তারিখ লোড হচ্ছে...

গাজীপুরে অপারেশন ডেভিল হান্ট, আটক ১০০

স্টাফ রিপোর্টার: গাজীপুরে অপারেশন ডেভিল হান্ট অভিযানে সাবেক এমপিসহ ১০০ জনকে আটক করেছে পুলিশ। এরমধ্যে মেট্রোপলিটন এলাকায় ৭৯ জন ও জেলা পুলিশের অভিযানে ২১ জন আওয়ামী লীগ নেতাকর্মীকে আটক করা হয়েছে।

এর মধ্যে গাজীপুরের শ্রীপুর থেকে গ্রেফতার হয়েছেন আত্মগোপনে থাকা সিরাজগঞ্জ-৬ আসনের সাবেক সংসদ সদস্য মো. চয়ন ইসলাম।

রোববার (৯ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে উপজেলার মাটির মসজিদ এলাকার খাইরুল ইসলাম মিলনের বাড়ি থেকে মো. চয়ন ইসলামকে গ্রেফতার করে পুলিশ। তিনি ওই বাড়িতে প্রায় দুই মাস ধরে স্ত্রীকে নিয়ে অবস্থান করছিলেন বলে জানা গেছে। তার বিরুদ্ধে সিরাজগঞ্জের শাহজাদপুরে চাঁদাবাজি ও হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।

এছাড়া গত রাতে গাজীপুর মহানগর যুব মহিলা লীগের সভাপতি আনোয়ারা সরকার আনুকে উত্তরা থেকে গ্রেফতার করেছে জিএমপি পুলিশ।

পুলিশ সূত্র জানায়, গাজীপুর মেট্রোপলিটন সদর, গাছা, বাসন, পূবাইল, কোনাবাড়ি, কাশিমপুর, টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা থেকে ৭৯ জনকে আটক করা হয়েছে।

অপরদিকে জেলা পুলিশের কালিয়াকৈর, শ্রীপুর, কাপাসিয়া ও কালীগঞ্জে ২১ জনকে আটক করা হয়েছে। এরমধ্যে কাপাসিয়ায় ৩ জন, কালিগঞ্জে ৪ জন, শ্রীপুরে ৫ জন, কালিয়াকৈরে ৩ জন ও জয়দেবপুর থানা থেকে ৬ জনকে আটক করা হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (বিশেষ শাখার) আলমগীর হোসেন জানান, মেট্রোপলিটন ৮টি থানায় অভিযান চালিয়ে ৭৯ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

গাজীপুর জেলা পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক বলেন, আটকদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া চলমান আছে।

 

স্বেচ্ছাসেবক লীগ নেতার মরদেহ উদ্ধার

স্বেচ্ছাসেবক লীগ নেতার মরদেহ উদ্ধার

চট্টগ্রাম জেলা সংবাদদাতাঃ

চট্টগ্রামের পটিয়া উপজেলার শোভনদন্ডী ইউনিয়ন পরিষদের সদস্য শামসেদ হিরুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১১ জুলাই) রশিদাবাদ গ্রামে ভুক্তভোগীর বাড়ির পাশের কাচারি বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।শামসেদ ওই এলাকার মো. শুক্কুর মেম্বারের ছেলে। তিনি দক্ষিণ জেলা সেচ্ছাসেবক লীগের সদস্য ছিলেন।

স্থানীয়রা জানায়, পটিয়া থানায় মামলা থাকার কারণে শামসেদ নিজের বাড়িতে থাকতেন না। পার্শ্ববর্তী একটি কাচারি ঘরে থাকতেন। শুক্রবার সকালে ভুক্তভোগীর স্ত্রী ঘুম থেকে ডাকার জন্য গেলে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

language Change
সংবাদ শিরোনাম