তারিখ লোড হচ্ছে...

শুল্ক প্রত্যাহারের দাবিতে বাদামতলী’তে ফল ব্যবসায়ীদের মানববন্ধন

কবির শাহ্-

ফলজাতীয় পণ্যের অতিরিক্ত ভ্যাট ও শুল্ক প্রত্যাহারের দাবিতে বাদামতলী’তে মানববন্ধন করেছে ফল আমদানিকারক, আড়তদার, পাইকারি বিক্রেতারা। মানববন্ধন থেকে ফলজাতীয় পণ্যের অতিরিক্ত রাজস্ব প্রত্যাহারে এক সপ্তাহের আলটিমেটাম দেন ব্যবসায়ীরা।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারী) সকালে রাজধানীর বাদামতলী ফলপট্টি র সামনে এ মানববন্ধনের আয়োজন করেন বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইম্পোর্টার এসোসিয়েশন। মানববন্ধনে সমিতির নেতা ছাড়াও কয়েকশ ব্যবসায়ী অংশ নেন।

এ সময় ফলজাতীয় পণ্যে অতিরিক্ত রাজস্ব প্রত্যাহারে এক সপ্তাহের আলটিমেটাম দিয়ে সমিতির নেতারা বলেন, ডলার সংকটসহ নানা রকম বাধার কারণে আগে থেকেই ফল ব্যবসায়ীরা ক্ষতির শিকার হচ্ছেন। এর মধ্যে ফলপণ্যে অতিরিক্ত ভ্যাট, এসডি ও টিটিআই বসানোর কারণে ফল ব্যবসায় ধস নামা শুরু করেছে।

ব্যবসায়ীরা জানান, ফলের উপর বর্ধিত সম্পূরক শুল্ক প্রত্যাহার করে না নিলে প্রয়োজনে সারাদেশের ফল আমদানিকারক ও ব্যবসায়ীদের নিয়ে চট্টগ্রাম বন্দরসহ দেশের সব স্থলবন্দর থেকে আমদানি করা ফল এবং পণ্য খালাস করা বন্ধ করে দেওয়া হবে।

সপ্তাহের শেষ কর্মদিবসে বাড়ল বেশির ভাগ শেয়ারদর

সপ্তাহের শেষ কর্মদিবসে বাড়ল শেয়ারদর

ডেস্ক রিপোর্ট:

সপ্তাহের প্রথম তিন কর্মদিবসে বেশির ভাগ শেয়ারের দর পতনে প্রধান শেয়ারবাজার ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স প্রায় ৬৬পয়েন্ট হারায়। তবে শেষ দুই কর্মদিবসে বেশির ভাগ শেয়ারের দরবৃদ্ধি পাওয়ায় সূচকটি বেড়েছে ৩৮পয়েন্ট। এর মধ্যে গতকাল বৃহস্পতিবার প্রায় ৩০পয়েন্ট বেড়েছে।গতকালের লেনদেন শেষের তথ্য অনুযায়ী,ডিএসইতে ২২৮কোম্পানির শেয়ারের দর বেড়েছে,কমেছে ৭২টির এবং অপরিবর্তিত থেকেছে ৫৪টির দর। বাকি ছয় কোম্পানির শেয়ার কেনাবেচা হয়নি। এ ছাড়া ৩৭মেয়াদি মিউচুয়াল ফান্ডের মধ্যে ১১টির দর বেড়েছে,কমেছে সাতটির এবং অপরিবর্তিত থেকেছে ১৭টির দর।

খাতওয়ারি লেনদেন পর্যালোচনায় দেখা গেছে,এদিন সব খাতের অধিকাংশ শেয়ারের দর বেড়েছে। বড় খাতগুলোর মধ্যে সর্বাধিক সোয়া ২শতাংশ দর বেড়েছে বীমা খাতের। এ খাতটির ৫৮কোম্পানির মধ্যে ৫০টির দর বেড়েছে,কমেছে তিনটির। এ ছাড়া বস্ত্র খাতের ৫৮কোম্পানির মধ্যে ১৬টির দর কমার পরও পৌনে ২ শতাংশ দর বেড়েছে। আর্থিক প্রতিষ্ঠান খাতের ২৩কোম্পানি গড়ে দেড় শতাংশ হারে দর বেড়েছে। ছোট খাতগুলোর মধ্যে সিরামিক খাতের ৫কোম্পানির গড়ে ৩ শতাংশ হারে দর বেড়েছে। এদিন ডিএসইতে ৪৭৬কোটি টাকার শেয়ার কেনাবেচা হয়েছে।

language Change
সংবাদ শিরোনাম
শেরপুরের নকলায় কৃষি কর্মকর্তাকে মারধরের ঘটনায় গ্রেপ্তার-১ মানিকছড়িতে ধানের শীষ মার্কায় ভোট চেয়ে ওয়াদুদ ভূইয়া'র পথসভা সীমান্ত হতে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি সিন্ডিকেটে আটকে আছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের কোটি টাকার মেশিন কেরানীগঞ্জে ঠিকাদার রফিকের অবৈধ গ্যাস সংযোগে টাকার মেশিনের সন্ধান আগুন সন্ত্রাস আটক করায় গুলশান ট্রাফিক পুরস্কৃত ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের দুটি থানা ও ৯টি ওয়ার্ড কমিটি গঠিত কবিরহাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সোহেল রানা বহিষ্কার ঢাকা মহানগর দক্ষিণ জাতীয়তাবাদী সাইবার দল পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা