তারিখ লোড হচ্ছে...

বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো ‘শেখ বাড়ি’

স্টাফ রিপোর্টার: খুলনায় বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে দেশ থেকে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচার বাড়ি।

বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত নয়টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা ঘোষণা দিয়ে ওই ভাঙচুর চালান। পরে তারা সিটি করপোরেশনের দুটি বুলডোজার নিয়ে বাড়িটি গুঁড়িয়ে দেওয়া শুরু করেন। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা শেখ হাসিনা, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন।

খুলনা নগরের ময়লাপোতা এলাকায় অবস্থিত ওই বাড়িটি খুলনায় ‘শেখ বাড়ি’ নামে পরিচিত। এই বাড়িতে শেখ হাসিনার চাচাতো ভাই সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, শেখ সোহেল উদ্দিনসহ আরও কয়েক ভাই থাকতেন। ওই বাড়ি থেকেই মূলত পদ্মার এপারের আওয়ামী লীগের রাজনীতি নিয়ন্ত্রিত হতো।

গত ৪ আগস্ট প্রথম দফায় বাড়িটিতে আগুন ধরিয়ে দিয়েছিলেন ছাত্র-জনতা। সেদিন বাড়িতে কেউ ছিলেন না। ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর আবারও ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়। এরপর বাড়িটিতে শুধু ইট–পাথরের কাঠামোই অবশিষ্ট ছিল।

সংসদ সদস্য নিয়ে সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা

 

শার্শা প্রতিনিধি (যশোর):

যশোর-১ আসনের সদ্য বিদায়ী সংসদ সদস্য আফিল উদ্দিনকে নিয়ে অনৈতিক কর্মকান্ডের সংবাদ প্রকাশ করাকে কেন্দ্র করে সাংবাদিক আলী রেজা রাজু উপর সন্ত্রাসী হামলা হয়েছে।শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক নিয়ে চিকিৎসা নিয়ে,থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন ভুক্তিভোগী সাংবাদিক। অভিযোগ সূত্রে আরো জানা যায়।যশোর-১ আসনের সদ্য বিদায়ী প্রভাবশালী সংসদ সদস্য শেখ আফিল উদ্দিনকে নিয়ে সংবাদ প্রকাশকে কেন্দ্র তার অনুসারী স্থানীয় সন্ত্রাসী শার্শার উত্তর বুরুজবাগানের আব্দুর রবের ছেলে নাসির মঙ্গলবার(১৩ই আগস্ট) রাত ৮টার দিকে শার্শার নাভারণ বাজারস্থ জিন্নাতুল্লা মার্কেটের ভিতর অর্তকিত হামলা চালায় জীবন নাশের উদ্দেশ্য। আশপাশের লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসী নাসির হুমকি-ধামকি দিয়ে চলে যায়। এবিষয়ে জানতে চায়লে সাংবাদিক আলী রেজা রাজু বলেন,সন্ত্রাসীরা ছাড়া সাংবাদিক উপরের হামলা কেউ হামলা চালায় না এবং তাকে দ্রুত আইনের আওতায় আনার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করেন।
অভিযুক্ত হামলাকারীর মন্তব্য জানার জন্য বারবার চেষ্টা করে ব্যর্থ।
এ বিষয় শার্শার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন,তাকে দ্রুত আইনের আওতায় আনার জন্য কাজ চলমান।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম