঁচা একাডেমি, নয়নপুর এনএস আদর্শ বিদ্যালয় এবং ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজের তিন দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। শনিবার ২৫ জানুয়ারি সদর উপজেলার রাজেন্দ্রপুরে বিদ্যালয়ের প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়াচেতনা জাগিয়ে তোলা এবং তাদের সুশৃঙ্খল ও সুন্দর চরিত্র গঠনে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ গোলাম ফারুক এনডিসি, এটিও (অব.), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক জনাব শেখ মোহাম্মদ আসলাম।

আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীরা বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তাদের প্রতিভা প্রদর্শন করেছে। কুচকাওয়াজ, ডিসপ্লে, ফ্রি হ্যান্ড পিটি ও ড্রামবেল ড্রিলের মতো আকর্ষণীয় অনুষ্ঠান দর্শকদের মন মাতিয়েছে। ‘দিগন্ত হাউজ’ ক্রীড়ায় এবং ‘দুরন্ত হাউজ’ কুচকাওয়াজে চ্যাম্পিয়ন হয়েছে। শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যত গড়ার লক্ষ্যে এই ধরনের উদ্যোগ অব্যাহত রাখা জরুরি।

পবিপ্রবির নতুন রেজিস্ট্রার অধ্যাপক ইকতিয়ার।

মুন্নি বেগম, পটুয়াখালী জেলা প্রতিনিধি।

 

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) নতুন রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পেয়েছেন কৃষি সম্প্রসারণ ও গ্রামীণ উন্নয়ণ বিভাগের অধ্যাপক ড. মো. ইকতিয়ার উদ্দিন।

রেজিস্ট্রারের অতিরিক্ত দায়িত্বে থাকা প্রফেসর আবদুল লতিফ স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে।

নবনিযুক্ত রেজিস্ট্রার পবিপ্রবির বিএনপিপন্থি সংগঠন সাদা দলের সাধারণ সম্পাদক ও ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব) যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। নতুন রেজিস্ট্রারকে অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. রফিকুল ইসলাম।
দায়িত্ব গ্রহণ করে রেজিস্ট্রার ড. মো. ইকতিয়ার উদ্দিন এক প্রতিক্রিয়ায় বলেন, বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক, শিক্ষার্থী,কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে বৈষম্যবিরোধী চেতনা বাস্তবায়নে কাজ করবেন। এসময় পবিপ্রবিকে আরও গতিশীল ও অগ্রগামী করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

উল্লেখ্য, নবনিযুক্ত রেজিস্ট্রার প্রফেসর ড.মো. ইকতিয়ার উদ্দিন ২০০২ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি সম্প্রসারণ বিভাগ থেকে বিএসসি (অনার্স) ও ২০০৫ সালে একই বিষয়ে এমএস ডিগ্রি অর্জন করেন। পরে তিনি চায়না কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ২০১৫ সালে পিএইচডি ডিগ্রি এবং ২০২১ সালে নেদারল্যান্ডের ওয়াখিনিংগেন ইউনিভার্সিটি থেকে পোস্ট ডক্টরাল ডিগ্রি অর্জন করেন। এছাড়াও তিনি জার্মানি ও ফিনল্যান্ডের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন। ড. ইকতিয়ার জাপানের সুকুবা বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং ফেলো হিসেবেও কাজ করেছেন।

 

সবা:স:জু- ৬৯২/২৫

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম