তারিখ লোড হচ্ছে...

মধ্যরাতে সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া

স্টাফ রিপোর্টার: এবার গভীর রাতে লালমনিরহাটের দহগ্রাম সীমান্তের শূন্যরেখার কাছে কাঁটাতারের বেড়া ও লোহার খুঁটি বসিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

খোঁজ নিয়ে জানা যায়, দহগ্রামের কলোনিপাড়া সীমান্ত এলাকায় শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) গভীর রাতে বিএসএফ ভারতীয় নাগরিকদের দিয়ে শূন্যরেখার তিন থেকে পাঁচ গজের মধ্যে কাঁটাতারের বেড়া ও লোহার খুঁটি স্থাপন শুরু করে।

শনিবার (১ মার্চ) সকাল পর্যন্ত প্রায় ৫০০ গজ এলাকায় কাঁটাতারের বেড়া ও লোহার খুঁটি স্থাপন করে তারা। পরে খবর পেয়ে বিজিবি ঘটনাস্থলে গিয়ে অবস্থান নিলে কাজ বন্ধ করে দেয় বিএসএফ।

এ ঘটনা নিয়ে হয় পতাকা বৈঠক। বৈঠকে বিজিবির পক্ষে পানবাড়ী কোম্পানি কমান্ডার সুবেদার আইয়ুব আলী অপরদিকে বিএসএফের ভোটবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার জালম সিং নিজ বাহিনীর প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।

রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. সেলিম আলদীন জানান, বিএসএফ জানিয়েছে যে তাদের জেলা প্রশাসনের সহায়তায় সীমান্তে বেড়া নির্মাণ শুরু করেছিল ভারতীয় গ্রামবাসী। কিন্তু দুই বাহিনীর মধ্যে এর আগে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠকে সীমান্তে আপাতত কোনো ধরনের স্থাপনা নির্মাণ না করার বিষয়টি তাদের স্মরণ করিয়ে দেয়া হয়।

এর আগে গত ৬ জানুয়ারি চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ-ভারত সীমান্তে মৃত পাতিয়া নদীর উন্মুক্ত স্থানে কাঁটাতারের বেড়া তৈরি করে বিএসএফ। পরে গ্রামবাসী ও বিজিবির বাধার মুখে পিছু হটে বিএসএফ।

এতে বিজিবির পক্ষ থেকে কাঁটাতারের বেড়া নির্মাণের কড়া প্রতিবাদ জানানো হয়।

উপবৃত্তির টাকা হাতিয়ে নিলেন সচিব

উপবৃত্তির টাকা হাতিয়ে নিলেন সচিব

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:

শেরপুরের ঝিনাইগাতীতে এক প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীর উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগে চলছে তোলপাড়! উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের হাসলীগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী স্বপ্না আক্তারের উপবৃত্তির টাকা দীর্ঘদিন যাবত অন্যের মোবাইল নম্বর ব্যবহার করে উত্তোলন করা হয়েছে বলে জানা গেছে।

অভিযোগকারী শিক্ষার্থীর অভিভাবক শারীরিক প্রতিবন্ধী হতদরিদ্র মো. সহিজ উদ্দিন, এ ব্যাপারে  উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বরাবর লিখিত অভিযোগে উল্লেখ করেন যে, তার মেয়ে প্রথম শ্রেণি থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করলেও প্রায় ৪ বছরের উপবৃত্তির টাকা পায়নি। এই টাকা আত্মসাৎ করেছেন মালিঝিকান্দা ইউনিয়ন পরিষদের তৎকালীন সচিব মো. খোরশেদ আলম। সে বর্তমানে নালিতাবাড়ী উপজেলার নন্নী ইউনিয়ন পরিষদে সচিব পদে কর্মরত।

অভিযোগে বলা হয়, শিক্ষার্থীর উপবৃত্তির আইডি নম্বর ৯১ এবং প্রকৃত মোবাইল নম্বর ছিল ০১৯০৪৯৩৪১২৬। কিন্তু সচিব মো. খোরশেদ আলম ও বিদ্যালয়ের প্রধান শিক্ষকের যোগসাজশে তার ব্যক্তিগত নম্বর ০১৯১২-৮০১৮৭৭ ব্যবহার করে নিয়মিত উপবৃত্তির টাকা উত্তোলন করে আত্মসাৎ করেছেন।

সমাধানের জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. মোজাম্মেল হক একাধিকবার চেষ্টা করে ও ব্যর্থ হয়েছেন। অভিভাবক মো. সহিজ উদ্দিন বলেন, “আমি গরীব মানুষ, শারীরিকভাবেও প্রতিবন্ধী। মেয়ের পড়াশোনার খরচের জন্য উপবৃত্তির টাকা খুব দরকার। অথচ সেই টাকা অন্যরা আত্মসাৎ করছে। আমার মেয়ের প্রাপ্য টাকা ফেরত চাই এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা দাবি করছি।”

তবে অভিযুক্ত সাবেক সচিব মো. খোরশেদ আলম অভিযোগটি অস্বীকার করেছেন।

এদিকে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ববি লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে প্রতিনিধি কে জানান, ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

language Change
সংবাদ শিরোনাম
সাংবাদিকরা জীবন বাজি রেখে দেশ ও জাতির কল্যাণে কাজ করেন” — গৃহায়ন ও গণপূর্ত সচিব ছেলেবন্ধুদের পরিবারের ভেতরের গল্প বললেন সোহিনী ডিসি নিয়োগ আওয়ামী আনুগত্যের প্রাধান্য কৃষক দলের নেতা খন্দকার নাসিরের গ্রেপ্তার চাইলেন মহিলা দল নেত্রী মুন্নী শেরপুরের নকলায় কৃষি কর্মকর্তাকে মারধরের ঘটনায় গ্রেপ্তার-১ মানিকছড়িতে ধানের শীষ মার্কায় ভোট চেয়ে ওয়াদুদ ভূইয়া'র পথসভা সীমান্ত হতে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি সিন্ডিকেটে আটকে আছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের কোটি টাকার মেশিন কেরানীগঞ্জে ঠিকাদার রফিকের অবৈধ গ্যাস সংযোগে টাকার মেশিনের সন্ধান