তারিখ লোড হচ্ছে...

পুলিশের ওপর হামলা-গাড়ি ভাঙচুর, ৫২১ জনকে আসামি করে মামলা

স্টাফ রিপোর্টার: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় ১৭১ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৩০০-৩৫০ জনসহ মোট ৫২১ জনকে আসামি করে মামলা করেছে থানা পুলিশ।

সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে টুঙ্গিপাড়া থানার উপ-পরিদর্শক রাব্বি মোরসালীন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এ ঘটনায় এখন পর্যন্ত একজনকে আটক করা হয়েছে।

রোববার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাতটার দিকে উপজেলার বঙ্গবন্ধু সমাধির পাশে খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজের সামনে এ হামলার ঘটনা ঘটে। হামলায় টুঙ্গিপাড়া থানার ৫ পুলিশ সদস্য আহত হওয়ার খবর পাওয়া গেছে। হামলাকারী সবাই স্থানীয় আওয়ামী লীগ সমর্থক বলে জানা গেছে।

জানা গেছে, সন্ধ্যায় খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজের সামনে আওয়ামী লীগের ডাকা কর্মসূচির লিফলেট বিতরণ করছিলেন স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লিফলেট বিতরণ বন্ধ করতে গেলে পুলিশের সঙ্গে বাগবিতণ্ডা বাধে তাদের। এসময় কাজে বাধা দেওয়ার অভিযোগে স্থানীয় মুদি দোকানি সাফায়েত হোসেনকে আটক করে নিয়ে যাচ্ছিল পুলিশ।

মসজিদের মাইকে ডাক দিয়ে পুলিশের গাড়ি আটকে ভাঙচুর ও কয়েকজন পুলিশ সদস্যকে অবরুদ্ধ করে তাদের ওপর হামলা চালান স্থানীয় আওয়ামী লীগ সমর্থকরা।

পরে থানার ওসিসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এলে তারাও তোপের মুখে পড়েন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এসময় একজনকে আটক করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, রোববার সন্ধ্যায় পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় থানার এসআই রাব্বি মোরসালীন বাদী হয়ে একটি মামলা করেছেন। মামলা নম্বর-২। এতে ১৭১ জনের নাম উল্লেখ ও ৩০০-৩৫০ জনকে অজ্ঞাত করে মোট ৫২১ জনকে আসামি করা হয়েছে।

 

কুমিল্লা আইএইচটি এন্ড ম্যাটস পরিদর্শনে চিকিৎসা অনুষদের সচিব

মোঃ আবদুল আউয়াল সরকার, কুমিল্লা সদর উপজেলা প্রতিনিধিঃ

কুমিল্লা আইএইচটি এন্ড ম্যাটস পরিদর্শন ও শিক্ষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (২৭অক্টোবর) সকালে কুমিল্লা মহানগরীর ঠাকুরপাড়াস্থ কুমিল্লা ইন্সটিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) এন্ড মেডিকেল এসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) পরিদর্শন করেন বাংলাদেশ রাস্ট্রীয় চিকিৎসা অনুষদের সচিব (ভারপ্রাপ্ত) ডাঃ মোঃ সাইফুল ইসলাম। এরপর তিনি শিক্ষকদের সাথে এক মতবিনিময়ে অংশ নেন।  এসময় পরিদর্শনে যুক্ত ছিলেন,সহকারী পরিচালক (প্রশাসক) ডাঃ ওয়াসেক, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের (আর্থিক ব্যবস্থাপনা) উপ পরিচালক ডাঃ সোয়েব আহম্মেদ। ম্যাটস কুমিল্লার অধ্যক্ষ ডাঃ মোহাম্মদ সালাহউদ্দিন মাহমুদ।

এসময় আরো উপস্থিত ছিলেন, কুমিল্লা আইএইচটি এন্ড ম্যাটস এর অধ্যক্ষ ডাঃ এ কে এম আবদুস সেলিম, উপাধ্যক্ষ ডাঃ মোঃ গিয়াস উদ্দিন আহমেদ, ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম, ডাঃ সৈয়দ আশরাফ হোসেন, ডাঃ ফারহানা ইয়াসমিন,ডাঃ আব্দুল্লাহ বিন সালাহউদ্দিন, পিযুস কান্তি সরকার, মোঃ খোরশেদ আলম, প্রকৌশলী কায়েস মোঃ আল ফাতেহীন, চিকিৎসা প্রযুক্তিবিদ ও শিক্ষক মোঃ আবদুল আউয়াল সরকার প্রমুখ।

২০২০-২০২১ হতে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষ পর্যন্ত একাডেমিক অনুমোদন নবায়নের লক্ষে পরিদর্শনে আসেন। শিক্ষাকে এগিয়ে নিতে ও অনন্য সুযোগ সৃষ্টিতে প্রতিষ্ঠানের বর্তমান উন্নয়ন কার্যক্রম পরিদর্শন এবং ভবিষ্যৎ উন্নয়নের রুপরেখা তৈরি করাসহ সার্বিক পরিস্থিতির বিষয়ে পরামর্শ প্রদান করেন অতিথিরা।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম