তারিখ লোড হচ্ছে...

অনুশীলন শুরু আবাহনীর

স্পোর্টস ডেস্ক: নতুন বছরে, নতুন আরেকটা মৌসুমে শুরু হচ্ছে আবাহনীর ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) যাত্রা। গেল বছরের দল থেকে তিন জন ক্রিকেটারকে এবার দলে রেখেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

এ ছাড়া নতুন করে দলটির প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও নির্বাচক হান্নান সরকার। দায়িত্ব পেয়েই দল গঠন করেছিলেন সাবেক এই ক্রিকেটার।

এবার সবার আগে মাঠের অনুশীলনও শুরু করল আকাশী নীলরা। আজ (মঙ্গলবার) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামের একাডেমি মাঠে অনুশীলন শুরু করে দলটি। প্রথম দিনের অনুশীলনে যোগ দিয়েছেন প্রায় সব খেলোয়াড়ই। হান্নান সরকারের নেতৃত্বে এদিন অনুশীলনে দেখা গিয়েছে মোসাদ্দেক হোসেন, রিপন মন্ডল ও মাহফুজ রাব্বিদের।

অনুশীলন শুরুর দিনেই মাঠে ঘাম ঝরিয়েছেন ক্রিকেটাররা। গেলবারের দল থেকে এবার খেলছেন নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকত, নাহিদ রানারা। এদিকে মোহাম্মদ মিথুন, মৃত্যুঞ্জয় চৌধুরী, রাকিবুল হাসান, মাহফুজুর রহমান রাব্বি, মেহেরব হোসাইন অহিন, রিপন মন্ডল, আনামুল হককে দলে ভিড়িয়েছিল তারা।

সর্বশেষ আফিফ হোসেনের দল পরিবর্তনে নতুন করে যুক্ত হয়েছেন মুমিনুল হক। এ ছাড়া মেহেদী হাসান, শাহরিয়ার কমল, নাঈমুর রহমান নয়ন, শামসুল অনিকরাও রয়েছেন দলে। ক্রিকেটারদের পাশপাশি দলের ট্রেনার হিসেবে অনুশীলনে দেখা গিয়েছে ইফতেখার ইফতিকে। ফিজিও হিসেবে কাজ করবেন মোসাদ্দেদ সানি।

টানা ৬ ঘণ্টা বোর্র্ডের কাঠগড়ায় রোহিত-গম্ভীর

সবুজ বাংলাদেশ ডেস্ক:

ভারতীয় দলের প্রস্তুতিতে অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে কোচ গৌতম গম্ভীর। একটা সিরিজ শেষ হওয়ার পর এর ভালো-মন্দ নিয়ে পর্যালোচনা হওয়া ক্রিকেটের খুব স্বাভাবিক ঘটনা। সিরিজে হারলে যার গুরুত্ব আরও বাড়ে। তবে ভারতীয় দল নিউজিল্যান্ডের কাছে টেস্ট সিরিজে ধবলধোলাই হওয়ার পর বিসিসিআইয়ের শীর্ষ কর্তারা অধিনায়ক রোহিত শর্মা ও কোচ গৌতম গম্ভীরকে নিয়ে যেভাবে ম্যারাথন বৈঠক করেছেন, সেটিকে মানসিক নির্যাতন বলতে পারেন যে কেউই।

এক-দুই ঘণ্টা নয়, টানা ৬ ঘণ্টা নিয়ে কোচ-অধিনায়ক ও প্রধান নির্বাচক নিয়ে বৈঠক করেছেন বিসিসিআই সভাপতি রজার বিনি ও সচিব জয় শাহ। ঘরের মাটিতে প্রথমবারের মতো তিন টেস্টের সিরিজে ধবলধোলাই হওয়ার পর শীর্ষ ব্যক্তিদের লম্বা মিটিংয়ে অস্বস্তিকর আলোচনাই যে বেশি হয়েছে, তা সহজেই অনুমেয়।

ভারতীয় বার্তা সংস্থা পিটিআইয়ের খবরে বলা হয়, নির্বাচক কমিটির প্রধান অজিত আগারকার, কোচ গম্ভীর এবং অধিনায়ক রোহিতকে কিউইদের কাছে বিধ্বস্ত হওয়া নিয়ে নানা জিজ্ঞাসার জবাব দিতে হয়েছে। বিশেষ করে সিরিজের জন্য বেশি টার্ন করা উইকেট কেন বানানো হয়েছে, যশপ্রীত বুমরাকে তৃতীয় টেস্টে কেন বিশ্রাম দেওয়া হয়েছে এবং গম্ভীরের কোচিং ধরন নিয়ে আলোচনা হয়েছে। সিরিজের বিভিন্ন পর্যায়ে নেওয়া টিম ম্যানেজমেন্টের কিছু সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তুলেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের শীর্ষ দুই ব্যক্তি।

ভারতের পরবর্তী চ্যালেঞ্জ অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদেরই মাটিতে ৫ টেস্টের বোর্ডার-গাভাস্কার সিরিজ।
এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে বিসিসিআইয়ের একটি সূত্র পিটিআইকে বলেন, এমন একটা বিপর্যয়ের পর এরকম মিটিং হওয়ারই ছিল, যেটা টানা ৬ ঘণ্টা দীর্ঘ হয়েছে। ভারত দল সামনে অস্ট্রেলিয়ায় যাচ্ছে। বিসিসিআই চায় দল ঘুরে দাঁড়াক, এবং এ বিষয়ে থিংক-ট্যাংক কী ভাবছে সেটাও জানতে চেয়েছে।

সবা:স:জু-৬১/২৪

 

 

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম