তারিখ লোড হচ্ছে...

আবাহনীর প্রধান কোচ হান্নান

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) বয়সভিত্তিক ও জাতীয় দল মিলিয়ে মোট ৮ বছর ৮ মাস নির্বাচকের দায়িত্ব পালন করছেন হান্নান সরকার।

সর্বশেষ জাতীয় দলের নির্বাচকের দায়িত্ব পালনকালে চাকরি থেকে অব্যাহতি নেন তিনি। এবার যোগ দিলেন নতুন পেশায়।

বিসিবি থেকে দায়িত্ব ছাড়ার সময়ই হান্নান জানিয়েছিলেন, কোচিংয়ে যোগ দেবেন তিনি। এবার ঘরোয়া লিগের অন্যতম জনপ্রিয় ক্লাব আবাহনীর প্রধান কোচ হিসেবে নতুন কাজ শুরু করলেন তিনি।

আজ শুক্রবার (৭ জানুয়ারি) এ তথ্য তিনি নিজেই নিশ্চিত করেছেন।

আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) দিয়ে আবাহনীর হয়ে কাজ শুরু করবেন হান্নান। ক্লাবটির প্রধান কোচের দায়িত্ব সামলাবেন সাবেক এই ক্রিকেটার। তার সঙ্গে সহকারী কোচ হিসেবে আবাহনীতে কাজ করবেন তারেক আজিজ খান।

এর আগে বিসিবির চাকরি ছাড়া প্রসঙ্গে হান্নান বলেছিলেন, ‘আমি আমার ভবিষ্যতের কথা চিন্তা করে দায়িত্ব ছাড়ছি। আমার কাছে মনে হয়েছে যে ভবিষ্যতে কোচিংয়ে গেলে আমি যতটুকু উপকৃত হব, আমার থেকে বাংলাদেশ ক্রিকেটও উপকৃত হবে। তো আমার মনে হয়েছে যে এখনই (বিসিবির পদ) ছাড়ার সঠিক সময়। এখন মনে হচ্ছে যে লোকাল কোচদের ওপর বিসিবির আলাদা একটা নজর আছে এ কারণেই।’

তবে হুট করেই নয়, বিসিবির সঙ্গে আগে থেকে বিষয়টি নিয়ে আলোচনা করছিলেন হান্নান, ‘এই আলোচনাটা গত তিন মাস ধরে চলছিল বিসিবির সঙ্গে। এটা আমার একদিন বা দুই দিনের সিদ্ধান্ত না। এটা তিন মাস যাবৎ বিসিবির সঙ্গে কথা হচ্ছিল। সবমিলিয়ে সামনে যেহেতু ডিপিএল আছে এখনই সঠিক সময় ছাড়ার। ডিপিএল দিয়ে শুরু করব কোচিং ক্যারিয়ার, সামনে বিসিএল আছে, এইচপি ক্যাম্প হতে পারে বা এসসিএল।’

 

গ্লোবাল সুপার লিগে ডাক পেলেন সাকিব

স্পোর্টস ডেস্ক:

জাতীয় দলের দরজা অনেক আগেই বন্ধ হয়ে গেছে সাকিব আল হাসানের। এখন বিশ্বের বিভিন্ন প্রান্তে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলছেন এই অলরাউন্ডার। সেই ধারায় এবার গ্লোবাল সুপার লিগে ডাক পেলেন সাকিব। গায়ানার এই টি-টোয়েন্টি টুর্নামেন্টে দুবাই ক্যাপিটালসের হয়ে খেলবেন বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার।

আজ রবিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দুবাই ক্যাপিটালস জানিয়েছে, দক্ষিণ আফ্রিকান স্পিনার কেশাভ মহারাজের বদলি হিসেবে সাকিবকে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

গ্লোবাল সুপার লিগের গত আসরে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশের দল রংপুর রাইডার্স। এই ফ্র্যাঞ্চাইজিতে একসময় খেলতেন সাকিব। এবারের টুর্নামেন্টেও খেলছে রংপুর। তবে সাকিবের প্রতিপক্ষ হবে তার সাবেক দলটি।

ক্রিকেট মাঠে সাকিবকে সবশেষ দেখা গেছে পাকিস্তান সুপার লিগে (পিএসএল)। সেখানে বদলি হিসেবে লাহোর কালান্দার্সের হয়ে ৩ ম্যাচ খেলেছিলেন এই অলরাউন্ডার। তার আগে অ্যাকশনের নিষেধাজ্ঞা ও নানা পারিপার্শ্বিকতার কারণে প্রায় ছয় মাস স্বীকৃত ক্রিকেটে দেখা যায়নি ৩৮ বছর বয়সী অলরাউন্ডারকে।

আগামী বৃহস্পতিবার শুরু হবে গ্লোবাল সুপার লিগের দ্বিতীয় আসর। উদ্বোধনী ম্যাচেই নিউজিল্যান্ডের দল সেন্ট্রাল স্ট্র্যাগসের মুখোমুখি হবে সাকিবের দুবাই। পাঁচ দলের এই আসরে বাকি ২টি দল হচ্ছে হোবার্ট হারিকেন্স ও স্বাগতিক দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। দুবাইয়ের সঙ্গে রংপুরের ম্যাচ আগামী ১৬ জুলাই। পাঁচ দলের প্রতিটি পরস্পরের সঙ্গে একবার করে লড়বে প্রাথমিক পর্বে। শীর্ষ দুই দল ফাইনাল খেলবে ১৮ জুলাই।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম