তারিখ লোড হচ্ছে...

ঐক্যহীনতাই সাংবাদিক নির্যাতন বৃদ্ধি করছে ডিএমসিআরএসের মুখপাত্র আবিদ

চট্টগ্রাম অফিস :

বাংলাদেশের প্রতিটা পেশায় সুদৃঢ় ঐক্য দৃশ্যমান। একজনের বিপদে সবাই এগিয়ে আসে। সেক্ষেত্রে জালের ন্যায় সাংবাদিক বাড়লেও সাংবাদিক নির্যাতনে সবাই মিলে একসাথে কোমড় বেঁধে আমরা নামি না। চিন্তা করি ওনি কি আমাদের সংগঠনের? তারমানে আমাদের মধ্যে ঐক্যের ঘাটতি রয়েছে। সকল কিছুর উর্ধ্বে যেয়ে আমরা সাংবাদিক এই বিশ্বাস বাস্তবায়ন করতে হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্টোপলিটন ক্রাইম রিপোর্টার্স সোসাইটির মুখপাত্র ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আবু আবিদ।
১৫ ফেব্রুয়ারি, শনিবার চট্টগ্রাম নগরীতে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ( সিআরএ) কর্তৃক আয়োজিত গণমাধ্যম উন্নয়ন ও সাংবাদিক নির্যাতন প্রতিকার মতবিনিময় সভায় উক্ত সংগঠনের সভাপতি সোহাগ আরেফিন এর সভাপতিত্বে মুহাম্মদ আবু আবিদ প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে এ কথা বলেন।

মুহাম্মদ আবু আবিদ বলেন, পুরো দেশ কমবেশি সাংবাদিক নির্যাতন সবসময়ই হয়ে এসেছে। ২০২৫ সালে দাঁড়িয়ে সাংবাদিক নির্যাতন প্রতিকার নিয়ে মতবিনিময় সভা করাটাই অত্যন্ত নিন্দনীয় কাজ। সাংবাদিক নির্যাতনের প্রধান কারণ সাংবাদিকদের মধ্যে ঐক্যহীনতা। পত্রিকা, টিভি, অনলাইন পোর্টাল, আইপি, মাল্টিমিডিয়া সব ভুলে যেয়ে আমাদের মনে রাখতে হবে শেষ বিকেলে আমরা সবাই সাংবাদিক। আজ কারও বিপদে যদি আমরা নিশ্চুপ থাকি, তাহলে কাল এটি আপনার সাথে ঘটবে। তখনও বাকিরা চুপ থাকবে।
তিনি আরও বলেন, আমি এটাও স্বীকার করে নিচ্ছি সাংবাদিক পরিচয়ে কিছু মানুষ চাঁদাবাজিতে লিপ্ত। আমি পরিষ্কার করে দিতে চাই, দূর্ণীতিবাজ কিংবা চাঁদাবাজদের পরিচয় কেবলই চাঁদাবাজ, তারা কোন সাংবাদিক নয়। আর আপনি যদি সৎ হয়ে থাকেন, তাহলে তো চাঁদাবাজরা আপনার কোন ক্ষতি করতে পারবে না। তাহলে তাদের ভয় পাওয়ারও কিছু নেই।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন দৈনিক কালের প্রতিচ্ছবি সম্পাদক হাসান আল মামুন, সিআরএ এর সাধারণ সম্পাদক নুরুল আমিন খোকন, রাজু আহমেদ, মোঃ রুবেল, সোহেল আহমেদ, শহিদুল ইসলামসহ বিশিষ্ট সাংবাদিকবৃন্দ ও ব্যক্তিবর্গ।

মুহাম্মদ আবু আবিদ বাংলাদেশের জনপ্রিয় একজন সমাজকর্মী ও বিশিষ্ট সাংবাদিক। তিনি ঢাকা মেট্রোপলিটন ক্রাইম রিপোর্টার্স সোসাইটির মুখপাত্র ও সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। বাংলাদেশের স্বনামধন্য সামাজিক সংগঠন দূর্বার তারুণ্য ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও বর্তমান চেয়ারম্যান। এছাড়াও তিনি দৈনিক অন্যদিগন্ত, দৈনিক সবুজ বাংলাদেশ, চ্যানেল ২৪, দেশ বাংলা ৭১ নিউজ, দৈনিক বজ্রধ্বনিসহ নানা গণমাধ্যমে কাজ করেছেন। বর্তমানে তিনি ঢাকা থেকে প্রকাশিত মিডিয়াভুক্ত পত্রিকা দৈনিক আলোকিত প্রতিদিন এর ব্যবস্থপনা সম্পাদক ও অনলাইন চীফ হিসেবে দায়িত্ব পালন করছেন।

নয় যাত্রীর মামলা প্রত্যাহার ও কুমিরা-গুপ্তচরা ঘাটে যাত্রী হয়রানি বন্ধের দাবিতে মানববন্ধন

চট্টগ্রাম অফিসঃ

চট্টগ্রামের কুমিরা-গুপ্তছড়া ঘাটে যাত্রী হয়রানি, ২৮ জুন গ্রেফতার হওয়া ৯ যাত্রীর বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার এবং ঘাটের অনিয়ম- দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন করেছে সন্দ্বীপ অধিকার আন্দোলন ও সন্দ্বীপ নাবিক নামের দুটি সংগঠন।

আজ শুক্রবার (৩০জুন) সকাল ১০ টায় সন্দ্বীপ উপজেলা কমপ্লেক্স এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সন্দ্বীপ অধিকার আন্দোলনের সাধারণ সম্পাদক পুষ্পেন্দু মজুমদারের উপস্থাপনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সন্দ্বীপ উপজেলা আওয়ামীলেগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম, সন্দ্বীপ অধিকার আন্দোলনের সভাপতি হাসানুজ্জামান সন্দ্বীপি, সন্দ্বীপ নাবিক এর আহবায়ক মো. সোহেল, সাংবাদিক চারু মিল্লাত ও সমাজকর্মী মো. সাইফ। মানববন্ধনে সন্দ্বীপের বিভিন্ন শ্রেণী পেশার শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে সন্দ্বীপ উপজেলা আওয়ামীলেগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম বলেন, ‘চট্টগ্রামের কুমিরা- গুপ্তছড়া নৌরুটে কতিপয় সিন্ডিকেট, সন্ত্রাসী, রক্তপিপাসুরা সন্দ্বীপের মানুষকে মানুষ বলে গণ্য করে না। বিআইডব্লিওটিএ-জেলা পরিষদের দ্বন্দ, মামলার নামে ধোকাবাজি মূলত ইজারাদারের পকেট ভারি করার কৌশল। এই ঘাটে বারবার নিরীহ যাত্রীদের হত্যা করা হলেও কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দের কোন পদক্ষেপ নিতে দেখিনি। অথচ অন্যায়ের বিরুদ্ধে সাধারন যাত্রীরা প্রতিবাদ করায় ৯ জনকে মিথ্যা মমলা দিয়ে গ্রেফতার করা হয়েছে। যাদের আটক ও নির্যাতন করা হয়েছে তারা সন্দ্বীপের গর্বিত সন্তান।’

সন্দ্বীপ অধিকার আন্দোলনের সভাপতি হাসানুজ্জামান সন্দ্বীপি বলেন, ‘কুমিরা ঘাটের ঘটনায় ৯ জন সাধারন যাত্রীকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনার প্ররোচনা দিয়েছে ঘাটের কর্মচারিরা। তারেক নামের এক কর্মচারি কর্তৃক সাধারন এক যাত্রীকে নির্যাতনের ছবি সবাই দেখেছেন। অবিলম্বে তাকে চাকরী থেকে বরখাস্ত করতে হবে। যাদের নামে মামলা দেওয়া হয়েছে সরাসরি প্রতিবেদন দিয়ে তাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করতে হবে।’

সন্দ্বীপ নাবিক এর আহবায়ক মো. সোহেল বলেন, ‘কুমিরা-গুপ্তছড়া ঘাটে প্রতিদিন যাত্রীদের হয়রানি, লাঞ্ছিত করা হয়। সিরিয়ালে দাঁড়িয়ে থাকেন যাত্রীরা, ব্ল্যাকে টিকেট বিক্রি হয়। অন্যায়ের প্রতিবাদ করায় ৯ জন সাধারন যাত্রীকে গ্রেফতার করা হয়েছে। তাদের মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।’

সাংবাদিক চারু মিল্লাত বলেন, ‘সন্দ্বীপের মানুষকে এই যুগেও কোমরপানিতে ভিজে, অনেকক লাঞ্ছনা ভোগ করে সন্দ্বীপ আসতে হয়। পাশের ভাসানচরে রোহিঙ্গারা নৌপথে নিরাপদে যাতায়াত করতে পারে, অথচ বাংলাদেশের নাগরিক হয়েও সন্দ্বীপবাসী নিরাপদ নৌ যাতায়াতের সুবিধা থেকে বঞ্চিত। এই দূর্ভোগ ইচ্ছাকৃতভাবে সৃষ্টি করে রাখা হয়েছে। এই দূর্ভোগ লাঘব হলে রাজনৈতিক নেতা ও প্রশাসনের কমিশন বন্ধ হয়ে যাবে, বানিজ্য বন্ধ হয়ে যাবে।’

সমাজকর্মী মো. সাইফ বলেন, ‘কুমিরা- গুপ্তছড়া ঘাটের ইজারাদারের গুন্ডাবাহিনী সাধারন যাত্রীদের মৌলিক অধিকার ছিনিয়ে নিয়েছে। যাত্রীদের মারধর করে রক্ত ঝরিয়েছে। গাড়ির ভেতর জিম্মি করে ছুরি দেখিয়ে হত্যার চেস্টা করেছে। মোবাইল, মানিব্যাগ চুরি করে নিয়ে গেছে। ৯ জন যাত্রীকে আটক করে তাদের ঈদের নামাজ পড়তে দেওয়া হয়নি।’

বুধবার (২৮ জুন) চট্টগ্রামের সিতাকুন্ড উপজেলার কুমিরা ঘাটে সন্দ্বীপগামী যাত্রী ও ঘাট কর্তৃপক্ষের পাল্টাপাল্টি হামলার ঘটনায় ঘাট কর্তৃপক্ষের লোকজন ৯ জনকে আটক ও মারধর করে সিতাকুন্ড থানা পুলিশের কাছে সোপর্দ করে।

বৃহস্পতিবার চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা নৌঘাটে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ভবন ভাঙচুর করার ঘটনায় বিআইডব্লিউটিএর উপপরিচালক নয়ন শীল বাদী হয়ে সিতাকুন্ড থানায় একটি মামলা করেন। মামলায় ৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৭০ জনকে আসামি করা হয়। বৃহঃপতিবার বিকেল ৫ টায় জামিনে মুক্ত হন তারা।

language Change
সংবাদ শিরোনাম
শেরপুরের নকলায় কৃষি কর্মকর্তাকে মারধরের ঘটনায় গ্রেপ্তার-১ মানিকছড়িতে ধানের শীষ মার্কায় ভোট চেয়ে ওয়াদুদ ভূইয়া'র পথসভা সীমান্ত হতে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি সিন্ডিকেটে আটকে আছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের কোটি টাকার মেশিন কেরানীগঞ্জে ঠিকাদার রফিকের অবৈধ গ্যাস সংযোগে টাকার মেশিনের সন্ধান আগুন সন্ত্রাস আটক করায় গুলশান ট্রাফিক পুরস্কৃত ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের দুটি থানা ও ৯টি ওয়ার্ড কমিটি গঠিত কবিরহাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সোহেল রানা বহিষ্কার ঢাকা মহানগর দক্ষিণ জাতীয়তাবাদী সাইবার দল পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা