তারিখ লোড হচ্ছে...

সুজাসার প্রবাসী সংঘের উদ্যোগে ৩ কিলোমিটারে ৪০টি এলইডি লাইট সিসি ক্যামেরা স্থাপন

শরীয়তপুর প্রতিনিধি:

শরীয়তপুর নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের সুজাসার গ্রামে সুজাসার প্রবাসী সংঘের উদ্যোগে ৩ কিলোমিটারে ৪০টি এলইডি লাইট স্থাপন, প্রতিটি খুটিতে একটি করে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। সড়ক গুলো সন্ধ্যা হলেই গ্রামের পথে পথে আলো জ্বলে ওঠছে।

সড়কবাতির আলোয় দিনের মতো উজ্জ্বল হয়ে ওঠছে পথ। নিশ্চিন্ত ও স্বাচ্ছন্দ্যে পথ চলছেন সুজাসার লোকজন। আর এদিকে গ্রামকে নিরাপত্তা রাখার জন্য পুরো গ্রামে বসানে হয়েছে সিসি ক্যামেরা।

করোনাকালে গ্রামবাসীর দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন। অসুস্থ রোগীদের চিকিৎসার ব্যবস্থা করে থাকেন এ সংগঠনটি। সহযোগিতার এই ধারা এখনো অব্যাহত রেখেছেন তাঁরা। গ্রামে চুরি- ডাকাতি রোধ, সৌন্দর্য বৃদ্ধি ও আলোকিত করতে সুজাসার প্রবাসী সংঘের উদ্যোক্তারা নানা দেশে ছড়িয়ে থাকা ১১৫ জন প্রবাসীরা এগিয়ে আসেন এই পরিকল্পনা বাস্তবায়নে।

উদ্যোক্তা ফয়সাল হাওলাদার, উপদেষ্টা হারুন বেপারী, কাকন হাওলাদার, আতাউর রহমান, আলমগীর হোসেন, মুনসুর হাওলাদার সহস্থানীয় গ্রামবাসী ও গণ্যমান্য ব্যক্তিবৃন্দ।
২৭ জানুয়ারি সোমবার আনুষ্ঠানিকভাবে এই স্ট্রিটবাতি স্থাপন উদ্বোধন করেন। সার্বিক পরিচালনায়, আতাউর রহমান, কাকন হাওলাদার, আলমগীর হোসেন, প্রমুখ।

আজ খুলে দেয়া হবে কালশী উড়াল সড়ক

অনলাইন ডেস্কঃ

আজ রোববার (১৯ ফেব্রুয়ারি) খুলে দেয়া হবে কালশী উড়াল সড়ক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে এর উদ্বোধন করবেন। এই উড়াল সড়কের ফলে বদলে যাবে রাজধানীর কালশী, মাটিকাটা, সাগুফতা ও মিরপুর ডিওএইচএস এলাকার চিত্র। সুফল পাবে লাখ লাখ মানুষ। যানজটে নাকাল হতে হবে না যাত্রীদের।

এই উড়ালসড়ক চার লেনের, দৈর্ঘ সোয়া দুই কিলোমিটারেরও বেশি। যার শুরু হয়েছে বাউনিয়াবাঁধ এলাকা থেকে। কালশী মোড়ে এসে উড়াল সড়কের একটি অংশ বাঁয়ে মোড় নিয়ে পূরবীর দিকে গেছে। অন্য অংশটি চলে গেছে মিরপুর ডিওএইচএওস এর দিকে। উড়ালসড়কে উঠা-নামার জন্য রয়েছে পাঁচটি মুখ।

এ প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি সড়ক, ফুটপাত ও ড্রেনের উন্নয়ন কাজও করা হয়েছে। তাই বর্ষা মৌসুমে আর জলজটে ডুবতে হবে না সেখানকার বাসিন্দাদের।

স্থানীয় সরকার বিভাগের এ প্রকল্প বাস্তবায়ন করেছে বাংলাদেশ সেনাবাহিনীর প্রকৌশল বিভাগ। খরচ হয়েছে ১ হাজার ১২ কোটি ১১ লাখ টাকা। ১৮ সালে শুরু হওয়া এই কর্মজজ্ঞ শেষ হওয়ার কথা ছিল জুনে। তবে চার মাস আগেই শেষ হয়েছে কাজ।

সূত্রঃ যমুনা টিভি

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম