তারিখ লোড হচ্ছে...

সৌদিতে রোজার চাঁদ দেখা যাবে ২৮ ফেব্রুয়ারি

স্টাফ রিপোর্টার: সৌদি আরবের জ্যোতির্বিদ্যা বোর্ডের সদস্য ও রয়্যাল কোর্টের উপদেষ্টা শেখ আব্দুল্লাহ বিন সুলেইমান আল-মানেয়া জানিয়েছেন, জ্যোতির্বিদ্যার হিসাব-নিকাশ অনুযায়ী, আগামী ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাবে। ফলে দেশটিতে ১ মার্চ শুরু হবে মহিমান্বিত মাস রমজান।

তিনি আরও জানিয়েছেন, এ বছরের রমজান মাসটি হবে ২৯ দিনের। সে হিসেবে রমজানের শেষদিন হবে আগামী ২৯ মার্চ। আর ঈদুল ফিতর পালিত হবে ৩০ মার্চ। তবে রমজানের চাঁদ দেখা যাওয়ার বিষয়টি ঘোষণা দেবে সুপ্রিম কোর্ট।

রয়্যাল কোর্টের এই সদস্য বলেছেন, ১৪৪৬ হিজরি সনের রমজান মাসের চাঁদটির জন্ম হবে ২৮ ফেব্রুয়ারি শুক্রবার রাত ৩টা ৪৪ মিনিটে। ওইদিন সন্ধ্যায় সুর্যাস্তের ৩২ মিনিট পর্যন্ত চাঁদটি আকাশে অবস্থান করবে। যার অর্থ খুব সহজেই চাঁদটি খালি চোখে দেখা যাবে।

আবহাওয়াবিদরা বলেছেন, এ বছরের রমজান মাসটি শুরুর সঙ্গে সঙ্গে শেষ হবে শীত মৌসুমের। রমজানের প্রথম দিনটি হবে বসন্তে। ফলে রোজার দিনগুলো তুলনামূলক ঠান্ডা থাকবে। মধ্যপ্রাচ্যের সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, মিসর ও কাতারের মুসলিমদের প্রায় ১৩ ঘণ্টা করে রোজা রাখতে হবে।

এদিকে সাধারণত মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পর বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার বেশিরভাগ দেশে রমজান মাস শুরু হয়। সে হিসেবে এ বছর বাংলাদেশের মুসল্লিরা ২মার্চ প্রথম রমজান পালন করবেন।

সূত্র: মিনিটমিরর

স্টাফ রিপোর্টার:
ঈদগাঁও উপজেলা নিবার্চনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আরিফ মিয়ার টিউবওয়েল প্রতীক নিয়ে এবার নির্বাচনী মাঠে ছোট ভাই সাবেক ছাত্রলীগ নেতা আমজাদ হোসেন ছোটন রাজা। সর্বত্র স্থানে জোয়ার দেখা দিয়েছে। সাধারণ ভোটার সমাজ উৎফুল্ল হয়ে পড়েন। শেষ মুহুর্তে চমক দিতে পারেন প্রয়াত বীরমুক্তিযোদ্ধা এসটি এম রাজামিয়ার সন্তান।
সাবেক কক্সবাজার সদর উপজেলা আওয়ামী লীগের সুযোগ্য সাধারণ সম্পাদক, সরকারী কলেজের সাবেক জিএস ও বীর মুক্তিযোদ্ধা মরহুম এসটিএম রাজামিয়ার কথা গ্রামীন জন পদে সাধারণ মানুষ এখনো ভুলেননি। তারই জনপ্রিয়তার রেশ ধরে রাজা মিয়ার বড় সন্তান  টিউবওয়েল প্রতীকের মো: আরিফ মিয়াকে
যেদিকে যান সেদিকে সাদরে গ্রহণ করে নিচ্ছে বিভিন্ন শ্রেনী পেশার লোকজন। তিনি নিবার্চনে জয়ের লক্ষে মাঠ গোছাতে সময় দিয়ে যাচ্ছেন ৷
প্রার্থীর ছোটভাই পল্লী বিদ্যুৎ সভাপতি আমজাদ হোসেন ছোটন রাজা নির্বাচনে মাঠে নামার ফলে পরিস্থিতি ভিন্ন রকমের মোড় নিয়েছেন। শুরু হলো টিউবওয়েল প্রতীকের পক্ষে গনজোয়ার।
আরিফ মিয়া তিনি একজন ব্যবসায়ী। ব্যবসার পাশাপাশি বৃহৎ এলাকা ভাগ্যেন্নয়ন, অবহেলিত মানুষের পাশে থেকে কাজ করার লক্ষ্য নির্বাচন করতে ইচ্ছা প্রকাশ করেছেন। মো:আরিফ মিয়া ভোট করার খবরে বন্ধুমহল,আত্মীয়-স্বজন এবং দলীয় নেতাকর্মীসহ ব্যবসায়ীরা খুশিতে উৎফুল্ল হয়ে পড়েন। শিক্ষিত যুবক,তারুন্যের অহংকার ভাইস চেয়ারম্যান মো আরিফ মিয়া টিউবওয়েল প্রতীক নিয়ে উপজেলাধীন পাঁচটি ইউনিয়নের বিভিন্ন পাড়া-মহল্লায় প্রচার-প্রচারনা অব্যাহত রেখেছেন।
ঈদগাঁওর বিভিন্ন এলাকায় টিউবওয়েলকে জয় যুক্ত করতে প্রকাশ্য বা নীরবে কর্মীরা কাজ করে যাচ্ছেন গ্রামীন জনপদে। প্রার্থী মো:আরিক মিয়া জানান, সকল শ্রেণী পেশার মানুষকে সাথে নিয়ে একটি আধুনিক ও স্মার্ট উপজেলা গঠনে কাজ করার ইচ্ছা রয়েছে। পাশাপাশি অবহেলিত এলাকায় যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়নসহ মহিলা কলেজ ও ফায়ার সার্ভিস স্থাপনে প্রচেষ্টা চালানো হবে।
সবা:স:জু- ২৪৩/২৪
ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম