তারিখ লোড হচ্ছে...

১৫ই আগস্ট’ জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন ইউনিয়নের গরীব -দুস্থদের মাঝে খাবার ও চাউল বিতরণ

স্টাফ রিপোর্টারঃ

‘১৫ই আগস্ট’ জাতীয় শোক দিবস উপলক্ষে সারা মাস ব্যপী কেরানীগঞ্জ এর বিভিন্ন ইউনিয়নের গরীব -দুস্থদের মাঝে খাবার ও চাউল বিতরণ কর্মসূচী পালিত হয়েছে।
গত ২০শে আগস্ট কেরানীগঞ্জ এর কালিগঞ্জ এলাকায় উক্ত কর্মসূচী অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ( বিদ্যুত, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়) উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত উপজেলা চেয়ারম্যান (কেরানীগঞ্জ) জনাব শাহীন আহমেদ।
শুভাঢ্যা ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান হাজি ইকবাল হোসেন এবং স্থানীয় আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা ইউনুস সরদারের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠান টি পরিচালিত হয়। ইউনিয়নের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বীর মুক্তিযোদ্ধা ইউনুস সরদারের বাসার নিচেই কার্য্যক্রমটি পরিচালিত হয়। বিশেষ সহযোগিতায় ছিলেন ইউনুস সরদারের ভাতিজা আরিয়ান সরদার।

চিত্র নায়ক অনন্ত জলিলের পোশাক কারখানায় বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ ও ভাংচুর

স্টাফ রিপোর্টার: 

আলী রেজা রাজু,সাভার(ঢাকা)সাভারের হেমায়েতপুর এলাকায় বকেয়া বেতনের দাবিতে হেমায়েতপুর সিংগাইর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে চিত্রনায়ক অনন্ত জলিলের মালিকানাধীন এজেআই গ্রুপের হাজার হাজার শ্রমিক। বিক্ষুব্ধ শ্রমিকরা দাবি আদায়ে কারখানায় ভাঙচুরসহ কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখে।

প্রায় এক ঘন্টা সড়ক অবরোধ করে রাখার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের অনুরোধে রাস্তা ছেড়ে দেন শ্রমিকরা। তবে এখনো শ্রমিকরা কারখানার ভিতরে অবস্থান নিয়ে বিক্ষোভ অব্যাহত রেখেছেন।

বিক্ষুব্ধ শ্রমিকরা জানায় নির্ধারিত সময়ে এক মাসের বকেয়া বেতন পরিশোধ না করায় তারা আন্দোলনে নেমেছেন। এছাড়া কারখানার স্টাফদের তিন মাসের বেতন বকেয়া থাকায় তারাও আন্দোলনে যোগ দিয়েছে। বকেয়া বেতন পরিশোধ না করা পর্যন্ত শ্রমিকরা এই আন্দোলন চালিয়ে যাবেন বলে ঘোষণা দেন।

সবা:স:জু-১০৯/২৪

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম