পালিয়ে যাওয়া স্বৈরাচারের বিচার করতে হবে: তারেক রহমান

স্টাফ রিপোর্টার: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, স্বৈরাচার পালিয়ে যাওয়ার আগে দেশের সবকিছু ধ্বংস করে দিয়ে গেছে। যেকোনো মূল্যে পালিয়ে যাওয়া স্বৈরাচারের বিচার করতে হবে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলায় আয়োজিত জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিএনপি দেশ ও জনগণ নিয়ে ভাবে দাবি করে তারেক রহমান বলেন, পতিত স্বৈরাচার বিগত ১৭ বছর মানুষের অধিকার কেড়ে নিয়েছিল। সে অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপির নেতাকর্মীরা রাজপথে লড়াই করে বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়েছেন।

বিএনপির নেতাকর্মীসহ অসংখ্য মানুষকে গুম-খুন করে স্বৈরাচার ভারতে পালিয়ে গেছে। মহান মুক্তিযুদ্ধ, বিগত ১৭ বছরের লড়াই এবং সর্বশেষ জুলাই-আগস্টের বিপ্লবের চেতনায় আগামীর বাংলাদেশ বিনির্মাণে সবাইকে সংগ্রামে থাকতে হবে।

সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, বর্তমান সরকারের আমলে সংস্কারের নামে যেন দীর্ঘ থেকে দীর্ঘতর না হয়, সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের মাঝে হতাশার সৃষ্টি হয়েছে।

দ্রুত জাতীয় নির্বাচনের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, জনগণের নির্বাচিত সরকার দেশ পরিচালনার দায়িত্ব পেলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হবে। সব শহীদের কাঙ্ক্ষিত স্বপ্নের দেশ বিনির্মাণ করা হবে।

বিএনপি দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে প্রস্তুত উল্লেখ করে তারেক রহমান বলেন, বিএনপি সব সময়ই দেশ ও জনগণের কল্যাণ নিয়ে ভাবে। আমাদের দ্রব্য মূল্য, শিক্ষা, স্বাস্থ্যব্যবস্থা এবং কর্মসংস্থানের কী হবে। তাই জনগণের এসব প্রত্যাশার দিকেও আমাদের নজর দিতে হবে। দেশের জনগণ বিএনপির ওপর আস্থা রাখতে চায়। কীভাবে রাজনৈতিক দল হিসেবে বিএনপি আরো জনপ্রিয় হয়ে উঠবে এবং দেশ ও জনগণের কল্যাণে কাজে আসবে নেতাকর্মীদের সে বিষয়ে সজাগ থাকতে হবে বলে জানান তিনি।

সভায় উপস্থিত ছিলেন, আমরা বিএনপি পরিবার কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আতিকুর রহমান রুমন, সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, বিএনপির ভাইস চেয়ারম্যান বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু, আব্দুল আউয়াল মিন্টু, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক এমপি জয়নাল আবেদীন ফারুকসহ অনেকে।

পরে ২০১৬ সালের ২৫ জুন র‌্যাবের গুলিতে নিহত মোহাম্মদ মাসুদের পরিবারকে ঘর এবং ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরে চব্বিশের ছাত্র-জনতার গণ-আন্দোলনে ৪৫ জন শহীদ পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান করেন তারেক রহমান।

নির্বাচন চায়নি ছাত্রদল, ইশতেহার দেয় কীভাবে

নির্বাচন চায়নি ছাত্রদল, ইশতেহার দেয় কীভাবে

ডেস্ক রিপোর্ট:

বিন ইয়ামিন মোল্লা বলেন, ছাত্রদল কিন্তু ডাকসু নির্বাচনের পক্ষে ছিল না। ভিসির সভাপতিত্বে যে মিটিং হয়েছে সেই মিটিংয়ে কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক বলেছেন ডাকসু নির্বাচন চান না। আবার তারা শিক্ষার্থীদের ইশতেহার দিচ্ছেন এবং বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন, শিক্ষার্থীদের এটাও ভাবা উচিত। সোমবার দুপুর বারোটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে এক সংবাদ এসব কথা বলেন। ছাত্র অধিকারের ব্যানার ফেস্টুন প্রশাসন সরিয়ে ফেললেও, ছাত্রদল, গনতান্ত্রিক ছাত্র সংসদের ফেস্টুন কিন্তু এখনও টিএসসিতে টানানো রয়েছে।

চিফ রিটার্নিং স্যারকে গতকাল কল দিয়ে জানতে চেয়েছিলাম, ছাত্র সংগঠনের নামে ব্যানার ফেস্টুন করলে কি সেটা আচরণ বিধি লঙ্ঘনের মধ্যে না পড়ে , তাহলে আমাকে জানান আমিও ছাত্র অধিকার পরিষদের নামে দীর্ঘ ছয় বছরের ফ্যাসিবাদের দিনলিপি, হামালা, মামলা তুলে ধরে ব্যানার ফেস্টুন করব৷ স্যার গতকালই এটার ব্যাবস্থা নিতে চাইলেও আজও ছাত্রদল, গনতান্ত্রিক ছাত্র সংসদের ব্যানার ফেস্টুন এখনও টিএসসিতে আছে।

তিনি আরও বলেন, অতীতেও আমরা দেখেছি কোন একটা আইন করা হলে, সেই আইন সবার ক্ষেত্রে একরকম এবং বিশেষ একটা দলের জন্য আরেকরকম। ঠিক এখনও বিশেষ প্রভাবের কাছে বিশ্ববিদ্যালয় প্রশাসন মাথা নত করছে বা একটা জায়গায় গিয়ে আর তাদের হাত কাজ করে না। এইভাবে হলে তো এই নির্বাচন কমিশনের উপর আস্থা নিয়ে প্রশ্ন উঠবে। ছাত্র অধিকার পরিষদের সভাপতি আরও বলেন, একজন নারী প্রার্থী সুফিয়া কামাল হলের শিক্ষার্থী হয়েও রাত ১:১৩ মিনিটের দিকে রোকেয়া হলে গিয়ে প্রচারণা চালাচ্ছেন।

অপরদিকে ছাত্রদলের ভিপি প্রার্থী লাইব্রেরির ভিতরে গিয়ে প্রচারণা করছেন আবার তাদের একজন প্রার্থী মিছিল নিয়ে শোডাউন করছে। এভাবে কি সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা সম্ভব হচ্ছে? লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে চাইলে আইন নিয়ম কানুন সবার জন্য সমান করতে হবে। ছাত্রদলের উদ্দেশ্য এই ভিপি প্রার্থী বলেন, ডাকসুর যে প্যানেল দিবেন এই সিদ্ধান্তও লন্ডন থেকে দেওয়া হয়েছে নিজেরা নিতে পারেন নাই। তাহলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিষয়ে কিভাবে তারা সিদ্ধান্ত নিবেন।

ছাত্র শিবিরের প্যানেলের বিভিন্ন প্রতিশ্রুতি দেওয়ার বিষয়ে বিন ইয়ামিন মোল্লা প্রশ্ন রেখে বলেন, প্রতিকুল পরিস্থিতি আসলে আপনারা নিজেরাই নিজেদের নিরাপত্তা দিতে পারবেন কি না এটারও নিশ্চয়তা নেই। বিগত ফ্যাসিস্ট আমলে আপনারা তো শিক্ষার্থীদের পাশে দাঁড়ান নাই বলেও অভিযোগ করেন তিনি।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
জুলাই যোদ্ধা স্বীকৃতি পেতে আরও দেড় হাজারের বেশি আবেদন সতর্ক মন্ত্রণালয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল শুনানি শুরু প্রধান প্রকৌশলীর আস্থাভাজন ইএম ২ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী কায়কোবাদ সম্পদের পাহাড় জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডে অত্যন্ত হতাশাজনক : মির্জা ফখরুল রাজনৈতিক দের মাঝে যে অনৈক্য কুমিরের দেখা মিলল রাজশাহীর পদ্মায় সরকার ও সেনাবাহিনী, গণতন্ত্রে উত্তরণ ও ন্যায়বিচার যেন ব্যাহত না হয় আজ থেকে আমরণ অনশন, প্রত্যাখ্যান শিক্ষকদের শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের