তারিখ লোড হচ্ছে...

মাঝ আকাশে যাত্রীর হার্ট অ্যাটাক, চট্টগ্রামে থাই এয়ারওয়েজের জরুরি অবতরণ

স্টাফ রিপোর্টার: ব্যাংকক থেকে ঢাকায় ফেরার পথে মাঝ আকাশে সাজ্জাদ নামে এক যাত্রীর হার্ট অ্যাটাকের কারণে চট্টগ্রামে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইট জরুরি অবতরণ করেছে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দিনগত রাত ১টায় ‘টিএইচএ ৩৯৯’ ফ্লাইটটি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

পরে রাত ১টা ৩১ মিনিটে বিমানটির গেট খোলা হলে বিমানবন্দরে কর্তব্যরত চিকিৎসক রাত ১টা মিনিটে ৪০ মিনিটে বিমানে প্রবেশ করেন এবং ওই যাত্রীকে দেখে প্রাথমিকভাবে মৃত বলে ধারণা করেন। এরপর বিমানবন্দর কন্ট্রোল টাওয়ারকে বিষয়টি জানানো হয়। ইসিজি ছাড়া নিশ্চিত মৃত্যু ঘোষণা করা সম্ভব নয় বলে চিকিৎসক জানান।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগের দায়িত্বে থাকা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এয়ারক্রাফটে একজন যাত্রী অন বোর্ড (উড্ডয়নরত অবস্থায়) হার্ট অ্যাটাক করার কারণে মেডিকেল ইমার্জেন্সি ঘোষণা করেছে এবং বিমানটির ক্যাপ্টেন সবচেয়ে কাছাকাছি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করতে বিমানবন্দর কন্ট্রোল টাওয়ারকে রাত ১২টা ৩৯ মিনিটে অবহিত করেন। রাত ১২টা ৪৫ মিনিটে বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে রাত ১টায় অবতরণ করে ফ্লাইটটি।

তিনি আরও বলেন, বিমানবন্দরের চিকিৎসক যাত্রীকে মৃত অবস্থায় পাওয়ার পর নিশ্চিত হতে ইসিজি করানোর পরামর্শ দেন। পরে ওই যাত্রীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন চিকিৎসক। এরপর যাত্রীর অবস্থা নিয়ে থাই এয়ারওয়েজের ম্যানেজারের সঙ্গে বিমানবন্দরের পক্ষ থেকে যোগাযোগ করা হয়। থাই কর্তৃপক্ষ যাত্রীকে অন বোর্ডেই ঢাকায় নিয়ে পরবর্তী আনুষ্ঠানিকতা সম্পন্ন করার সিদ্ধান্ত জানান।

পরে রাত ৩টা ৪০ মিনিটে বিমানটি চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে উড্ডয়ন করে বলে জানান প্রকৌশলী ইব্রাহিম খলিল।

 

আজ সারাদেশে ঈদ-উল-ফিতর উদযাপন

অনলাইন ডেস্কঃ

মুসলিম বিশ্বের সবচেয়ে বড় আনন্দ উৎসবের দিন ঈদ-উল-ফিতর আজ শনিবার (২২ এপ্রিল)। রমজান মাসজুড়ে সিয়াম সাধনার পর উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে আজ সারাদেশে ঈদ-উল-ফিতর উদযাপন করা হবে।

এই ঈদকে কেন্দ্র করে চারদিকে ছড়িয়ে পড়বে আনন্দ, উচ্ছ্বাস আর ভালোবাসা। সাধ ও সাধ্যানুযায়ী ঘরে ঘরে রান্না হবে সুজি, সেমাই, পোলাও, কোরমা, পায়েস, পিঠাপুলিসহ নানা ধরনের সুস্বাদু খাবার। ঈদের নামাজ শেষে চলবে শুভেচ্ছা বিনিময়।

প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ইতোমধ্যে রাজধানী ছেড়েছেন অর্ধকোটি মানুষ। আর বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও মিশনে যথাযথভাবে পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপন করা হবে।

এদিকে, রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ জাতীয় ঈদগাহে এবার ঈদের নামাজ পড়বেন। এ ঈদগাহে এবার প্রায় ৩৫ হাজার মুসল্লি জামাতে অংশ নেবেন।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণীতে দেশবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন। এছাড়া রাষ্ট্রপতি বঙ্গভবনে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদের দিন সকাল ১০টায় তার বাসভবন গণভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।

শত বছরের ঐতিহ্য ঐতিহাসিক শোলাকিয়া ময়দানে এবার দেশের বৃহত্তম ঈদ জামাত অনুষ্ঠিত হবে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে প্রতি বছরের ন্যায় এবারও ঈদের পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম